বাংলা নিউজ > ময়দান > IND vs BAN: সহজ ক্যাচ ছেড়ে জেতা ম্যাচে হার ভারতের, মেহেদির ব্যাটে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মেহেদির উচ্ছ্বাস। ছবি- এএফপি (AFP)

IND vs BAN: সহজ ক্যাচ ছেড়ে জেতা ম্যাচে হার ভারতের, মেহেদির ব্যাটে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

India vs Bangladesh 1st ODI Live Score: টস হেরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে সস্তায় বেঁধে রাখেন শাকিব আল হাসানরা। পরে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন মেহেদি হাসান মিরাজরা।

নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে সিরিজ হারতে হলেও ভারত পূর্ণ শক্তির দল মাঠে নামায়নি। এবার ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি টিম ইন্ডিয়া। এই সিরিজেও ভারত সেরা দল নিয়ে মাঠে নামছে, এমনটা নয়। প্রথমসারির বেশ কয়েকজন তারকা ভারতীয় স্কোয়াডে নেই। তা সত্ত্বেও ফেবারিটের তকমা পাচ্ছেন রোহিত শর্মারাই। যদিও সিরিজের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় বাংলাদেশ।

04 Dec 2022, 08:22:52 PM IST

কবে খেলা হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ?

৭ ডিসেম্বর, অর্থাৎ আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে দু'দল। স্বাভাবিকভাবেই সিরিজে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

04 Dec 2022, 07:54:14 PM IST

ম্যাচের সেরা মেহেদি

প্রথমে বল হাতে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মেহেদি। পরে ব্যাট হাতে ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহেদি হাসান মিরাজ।

04 Dec 2022, 07:17:12 PM IST

১ উইকেটে জয় বাংলাদেশের

একসময় ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ উইকেটের জুটিতে ৫০-এর বেশি রান যোগ করে ম্য়াচ জিতে যায় তারা। ভারতের ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়। মেহেদি হাসান মিরাজ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর রহমান ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করে নট-আউট থাকেন। ৪২.৩ ওভারে শার্দুলের বলে মেহেদির ক্যাচ ছাড়েন রাহুল। ক্যাচ ধরতে পারলে ভারত তখনই ম্যাচ জিতে যেত। সেদিক থেকে জেতা ম্যাচ বাংলাদেশকে উপহার দিয়ে আসে টিম ইন্ডিয়া।

04 Dec 2022, 07:06:50 PM IST

জিততে ৯ রান দরকার বাংলাদেশের

৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৭৯ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে মাত্র ৮ রান দরকার বাংলাদেশের। মিরাজ ৩২ ও মুস্তাফিজুর ৯ রানে ব্যাট করছেন। শার্দুল ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 07:01:41 PM IST

জিততে ১৪ রান দরকার বাংলাদেশের

৪৪তম ওভারের বল করতে এসে শুরুতেই নো-বল করেন দীপক চাহার। পরে ফ্রি-হিটে মেহেদির ক্যাচ ধরেন ধাওয়ান। দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন মেহেদি। পঞ্চম বলে ২ রান নেন মিরাজ। শেষ বলে চার মারেন তিনি। ওভারে ১৫ রান ওঠে। ৪৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৭৩ রান। মিরাজ ৩২ বলে ৩১ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। জিততে মাত্র ১৪ রান দরকার বাংলাদেশের।

04 Dec 2022, 06:50:57 PM IST

মেহেদির ক্যাচ ছাড়লেন রাহুল

৪২.৩ ওভারে শার্দুলের বলে সজোরে ব্যাট চালান মেহেদি। বল অনেক উঁচুতে উঠে যায়। লোকেশ রাহুল যদিও ক্যাচ ধরতে পারেননি। সেই বলে ২ রান নেন মেহেদি। রাহুল ক্যাচ ধরলেই ভারত ম্যাচ জিতে যেত। ঠিক পরের বলে ফের বল হাওয়ায় ভাসিয়ে বসেন মেহেদি। তবে ক্যাচ ধরার জন্য বলের নীচে আসেননি ওয়াশিংটন। ৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৫৮ রান। ১৭ রানে ব্যাট করছেন মেহেদি। জিততে ৭ ওভারে ২৯ রান দরকার বাংলাদেশের। সিরাজ ১০ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 06:42:16 PM IST

কুলদীপকে জোড়া ছক্কা মেহেদির

৪১তম ওভারে কুলদীপের বলে জোড়া ছক্কা মারেন মেহেদি হাসান মিরাজ। ওভারে মোডট ১৪ রান ওঠে। বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৫৪ রান। মেহেদি ১৪ বলে ১৪ রান করেছেন। ৪ বলে ৪ রান করেছেন মুস্তাফিজুর। ৫ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কুলদীপ।

04 Dec 2022, 06:32:34 PM IST

হাসানকে ফেরালেন সিরাজ

৩৯.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হাসান মাহমুদ। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১৩৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৪০ রান। সিরাজ ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

04 Dec 2022, 06:25:37 PM IST

হিট উইকেট এবাদত

৩৮.৫ ওভারে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন এবাদত হোসেন। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। কুলদীপ একই ওভারে জোড়া উইকেট তুলে নেন। বাংলাদেশ ১৩৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাসান মাহমুদ।

04 Dec 2022, 06:20:45 PM IST

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট কুলদীপের

৩৮.২ ওভারে কুলদীপ সেনের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ১২ বলে ৬ রান করেন আফিফ। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম উইকেট কুলদীপের। বাংলাদেশ ১৩৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এবাদত হসেন।

04 Dec 2022, 06:04:13 PM IST

মুশফিকুর আউট

৩৫.১ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। সুতরাং পরপর ২ বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ বলে ১৮ রান করেন মুশফিক। তিনি কোনও বাউন্ডারি মারেননি। বাংলাদেশ ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। শার্দুল ৬ ওভারে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। সিরাজ ৭ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 06:03:15 PM IST

মাহমুদুল্লাহ আউট

৩৪.৬ ওভারে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। ৩৫ বলে ১৪ রান করেন তিনি। বাংলাদেশ ১২৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন।

04 Dec 2022, 05:57:31 PM IST

সতর্ক ব্যাটিং মুশফিকুরদের

৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১২৭ রান। মুশফিকুর ৩৯ বলে ১৭ রান করেছেন। ৩৪ বলে ১৪ রান করেছেন মাহমনুদুল্লাহ। দু'জনের কেউই একটিও বাউন্ডারি মারেননি।

04 Dec 2022, 05:37:40 PM IST

২০ ওভারে বাংলাদেশের দরকার ৭১ রান

৩০ ওভারের খেলা শেষ। বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ১১৬ রান তুলেছে। জয়ের জন্য শেষ ২০ ওভারে তাদের দরকার ৭১ রান। ১৯ বলে ১১ রান করেছেন মাহমুদুল্লাহ। ৩০ বলে ১৪ রান করেছেন মুশফিকুর। শাহবাজ ৮ ওভারে ৩৭ রান খরচ করেছেন।

04 Dec 2022, 05:17:41 PM IST

১০০ টপকাল বাংলাদেশ

২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। তাদের স্কোর ৪ উইকেটে ১০২ রান। ২২ বলে ১০ রান করেছেন মুশফিকুর রহিম। ৩ বলে ২ রান করেছেন মাহমুদুল্লাহ।

04 Dec 2022, 05:05:15 PM IST

শাকিব আল হাসান আউট

২৩.৩ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে শাকিব আল হাসানের দুর্দান্ত ক্য়াচ ধরেন বিরাট কোহলি। ৩৮ বলে ২৯ রান করেন শাকিব। মারেন ৩টি চার। বাংলাদেশ ৯৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 04:48:07 PM IST

লিটন দাস আউট

১৯.২ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন লিটন দাস। ৬৩ বলে ৪১ রান করেন করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ৭৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৭ রান। শাকিব ১৪ রানে ব্যাট করছেন।

04 Dec 2022, 04:44:18 PM IST

ধীরে সুস্থে এগচ্ছে বাংলাদেশ

১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৭ রান। ৫৬ বলে ৩৫ রান করেছেন লিটন দাস। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। শাকিব ২২ বলে ১২ রান করেছেন।

04 Dec 2022, 04:30:08 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

১৫তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। তাদের স্কোর ২ উইকেটে ৫১ রান। লিটন ৪৭ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ২টি চার। শাকিব ১৩ বলে ৮ রান করেছেন। মেরেছেন ১টি চার। শাহবাজ ২ ওভারে ৪ রান খরচ করেছেন।

04 Dec 2022, 04:22:18 PM IST

নিয়ন্ত্রিত বোলিং শাহবাজদের

ইনিংসের ১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ সেন। অভিষেককারী কুলদীপ নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেন। ১৩তম ওভারে বল করতে আসেন শাহবাজ আহমেদ। তৃতীয় বলে আউট হতে হতে বেঁচে যান লিটন। স্লিপে রোহিতের হাতের ঠিক সামনে বল পড়ায় তৃতীয় আম্পায়ার লিটনকে নট-আউট ঘোষণা করেন। শাহবাদ নিজের প্রথম ওভারে বার তিনের পরাস্ত করেন ব্যাটসম্যানকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪০ রান।

04 Dec 2022, 03:55:37 PM IST

এনামুল আউট

৯.১ ওভারে মহম্মদ সিরাজের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন এনামুল হক। ২৯ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলাদেশ ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩০ রান। ১১ রানে ব্যাট করছেন লিটন।

04 Dec 2022, 03:48:32 PM IST

লিটনদের হাত খুলতে দিচ্ছেন না চাহাররা

৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৫ রান। লিটন দাস ২৩ বলে ১১ রান করেছেন। মেরেছেন ১টি চার। এনামুল হক ২৪ বলে ১৩ রান করেছেন। মেরেছেন ২টি চার। সিরাজ ৪ ওভারে ১৮ রান খরচ করেছেন। চাহার ৪ ওভারে ১টি মেডেন-সহ ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 03:28:14 PM IST

টাইট বোলিং ভারতের

৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৫ রান। ১৭ বলে ১১ রান করেছেন এনামুল হক। মেরেছেন ২টি চার। ৬ বলে ৪ রান করেছেন লিটন দাস।

04 Dec 2022, 03:11:49 PM IST

প্রথম বলেই আউট নাজমুল

লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলেই স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন নাজমুল। কোনও রান করার আগেই ১ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ব্যাট করতে নামেন এনামুল হক। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। প্রথম ওভারে ৫ রান ওঠে।

04 Dec 2022, 02:39:16 PM IST

অল-আউট ভারত

৪১.২ ওভারে এবাদত হোসেনের বলে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন মহম্মদ সিরাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৯ রান করেন তিনি। ভারত ১৮৬ রানে অল-আউট হয়ে যায়। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কুলদীপ সেন। ৮.২ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন এবাদত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৭ রান।

04 Dec 2022, 02:36:47 PM IST

শাকিবের বোলিং কোটা শেষ

১০ ওভারের বোলিং কোটা শেষ করেন শাকিব আল হাসান। ২টি মেডেন-সহ ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন তিনি। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৮৫ রান। সিরাজ ৯ ও কুলদীপ ২ রানে ব্যাট করছেন।

04 Dec 2022, 02:32:19 PM IST

রাহুলকে ফেরালেন এবাদত

৩৯.৫ ওভারে এবাদত হোসেনের বলে এনামুলের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ৭০ বলে ৭৩ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। ভারত ১৭৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ সেন। এবাদতের এটি তৃতীয় শিকার।

04 Dec 2022, 02:22:15 PM IST

ভারতকে টানছেন রাহুল

৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৬৮ রান। ৬৫ বলে ৬৩ রান করেছেন লোকেশ রাহুল। মেরেছেন ৪টি চার ও ৩টি ছক্কা। ৮ বলে ৪ রান করেছেন মহম্মদ সিরাজ।

04 Dec 2022, 02:06:27 PM IST

৫ উইকেট শাকিবের

৩৪.৪ ওভারে শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫৮ রান। শাকিব ৭ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

04 Dec 2022, 02:01:26 PM IST

শার্দুল ঠাকুর আউট

৩৪.১ ওভারে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শার্দুল ঠাকুর। ৩ বলে ২ রান করেন তিনি। ভারত ১৫৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।

04 Dec 2022, 01:58:48 PM IST

শাহবাজ আহমেদ আউট

৪ বল খেলে খাতা খুলতে পারলেন না শাহবাজ আহমেদ। ৩৩.২ ওভারে এবাদতের বলে শাকিবের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৫৬ রান। ৫৫ রানে ব্যাট করছেন রাহুল।

04 Dec 2022, 01:53:23 PM IST

ওয়াশিংটন আউট

৩২.৩ ওভারে শাকিবের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এবাদতের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ৪৩ বলে ১৯ রান করেন সুন্দর। কোনও বাউন্ডারি মারেননি তিনি। ভারত ১৫২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। শাকিব ৬ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 01:50:03 PM IST

হাফ-সেঞ্চুরি রাহুলের

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। এবাদতের ওভারে জোড়া বাউন্ডারি মারেন লোকেশ। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫২ রান। রাহুল ৫৩ ও ওয়াশিংটন ১৯ রানে ব্যাট করছেন।

04 Dec 2022, 01:39:13 PM IST

ব্যাট চালাচ্ছেন রাহুল

৩০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪২ রান। ৩০তম ওভারে মেহেদির শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন লোকেশ রাহুল। তিনি ৪৫ল লে ৪৪ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। ৩৩ বলে ১৮ রান করেছেন সুন্দর।

04 Dec 2022, 01:28:23 PM IST

জীবনদান পেলেন ওয়াশিংটন

২৬.৫ ওভারে হাসান মাহমুদের বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ২৭.২ ওভারে মেহেদির বলে ওয়াশিংটনের ক্যাচ ছাড়েন এবাদত হোসেন। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। লোকেশ রাহুল ৩২ ও ওয়াশিংটন সুন্দর ১৬ রানে ব্যাট করছেন।

04 Dec 2022, 01:15:44 PM IST

১০০ টপকাল ভারত

২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৫ রান। ৩১ বলে ২১ রান করেছেন লোকেশ রাহুল। মেরেছেন ১টি ছক্কা। ১৭ বলে ৭ রান করেছেন ওয়াশিংটন।

04 Dec 2022, 01:01:40 PM IST

শ্রেয়স আইয়ার আউট

১৯.৬ ওভারে এবাদত হোসেনের শর্ট বলে পুল করতে দিয়ে বল হাওয়ায় ভাসিয়ে বসেন শ্রেয়স আইয়ার। উইকেটকিপার মুশফিকুর রহিম উঁচু ক্যাচ ধরতে ভুল করেননি। ৩৯ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। মারেন ২টি চার। ভারত ৯২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। এবাদত ৫ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 12:53:19 PM IST

পরিস্থিতি সামলাচ্ছেন শ্রেয়স-রাহুল

১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ৩২ বলে ১৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ১টি চার। ১৩ বলে ১১ রান করেছেন লোকেশ রাহুল। মেরেছেন ১টি ছক্কা।

04 Dec 2022, 12:35:31 PM IST

শাকিবকে ছক্কা হাঁকালেন রাহুল

১৪.৩ ওভারে শাকিব আল হাসানের বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭১ রান। ১১ বলে ১০ রান করেছেন রাহুল। ১৬ বলে ৮ রান করেছেন শ্রেয়স। শাকিব ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

04 Dec 2022, 12:24:42 PM IST

৫০ ছুঁল ভারত

১২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫০ রান। শ্রেয়স আইয়ার ৬ বলে ২ রান করেছেন। ৩ বল খেলে এখনও খাতা খোলেননি লোকেশ রাহুল। এবাদত নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন।

04 Dec 2022, 12:16:13 PM IST

বিরাট কোহলি আউট

একই ওভারে জোড়া সাফল্য শাকিব আল হাসানের। রোহিতকে ফেরানোর পরে সেই ওভারের চতুর্থ বলে শাকিব তুলে নেন বিরাট কোহলির উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৯ রান করে লিটনের হাতে ধরা দেন কোহলি। ভারত ৪৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। শাকিব নিজের প্রথম ওভারে ১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।

04 Dec 2022, 12:14:45 PM IST

রোহিতকে ফেরালেন শাকিব

১০ ওভারের পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান সংগ্রহ করে। পাওয়ার প্লে-র ঠিক পরেই বল করতে আসেন শাকিব আল হাসান। ১০.২ ওভারে শাকিবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৩১ বলে ২৭ রান করেন রোহিত। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

04 Dec 2022, 12:04:00 PM IST

রোহিতের চার-ছক্কা

সপ্তম ওভারে হাসান মাহমুদের পঞ্চম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। অষ্টম ওভারে মেহেদি হাসানের পঞ্চম বলে চার মারেন হিটম্যান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৫ রান। ২৪ বলে ২২ রান করেছেন রোহিত। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ৭ বলে ১ রান করেছেন কোহলি।

04 Dec 2022, 11:54:56 AM IST

শিখর ধাওয়ান আউট

৫.২ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ১৭ বলে ৭ রান করেন গব্বর। মারেন ১টি চার। ভারত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। মেহেদি ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করেছেন।

04 Dec 2022, 11:45:18 AM IST

হাত খুলছেন রোহিত-ধাওয়ান

দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের তৃতীয় বলে চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৫ রান ওঠে। তৃতীয় ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে চার মারেন শিখর। ওভারে ৬ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। রোহিত ৬ ও ধাওয়ান ৫ রানে ব্যাট করছেন।

04 Dec 2022, 11:35:32 AM IST

ম্যাচ শুরু

শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে লেগ-বাই থেকে খাতা খোলে ভারত। প্রথম ওভারে ১ রান ওঠে।

04 Dec 2022, 11:22:30 AM IST

বাংলাদেশের প্রথম একাদশ

লিটন দাস (ক্যাপ্টেন), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

04 Dec 2022, 11:14:16 AM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার ও ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

04 Dec 2022, 11:06:26 AM IST

উইকেটকিপিং করবেন রাহুল

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই ঋষভ পন্ত। তাঁর বদলে উইকেটকিপিং করবেন লোকেশ রাহুল। ভারত চারজন অল-রাউন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। শিকে ছিঁড়ল বাংলার শাহবাজ আহমেদের ভাগ্যে।

04 Dec 2022, 11:03:38 AM IST

টস জিতল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে লিটন দাস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, মীরপুরে রান তাড়া করবে বাংলাদেশ।

04 Dec 2022, 11:00:28 AM IST

ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়ে গেলেন কুলদীপ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন কুলদীপ সেন। তরুণ পেসারের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

04 Dec 2022, 10:03:30 AM IST

মুখেমুখি লড়াইয়ের ইতিহাস

ওয়ান ডে ফর্ম্যাটে ভারত ও বাংলাদেশ পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে ৩৬টি ম্যাচে। ভারত জিতেছে ৩০টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম্যাচ। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। শেষবার ভারত-বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলা হয় ২০১৯ সালের বিশ্বকাপে। বার্মিংহ্যামের সেই ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে দেয় ভারত। বাংলাদেশে গিয়ে ভারতীয় দল শেষবার তাদের বিরুদ্ধে ওয়ান ডে খেলে ২০১৫ সালে।

04 Dec 2022, 10:01:41 AM IST

বিশ্রাম কাটিতে মাঠে ফিরছেন রোহিতরা

টি-২০ বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফরের ২টি সীমিত ওভারের সিরিজে রোহিত-কোহিলদের বিশ্রাম দিয়েছিলেন জাতীয় নির্বাচকরা। নিউজিল্যান্ডে ভারতের টি-২০ দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। ওয়ান ডে সিরিজের নেতা ছিলেন শিখর ধাওয়ান। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে ফিরছেন রোহিত-কোহলি-লোকেশ রাহুলরা। নেতৃত্বে ফিরছেন হিটম্য়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’ আর তর সইছে না! নান্দিমুখেও রাতুলের পাশে বসে রূপাঞ্জনা, প্রকাশ্যে গায়ে হলুদের ছব মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান পেশাদার ফুটবলে কামব্যাক, তাও ৫৮ বছর বয়সে, চমক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকার কমিশনে জমা পড়ল ২৭৪টি অভিযোগ, 'পুলিশি নিষ্ক্রিয়তা' নিয়ে মুখ খুললেন রাজ্যপাল অন্ধকারে ডুবছে ব্যস্ততম গড়িয়াহাট ব্রিজ, ১৫ দিন ধরে আলো জ্বলছে না, কারণ কী? মঙ্গল-রাহুর মিলনে অঙ্গারক যোগ, ৩ রাশির জীবন বদলাবে, থামবে অগ্রগতি, থাকুন সতর্ক

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.