বাগে পেয়েও বাংলাদেশকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়া। লো-স্কোরিং ম্যাচে জয় তুলে নিয়ে শাকিব আল হাসানরা ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যান। এবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে দু'দল। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার কাছে সিরিজের বাকি দু'টি ম্যাচ ডু-অর-ডাই লড়াইয়ে পরিণত হয়। একটি ম্যাচ হারলেই ওয়ান ডে সিরিজ খোয়াতে হতো রোহিত শর্মাদের। সিরিজে ভেসে থাকতে বুধবার জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না টিম ইন্ডিয়ার। যদিও শেষ ওভারের থ্রিলারে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও হেরে বসে ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দুরন্ত নজির গড়েন মেহেদি
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অপরাজিত শতরান করার সুবাদে অনবদ্য এক নজির গড়েন মেহেদি হাসান মিরাজ। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাটিং অর্ডারের ৮ নম্বর তা তারও নীচে ব্যাট করতে নেমে ওয়ান ডে সেঞ্চুরি করেন তিনি। মিরাজের আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ নম্বরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের সিমি সিং অপরাজিত ১০০ রান করেছিলেন। ভারতের বিরুদ্ধে মেহেদিও ১০০ রান করে নট-আউট থাকেন।
কবে খেলা হবে সিরিজের শেষ ওয়ান ডে?
১০ ডিসেম্বর, অর্থাৎ আগামী শনিবার মীরপুরেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই এখন প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার।
ম্যাচের সেরা মেহেদি
প্রথমে ব্যাট হাতে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৩ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। পরে বল হাতে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহেদি।
সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম ওয়ান ডে ম্যাচে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানের উত্তেজক জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
মুস্তাফিজুরের শেষ ওভারের প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় বলে চার মারেন রোহিত। তৃতীয় বলও বাউন্ডারিতে পাঠান হিটম্যান। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। সুতরাং, শেষ ২ বলে জয়ের জন্য ১২ রান দরকার ছিল টিম ইন্ডিয়ার। পঞ্চম বলে ছক্কা হাঁকান রোহিত। শেষ বলে ছয় মারলেই ভারত ম্যাচ জিতত। তবে ইয়র্কার ডেলিভারিতে রোহিতকে ছক্কা হাঁকানো থেকে বিরত করেন মুস্তাফিজ। বাংলাদেশের ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ২৬৬ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে ভারত। রোহিত ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
শেষ ওভারে ২০ রান দরকার ভারতের
৪৯তম ওভারে মাহমুদুল্লাহর বলে এবাদত ও বিজয়ের হাত থেকে দু'বার জাবনদান পান রোহিত। সেই ওভারে ২টি ছক্কা মারেন তিনি। ওভারের শেষ বলে বোল্ড হন সিরাজ। তিনি ১২ বলে ২ রান করেন। ওভারে ২০ রান ওঠে। ভারত ২৫২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার টিম ইন্ডিয়ার। রোহিত ২২ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৪টি ছক্কা।
২ ওভারে ৪০ রান দরকার ভারতের
৪৭তম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে ভারত। রোহিত মাত্র ২টি বল খেলার সুযোগ পান সেই ওভারে। ৪৮তম ওভারে মুস্তাফিজুরের বলে ১ রানও সংগ্রহ করতে পারেননি সিরাজ। অর্থাৎ, ২ ওভারে মাত্র ১ রান ওঠে। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২৩২ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ৪০ রান দরকার টিম ইন্ডিয়ার।
৪ ওভারে ৪১ দরকার ভারতের
৪৬তম ওভারে এবাদতের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৮ রান ওঠে। ৪৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ২৩১ রান। জয়ের জন্য ৪ ওভারে ভারতের দরকার ৪১ রান। রোহিত ১৫ বলে ২০ রান করেছেন।
দীপক চাহার আউট
৪৫.১ ওভারে এবাদত হোসেনের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন দীপক চাহার। ১৮ বলে ১১ রান করে মাঠ ছাড়েন চাহার। ভারত ২১৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।
শার্দুলকে ফেরালেন শাকিব
৪২.৪ ওভারে শাকিব আল হাসানের বলে শার্দুল ঠাকুরকে স্টাম্প-আউট করেন মুশফিকুর রহিম। ভারত ২০৭লরানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা।
২০০ টপকাল ভারত
৪২তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪২ ওভার শেষে টিম ইন্ডিয়ারল স্কোর ৬ উইকেটে ২০৪ রান। ১৩ বলে ৮ রান করেছেন দীপক চাহার। তিনি ১টি ছক্কা মেরেছেন। ২০ বলে ৬ রান করেছেন শার্দুল ঠাকুর।
৫৪ বলে ৭৭ রান দরকার ভারতের
৪১ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৯৫ রান। জয়ের জন্য শেষ ৯ ওভারে ৭৭ রান দরকার টিম ইন্ডিয়ার। ১৮ বলে ৫ রান করেছেন শার্দুল ঠাকুর। ৯ বলে ১ রান করেছেন দীপক চাহার।
অক্ষর প্যাটেল আউট
৩৮.২ ওভারে এবাদত হোসেনের বলে শাকিব আল হাসানের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৮৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।
হাফ-সেঞ্চুরি অক্ষরের
১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অক্ষর প্যাটেল। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮১ রান। ৫০ রানে ব্যাট করছেন অক্ষর।
শ্রেয়সকে ফেরালেন মেহেদি
৩৪.৬ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১০২ বলে ৮২ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়স। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। ভারত ১৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। অক্ষর ৪৩ রানে ব্যাট করছেন। মেহেদি ৫ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
দেড়শো টপকাল ভারত
৩২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৮ রানষ শ্রেয়স আইয়ার ৭৩ রান করেছেন। অক্ষর প্যাটেল ব্যাট করছেন ব্যক্তিগত ৩৮ রানে।
২০ ওভারে ভারতের দরকার ১২৯ রান
৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১২৯ রান। ৮৯ বলে ৬৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন অক্ষর।
জমাট জুটি অক্ষর-শ্রেয়সের
২৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৯ রান। ২৬ বলে ২৬ রান করেছেন অক্ষর প্যাটেল। তিনি ২টি ছক্কা মেরেছেন। ৮১ বলে ৫৬ রান করেছেন শ্রেয়স আইয়ার।
হাফ-সেঞ্চুরি শ্রেয়সের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১১৭ রান। শ্রেয়স ৫০ ও অক্ষর ২০ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ১৫৫ রান।
১০০ ছুঁল ভারত
২২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০০ রান। শ্রেয়স আইয়ার ৬১ বলে ৪৪ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১০ বলে ১০ রান করেছেন অক্ষর প্য়াটেল। তিনি ১টি ছক্কা মেরেছেন।
লোকেশ রাহুল আউট
১৮.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ২৮ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৬৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এক্ষর প্য়াটেল। শ্রেয়স ২৫ রানে ব্যাট করছেন।
চাপ কাটানোর চেষ্টায় রাহুলরা
১৭ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করেছে। শ্রেয়স ২৩ রানে ব্যাট করছেন। ১১ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
৫০ টপকাল ভারত
১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫৩ রান। শ্রেয়স আইয়ার ৩৮ বলে ২২ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ বলে ৫ রান করেছেন লোকেশ রাহুল।
ওয়াশিংটন সুন্দর আউট
ইনিংসের দশম ওভারে প্রথমবার বল করতে আসেন শাকিব আল হাসান। ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দরকে। ৯.৬ ওভারে লিটনের হাতে ধরা দেন সুন্দর। ১৯ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল।
প্রতিরোধ গড়ছেন শ্রেয়স-ওয়াশিংটন
৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৫ রান। ১৪ বলে ৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ১টি চার। ১২ বলে ৬ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও ১টি চার মেরেছেন।
শিখর ধাওয়ান আউট
২.৫ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ১০ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
বিরাট কোহলি আউট
১.৫ ওভারে এবাদতের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেনে আনেন বিরাট কোহলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
ওপেনে ধাওয়ান-কোহলি
রোহিত চোট পেয়ে মাঠ ছেড়েছেন। তাই ওপেন করতে নামেননি হিটম্যান। বদলে শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন মেহেদি হাসান মিরাজ। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন বিরাট। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোহলি ৩ বলে ৫ রান করেছেন।
মেহেদির সেঞ্চুরি, ভারতের সামনে কঠিন টার্গেট
ইনিংসের একেবারে শেষ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭১ রান সংগ্রহ করে। মেহেদি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। নাসুম আহমেদ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করে নট-আউট থাকেন। শার্দুল ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৭২ রান।
২৫০ টপকাল বাংলাদেশ
৪৯ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৫৫ রান। মেহেদি হাসান ৮৫ ও নাসুম ১৮ রানে ব্যাট করছেন। সিরাজ ১০ ওভারে ৭৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। উমরান ১০ ওভারে ২টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।
মাহমুদুল্লাহ আউট
৪৬.১ ওভারে উমরান মালিকের বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ৯৬ বলে ৭৭ রান করেন মাহমুদুল্লাহ। মারেন ৭টি চার। বাংলাদেশ ২১৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম আহমেদ। তিনি ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন। ওভারের শেষ বলে চার মারেন মেহেদি। ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩১ রান। ৭০ রানে ব্যাট করছেন মেহেদি।
২০০ টপকাল বাংলাদেশ
৪৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২১৭ রান। ৯৫ বলে ৭৭ রান করেছেন মাহমুদুল্লাহ। মেরেছেন ৭টি চার। ৭১ বলে ৬৬ রান করেছেন মেহেদি। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি মাহমুদুল্লাহর
৪টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ। ৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৭৮ রান। মেহেদি ৫৭ ও মাহমুদুল্লাহ ৫০ রানে
বোলিং কোটা শেষ ওয়াশিংটনের
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৩৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৯ রান। সুতরাং, মাহমুদুল্লাহ ও মিরাজ সপ্তম উইকেটের জুটিতে ১০০ রান যোগ করেন। মিরাজ ৫৯ বলে ৫৩ রান করেছেন। ৭০ বলে ৪৭ রান করেছেন মাহমুদুল্লাহ।
হাফ-সেঞ্চুরি মেহেদির
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৬৫ রান। মেহেদি ৫১ ও মাহমুদুল্লাহ ৪৫ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল বাংলাদেশ
৩৬তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৫০ বলে ৪৯ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। ৩৭ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল্লাহ।
জমাট জুটি মেহেদি-মাহমুদুল্লাহর
৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩৬ রান। ৪৮ বলে ৩০ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ৩৮ বলে ৩৯ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
১০০ টপকাল বাংলাদেশ
২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১১৫ রান। ২৮ বলে ২৬ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৪ বলে ২২ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ৮ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
ফের বাংলাদেশকে টানছেন মিরাজ
২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। ২০ বলে ১৬ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ১২ বলে ১০ রান করেছেন মেহেদি হাসান। মেরেছেন ১টি চার। সিরাজ ৭ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
আফিফ আউট
পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ১৮.৬ ওভারে ওয়াশিংটনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা আফিফ হোসেন। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন আফিফ। বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ওয়াশিংটন। তিনি ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
মুশফিকুর আউট
১৮.৫ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ধাওয়ানের হাতে ধরা দেন মুশফিকুর রহিম। ২৪ বলে ১২ রান করেন মুশফিক। মারেন ২টি চার। বাংলাদেশ ৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন।
শাকিব আল হাসান আউট
১৬.৬ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন শাকিব আল হাসান। যদিও হাতে না বলে পায়ে বলাই ভালো। কেননা, ধাওয়ান বল তালুবন্দি করতে পারেননি। তবে তাঁর হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে বল আটকে যায় ধাওয়ানের দু'পায়ের ফাঁকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৮ রান করেন শাকিব। বাংলাদেশ ৬৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। মুশফিকুর ব্যাট করছেন ১১ রানে।
নাজমুলকে বোল্ড করলেন উমরান
১৩.১ ওভারে ১৫১ কিলোমিটারের আগুনে ডেলিভারিতে নামজমুল হোসেন শান্তর স্টাম্প ছিটকে দিলেন উমরান মালিক। ৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন শান্ত। মারেন ৩টি চার। বাংলাদেশ ৫২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। শাকিব ১২ বলে ৫ রান করেছেন। মুশফিক ৫ বলে ৫ রান করেছেন। ২ ওভারে ৫ রানে ১ উইকেট নিয়েছেন উমরান।
লিটনকে ফেরালেন সিরাজ
৯.২ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৭ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। ৩৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৪ রান। ১৫ রানে ব্যাট করছেন নাজমুল। সিরাজ ৫ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি ঈশ্বরনের
বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য হাফ-সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরনের। দাপুটে ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারাও।
বিস্তারিত পড়ুন:- IND-A vs BAN-A Live: দাপুটে হাফ-সেঞ্চুরি ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনের
ধাক্কা সামলাচ্ছে বাংলাদেশ
৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৩ রান। ১২ বলে ৬ রান করেছেন লিটন দাস। মেরেছেন ১টি চার। ৯ বলে ৬ রান করেছেন নাজমুল।
এনামুলকে ফেরালেন সিরাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন এনামুল হক। তৃতীয় বলে ২ রান নেন তিনি। চতুর্থ বলে স্লিপে রোহিত শর্মার হাত থেকে জীবনদান পান এনামুল। আঙুল কেটে যাওয়ায় মাঠ ছাড়েন হিটম্যান। তবে পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি তিনি। ১.৫ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এনামুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এনামুল। বাংলাদেশ ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শুরু
এনামুল হককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিটন দাস। বোলিং শুরু করেন দীপক চাহার। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন এনামুল। প্রথম ওভারে ১ রান ওঠে।
বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস (ক্যাপ্টেন), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার ও ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।
জোড়া বদল ভারতের
প্রথম একাদশে একজোড়া রদবদল করে ভারত। শাহবাজ আহমেদের জায়গায় দলে ফিরলেন অক্ষর প্যাটেল। শাহবাজ প্রথম ম্যাচে মন্দ বোলিং করেননি। উইকেট না পেলেও তিনি ৯ ওভারে মাত্র ৩৯ রান খরচ করেন। কুলদীপ সেন মাঠে নামার মতো ফিট নন। তাঁর জায়গায় দলে ঢুকলেন উমরান মালিক। উল্লেখ্য, মহম্মদ শামি চোট পেয়ে ছিটকে যাওয়ায় উমরান ওয়ান ডে স্কোয়াডে ঢুকেছিলেন।
টস হারল ভারত
প্রথম ওয়ান ডে ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস হারল ভারত। টস জিতে বাংলাদেশ দলনায়ক মহম্মদ মিঠুন এবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্তে নেন। প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন মনে হয়েছে বাংলাদেশের। সে কারণেই এবার শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে চায় তারা। সুতরাং, মীরপুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
টেস্ট সিরিজের আগে সতর্ক ভারত
টেস্ট সিরিজের আগে ওয়ান ডে সিরিজ হারতে হলে আত্মবিশ্বাসে ধাক্কা লাগবে টিম ইন্ডিয়ার। সুতরাং, পচা শামুকে পা না কাটে, সতর্ক রোহিত শর্মারা। তিন ম্যাচের সিরিজের শুরুতেই বাংলাদেশ লিড নেওয়ায় ভারতের সামনে বাকি ২টি ম্যাচই ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ৪১.২ ওভারে ১৮৬ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৭৩ রান করেন লোকেশ রাহুল। ৫টি উইকেট নেন শাকিব আল হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলে নেয়। ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।