বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 2nd Test: সস্তায় গুটিয়ে গেল বাংলাদেশ, নির্বিঘ্নে প্রথম দিন কাটালেন গিল-রাহুল
শুভমন গিল। ছবি- এএফপি।

IND vs BAN 2nd Test: সস্তায় গুটিয়ে গেল বাংলাদেশ, নির্বিঘ্নে প্রথম দিন কাটালেন গিল-রাহুল

India vs Bangladesh 2nd Test Day 1 Live Score: উমেশ-অশ্বিনের যুগলবন্দিতে প্রথম ইনিংসে বাংলাদেশকে নাগালের মধ্যে বেঁধে রাখে টিম ইন্ডিয়া।

চট্টগ্রামের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ভারত ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। সুতরাং, মীরপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। ভারত অবশ্য টেস্ট সিরিজ জিতে ওয়ান ডে সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া। তাছাড়া ২ ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লক্ষ্যে ভারতকে অনেকটা এগিয়ে দিতে পারে। সেকারণেই মীরপুরের শেষ ম্যাচ থেকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো ১২ পয়েন্ট তুলে নেওয়াই প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার।

22 Dec 2022, 04:14:06 PM IST

প্রথম দিনের খেলা শেষ

মন্দ আলোয় নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়। বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে। গিল ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ১৪ রান করে নট-আউট থাকেন। ৩০ বলে ৩ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ভারত আপাতত বাংলাদেশের থেকে ২০৮ রানে পিছিয়ে রয়েছে।

22 Dec 2022, 03:49:16 PM IST

খাতা খোলেন গিল

দ্বিতীয় ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন গিল। তৃতীয় ওভারে তাস্কিনের শেষ বলে চার মারেন শুভমন। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮ রান।

22 Dec 2022, 03:38:41 PM IST

ভারতের রান তাড়া শুরু

শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন তাস্কিন আহমেদ। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ৬টি বল খেলেন রাহুল।

22 Dec 2022, 03:27:47 PM IST

বাংলাদেশ অল-আউট

৭৩.৫ ওভারে অশ্বিনের বলে উনাদকাটের হাতে ধরা পড়েন খালেদ আহমেদ। খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ রানে অল-আউট হয়ে যায়। ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল। অশ্বিন ৭১ রানে ৪ উইকেট দখল করেন। উমেশ ২৫ রানে ৪ উইকেট নেন। ৫০ রানে ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।

22 Dec 2022, 03:24:34 PM IST

মোমিনুলকে ফেরালেন অশ্বিন

৭৩.৩ ওভারে অশ্বিনের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন মোমিনুল হক। ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫৭ বলে ৮৪ রান করে মাঠ ছাড়েন মোমিনুল। বাংলাদেশ ২২৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খালেদ আহমেদ।

22 Dec 2022, 03:21:04 PM IST

তাস্কিনের উইকেট তুলে নিলেন উমেশ

৭২.৪ ওভারে উমেশ যাদবের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন তাস্কিন আহমেদ। ১৬ বলে ১ রান করেন তিনি। বাংলাদেশ ২২৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাইজুল ইসলাম। তিনি ব্যাট হাতে মাঠে নেমেই চার মারেন।

22 Dec 2022, 02:58:37 PM IST

নুরুল হাসান আউট

৬৮.৪ ওভারে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান। ১৩ বলে ৬ রান করেন নুরুল। বাংলাদেশ ২১৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন। উমেশ ২০ রানে ৩ উইকেট নিয়েছেন।

22 Dec 2022, 02:47:25 PM IST

মেহেদি হাসান আউট

৬৬.৩ ওভারে উমেশ যাদবের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন মেহেদি হাসান মিরাজ। ৫১ বলে ১৫ রান করেন তিনি। মারেন ৩টি চার। ২১৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট করতে আসেন মুরুল হাসান। ৮১ রানে ব্যাট করছেন মোমিনুল।

22 Dec 2022, 02:34:33 PM IST

২০০ টপকাল বাংলাদেশ

৬৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২০৩ রান। ১৪১ বলে ৭২ রান করেছেন মোমিনুল। ৪৭ বলে ১৫ রান করেছেন মেহেদি হাসান মিরাজ।

22 Dec 2022, 01:55:45 PM IST

চায়ের বিরতি

প্রথম দিনের চায়ের বিরতিতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলেছে। সাকুল্যে ৫৭ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। ১২১ বলে ৬৫ রান করেছেন মোমিনুল হক। তিনি ১১টি চার মেরেছেন। ১৯ বলে ৪ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। উনাদকাট ৪০ রানে ২টি, অশ্বিন ৫২ রানে ২টি ও উমেশ যাদব ১৭ রানে ১টি উইকেট নিয়েছেন।

22 Dec 2022, 01:19:07 PM IST

লিটনকে ফেরালেন অশ্বিন

৪৮.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন লিটন দাস। ২৬ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ১৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ।

22 Dec 2022, 01:05:41 PM IST

১৫০ টপকাল বাংলাদেশ

৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৪ রান। ৮৬ বলে ৫৬ রান করেছেন মোমিনুল হক। ১৪ বলে ৯ রান করেছেন লিটন দাস। ১০টি চার মেরেছেন মোমিনুল।

22 Dec 2022, 12:54:51 PM IST

হাফ-সেঞ্চুরি মোমিনুলের

৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল হক। ৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৩৯ রান। মোমিনুল ৫০ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 12:45:34 PM IST

মুশফিকুরকে ফেরালেন উনাদকাট

৪০.৬ ওভারে জয়দেব উনাদকাটের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন মুশফিকুর রহিম। ৪৬ বলে ২৬ রান করেন মুশফিক। মারেন ৫টি চার। বাংলাদেশ ১৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিটন দাস। উনাদকাট ৩২ রানে ২টি উইকেট নেন।

22 Dec 2022, 12:44:38 PM IST

১০ বলে ৬টি চার বাংলাদেশের

৩৮তম ওভারে অশ্বিনের শেষ ৩টি বলে পরপর ৩টি চার মারেন মুশফিকুর রহিম। ৩৯তম ওভারে উনাদকাটের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন মোমিনুল। ৪০তম ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেলকে চার মারেন মুশফিকুর। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১২৯ রান। মুশফিকুর ২৬ ও মোমিনুল ৪০ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 12:23:11 PM IST

১০০ ছুঁল বাংলাদেশ

৩৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০০ রান। মোমিনুল হক ২৯ ও মুশফিকুর রহিম ৮ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 11:48:25 AM IST

শাকিব আল হাসান আউট

লাঞ্চের পরে প্রথম বলেই শাকিব আল হাসানের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। ২৮.১ ওভারে উমেশের বলে পূজারার হাতে ধরা পড়েন বাংলাদেশ দলনায়ক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শাকিব। বাংলাদেশ ৮২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

22 Dec 2022, 11:06:39 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম দিনের লাঞ্চে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে। ৩৯ বলে ২৩ রান করেছেন মোমিনুল হক। তিনি ৪টি চার মেরেছেন। ৩৮ বলে ১৬ রান করেছেন শাকিব আল হাসান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। অশ্বিন ৩০ রানে ১টি ও উনাদকাট ২০ রানে ১টি উইকেট নিয়েছেন।

22 Dec 2022, 10:54:11 AM IST

প্রতিরোধ গড়ছেন শাকিবরা

২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭০ রান। শাকিব ২৭ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ৩২ বলে ১৫ রান করেছেন মোমিনুল। মেরেছেন ২টি চার।

22 Dec 2022, 10:32:00 AM IST

৫০ টপকাল বাংলাদেশ

১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ২০ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫২ রান। মোমিনুল ১১ ও শাকিব আল হাসান ২ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 10:18:38 AM IST

নাজমুলকে ফেরালেন অশ্বিন

১৫.২ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ২৪ রান করেন শান্ত। বাংলাদেশ ৩৯ রানের মাথায় দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান।

22 Dec 2022, 10:13:16 AM IST

জাকিরকে ফেরালেন উনাদকাট

১৪.৫ ওভারে জয়দেব উনাদকাটের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন জাকির হাসান। ৩৪ বলে ১৫ রান করেন জাকির। তিনি ১টি চার মারেন। বাংলাদেশ ৩৯ রানে ১ উইকেট হারায়। টেস্ট কেরিয়ারে প্রথম উইকেট পেলেন উনাদকাট। ব্যাট করতে নামেন মোমিনুল হক।

22 Dec 2022, 09:57:11 AM IST

স্পিন আক্রমণে ভারত

পিচে ঘাস রয়েছে। তিনজন পেসারকে মাঠে নামিয়েছে ভারত। তা সত্ত্বেও প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই স্পিন আক্রমণ শানাতে হয় টিম ইন্ডিয়াকে। ১২তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ওভারে ৬ রান খরচ করেন। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩২ রান। জাকির হাসান ১৫ ও নাজমুল ১৭ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 09:30:13 AM IST

সতর্ক শুরু বাংলাদেশের

৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৪ রান। ২০ বলে ১০ রান করেছেন জাকির হাসান। তিনি ১টি চার মেরেছেন। ১৬ বলে ৪ রান করেছেন নাজমুল। তিনিও ১টি চার মেরেছেন।

22 Dec 2022, 09:10:31 AM IST

জাকিরের ক্যাচ ছাড়লেন সিরাজ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম বলই লেগ-সাইডে বড় শট নেওয়ার চেষ্টা করেন জাকির হাসান। বল হাওয়ায় ভেসে গেলেও মহম্মদ সিরাজের হাত থেকে ক্যাচ পড়ে যায়। শূন্য রানে আউট হওয়ার বদলে সেই বলে ২ রান নিয়ে খাতা খুলে ফেলেন জাকির। ২ ওভার শেষে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে।

22 Dec 2022, 09:08:28 AM IST

ম্যাচ শুরু

জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন শান্ত। প্রথম ওভারে চার রান ওঠে।

22 Dec 2022, 08:46:27 AM IST

বাংলাদেশের প্রথম একাদশ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোমিনুল হক, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাস্কিন আহমেদ।

22 Dec 2022, 08:45:00 AM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

22 Dec 2022, 08:42:53 AM IST

বাদ পড়লেন কুলদীপ, ১২ বছর পরে টেস্টে উনাদকাট

চট্টগ্রাম টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ যাদবকে বসিয়ে জয়দেব উনাদকাটকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ভারত। উনাদকাট ১২ বছর পরে ফের টেস্ট খেলার সুযোগ পেলেন। বাংলাদেশ এই ম্যাচে একজোড়া পরিবর্তন করে। ইয়াসিরের বদলে দলে ঢোকেন মোমিনুল। এবাদতের দলে মাঠে নামার সুযোগ পান তাস্কিন।বিস্তারিত পড়ুন:- IND vs BAN: অবাক সিদ্ধান্ত ভারতের! চট্টগ্রামের ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ বাদ মীরপুর টেস্টে, কী যুক্তি দিলেন ক্যাপ্টেন?

22 Dec 2022, 08:35:05 AM IST

টস জিতল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতল বাংলাদেশ। টস জিতে শাকিব আল হাসান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, মীরপুর টেস্টে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

22 Dec 2022, 07:52:17 AM IST

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের অবস্থান

বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্ট শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দু'নম্বরে রয়েছে ভারত। ১৩টি টেস্টে টিম ইন্ডিয়ার সংগ্রহে রয়েছে ৫৫.৭৭ গড়ে ৮৭ পয়েন্ট। সিরিজের শেষ টেস্ট থেকে আরও ১২ পয়েন্ট সংগ্রহ করে নেওয়ার হাতছানি রয়েছে ভারতের সামনে।

22 Dec 2022, 07:50:20 AM IST

২-০'র লক্ষ্যে মীরপুরে নামছে ভারত

২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মীরপুরে মাঠে নামছে ভারত। এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করবে টিম ইন্ডিয়া।

22 Dec 2022, 07:48:25 AM IST

প্রথম টেস্টের ফলাফল

চট্টগ্রামের প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে পরাজিত করে ভারত।
ভারতের প্রথম ইনিংস: ৪০৪
বাংলাদেশের প্রথম ইনিংস: ১৫০
ভারতের দ্বিতীয় ইনিংস: ২৫৮/২ ডিক্লেয়ার
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: ৩২৪

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.