বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 2nd Test: শ্রেয়স-অশ্বিনের দাপুটে ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের
ট্রফি নিয়ে টিম ইউন্ডিয়া। ছবি- এপি।

IND vs BAN 2nd Test: শ্রেয়স-অশ্বিনের দাপুটে ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের

India vs Bangladesh 2nd Test Day 4 Live Score: দু'ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

ম্যাচের রাশ আগাগোড়া নিজেদের হাতে রেখেছিল ভারত। তবে তৃতীয় দিনের শেষ সেশনে হিসাবটা গোলমাল হয়ে যায় লোকেশ রাহুলদের। এমনটা নয় যে, মীরপুর টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বড় রানের টার্গেট ঝুলিয়ে দেয় বাংলাদেশ। বরং টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্য ছিল নাগালের মধ্যেই। নিতান্ত ছোটখাটো সেই টাগেট তাড়া করতে নেমেই বিপাকে পড়ে ভারত। পরপর উইকেট হারিয়ে একসময় প্রবল চাপে পড়ে যান রাহুলরা। যদিও শেষমেশ মাথা ঠান্ডা রেখে ভারতকে মীরপুর টেস্টে জয় এনে দেন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন।

25 Dec 2022, 11:46:07 AM IST

সিরিজ সেরা পূজারা

দুই টেস্টের চারটি ইনিংসে ১টি শতরান ও ১টি অর্ধশতরান-সহ সাকুল্যে ২২২ রান সংগ্রহ করেন চেতেশ্বর পূজারা। তিনি চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রান করেন। দু'দলের মধ্যে সব থেকে বেশি রান করার সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেতেশ্বর পূজারা।

25 Dec 2022, 11:18:36 AM IST

ম্যাচের সেরা অশ্বিন

মীরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ২ উইকেট দখল করেন। ব্যাট হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অশ্বিন। প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে আউট হলেও চাপের মুখে দ্বিতীয় দফায় ম্যাচ জেতানো ৪২ রানের ইনিংস খেলেন রবিচন্দ্রন। শ্রেয়স আইয়ারের সঙ্গে অবিচ্ছেদ্য জুটিতে ভারতকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অশ্বিন।

25 Dec 2022, 11:00:49 AM IST

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

চট্টগ্রাম টেস্টের পরে মীরপুট টেস্টেও বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। ফলে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ হন শাকিব আল হাসানরা।

25 Dec 2022, 10:49:43 AM IST

রুদ্ধশ্বাস জয় ভারতের

৪৭তম ওভারে মেদেহি হাসান মিরাজের বলে ১টি ছক্কা ও ২টি চার মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য  ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৪৫ রানের। টিম ইন্ডিয়া ৪৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৫ রান তুলে নেয়। অশ্বিন ৬২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। শ্রেয়স নট-আউট থাকেন ৪৬ বলে ২৯ রান করে। তিনি ৪টি চার মারেন। দল হারায় ব্যর্থ হয় মেহেদি হাসান মিরাজের ৫ উইকেটের দুরন্ত বোলিং।

25 Dec 2022, 10:39:56 AM IST

জিততে ২০ রান দরকার ভারতের

৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৫ রান। অশ্বিন ৫২ বলে ২৩ রান করেছেন। শ্রেয়স ৪৪ বলে ২৮ রান করেছেন। জয়ের জন্য এখনও ভারতের দরকার ২০ রান।

25 Dec 2022, 10:30:57 AM IST

জয়ের গন্ধ পাচ্ছে ভারত

৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য ২৬ রান দরকার টিম ইন্ডিয়ার। শ্রেয়স আইয়ার ৪৩ বলে ২৬ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৪২ বলে ১৯ রান করেছেন অশ্বিন। তিনি ২টি চার মেরেছেন।

25 Dec 2022, 10:19:23 AM IST

১০০ টপকাল ভারত

৪১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। শাকিবের বলে জোড়া বাউন্ডারি মেরে দলের স্কোর তিন অঙ্কে নিয়ে যান শ্রেয়স। ৪১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ১০৬ রান। ৩৮ বলে ২২ রান করেছেন শ্রেয়স। মেরেছেন ৩টি চার। অশ্বিন ৩৪ বলে ১০ রান করেছেন।

25 Dec 2022, 10:12:25 AM IST

লড়ছেন শ্রেয়স-অশ্বিন

৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৯৩ রান। ৩১ বলে ১৪ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ১টি চার মেরেছেন। ২৩ বলে ৫ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

25 Dec 2022, 09:54:17 AM IST

জীবনদান পেলেন অশ্বিন

৩৩.৪ ওভারে মেহেদির বলে শর্ট লেগে মোমিনুলের হাত থেকে জীবনদান পান রবিচন্দ্রন অশ্বিন। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৮১ রান। শ্রেয়স আইয়ার ৬ ও অশ্বিন ১ রানে ব্যাট করছেন।

25 Dec 2022, 09:37:37 AM IST

অক্ষর প্যাটেল আউট

২৯.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। ৬৯ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৪টি চার। ভারত ৭৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য এখনও ভারতের দরকার ৭১ রান। হাতে রয়েছে মাত্র ৩ উইকেট।

25 Dec 2022, 09:31:22 AM IST

ঋষভ পন্ত আউট

২৭.৬ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্ত। ১৩ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। অক্ষর ৩২ রানে ব্যাট করছেন।

25 Dec 2022, 09:21:18 AM IST

মেহেদিকে বাউন্ডারি অক্ষরের

২৬তম ওভারের পঞ্চম বলে মেহেদি হাসান মিরাজকে বাউন্ডারি মারেন অক্ষর প্যাটেল। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৪ রান। অক্ষর ৬০ বলে ৩১ রান করেছেন। মেরেছেন ৪টি চার। পন্ত ৩ রানে ব্যাট কর

25 Dec 2022, 09:14:23 AM IST

উনাদকাটকে ফেরালেন শাকিব

২৪.৪ ওভারে শাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জয়দেব উনাদকাট। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৩ রান করেন তিনি। ভারত শেষ ইনিংসে ৫৬ রানের মাথায় ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। জিততে এখনও ভারতের দরকার ৮৯ রান।

25 Dec 2022, 09:09:11 AM IST

চতুর্থ দিনের খেলা শুরু

গত দিনের নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাটকে নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। বোলিং শুরু করেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় বলে ২ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন জয়দেব উনাদকাট। তৃতীয় বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে যান তিনি। চতুর্থ বলে বিশাল ছক্কা হাঁকান উনাদকাট। পঞ্চম বলে ১ রান নেন তিনি। দিনের প্রথম ওভারে ৯ রান ওঠে। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ৯১ রান।

25 Dec 2022, 08:53:53 AM IST

ভারতের পথের কাঁটা সেই মেহেদি

ওয়ান ডে সিরিজ থেকেই মেহেদি হাসান মিরাজ ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে। মীরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৩টি উইকেট নিয়েছেন তিনি। চতুর্ত দিনে ভারতের ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেন তিনিই।

25 Dec 2022, 08:33:11 AM IST

কে কে আউট হয়েছেন?

লোকেশ রাহুল ২ রান করে সাজঘরে ফেরেন। শুভমন গিল আউট হন ৭ রান করে। চেতেশ্বর পূজারা ক্রিজ ছাড়েন ব্যক্তিগত ৬ রানে। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরেন মাত্র ১ রান করে। এখনও ব্যাট করতে নামেননি শ্রেয়স আইয়ার, ঋষভ পন্তরা।

25 Dec 2022, 07:58:22 AM IST

চতুর্থ দিনে জয়ের লক্ষ্য

জয়ের জন্য শেষ ২ দিনে ভারতের দরকার মাত্র ১০০ রান। যদিও হাতে রয়েছে ৬টি উইকেট। মীরপুরের পিচ যেরকম স্পিনারদের সাহায্য করছে, তাতে ভারতের জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া নিতান্ত সহজ হবে না। বাংলাদেশকে জয় তুলে নিতে হলে ভারতের ৬টি উইকেট ফেলতে হবে। একটা বিষয় কার্যত নিশ্চিত যে, ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে চতুর্থ দিনেই। পঞ্চম দিনে ম্যাচ গড়ানোর সম্ভাবনা নেই।

25 Dec 2022, 07:56:09 AM IST

তৃতীয় দিনের স্কোর

তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২৩১ রানে। লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাস্কিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন। ৩টি উইকেট নেন অক্ষর প্যাটেল। ২টি করে উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ভারত তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে। অক্ষর প্যাটেল ২৬ ও জয়দেব উনাদকাট ৩ রানে নট-আউট থাকেন।

25 Dec 2022, 07:56:09 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৪ রানে। ঋষভ পন্ত ৯৩ ও শ্রেয়স আইয়ার ৮৭ রান করে সাজঘরে ফেরেন। ৪টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও শাকিব আল হাসান। প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে।

25 Dec 2022, 07:56:10 AM IST

প্রথম দিনের স্কোর

মীরপুরের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনেই তারা নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২২৭ রানে। মোমিনুল হক দলের হয়ে সব থেকে বেশি ৮৪ রান করেন। ভারতের হয়ে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট পকেটে পোরেন ১২ বছর পরে টেস্টের আঙিনায় ফিরে আসা জয়দেব উনাদকাট। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তোলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খিদে পেত না,রাতে ঘুম হত না,ওজন কমে যাচ্ছিল- অবসাদের কারণেই ৩১ বছরেই অবসর নেন মেগ প্রেমের দিক থেকে কাদের জন্য আজকের দিনটি ভালো নয়? দেখুন আজকের প্রেম রাশিফল কোচবিহারে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, ভোটকেন্দ্রেই নাকে-মুখে উঠেছিল রক্ত ফর্সা হতে গিয়ে কিডনির ক্ষতি করছেন না তো? ফেয়ারনেস ক্রিম ব্যবহারের আগে সাবধান বেগুনি টুপির মালিক বুমরাহ,বড় লাফ কোয়েটজিয়ার,কমলা ক্যাপের লিস্টে ৩-এ উঠলেন রোহিত PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল মাদক মামলা থেকে আরিয়ানকে ক্লিনচিট দেওয়া সঞ্জয় সিং নিলেন স্বেচ্ছাবসর Lok Sabha Vote LIVE: ১০২ আসনে চলছে ভোটগ্রহণ, বাংলার বাইরেও আজ লড়াইতে তৃণমূল পঞ্জাবকে হারিয়ে মুম্বইয়ের লম্বা জাম্প! গিল-ধাওয়ানদের পিছনে ফেললেন হার্দিকরা

Latest IPL News

PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.