বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 3rd ODI: বাংলাদেশকে ২২৭ রানের বিরাট ব্যবধানে বিধ্বস্ত করল ভারত
চট্টগ্রামে বড় জয় ভারতের। ছবি- এপি।

IND vs BAN 3rd ODI: বাংলাদেশকে ২২৭ রানের বিরাট ব্যবধানে বিধ্বস্ত করল ভারত

India vs Bangladesh 3rd ODI Live Score: ইশান কিষাণের দ্বিশরান ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪০০ টপকে বিরাট ইনিংস গড়ে তোলে টিম ইন্ডিয়া। পরে বাংলাদেশকে ২০০-র কমেই গুটিয়ে দেন শার্দুলরা।

মীরপুরের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়ে ভারত তিন ম্যাচের সিরিজ হেরে বসে আগেই। চট্টগ্রামে নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের বাংলাদেশের বিরুদ্ধে সম্মুখসমরে নামে টিম ইন্ডিয়া। ভারতকে শেষ ওয়ান ডে ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। অন্যদিকে ক্লিন সুইপের লজ্জা এড়াতেই লোকেশ রাহুলরা শেষ একদিনের ম্যাচ জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না। তবে চট্টগ্রামে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করে টিম ইন্ডিয়া। বিরাট ব্যবধানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে টেস্ট সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস সংগ্রহ করে নেন লোকেশ রাহুলরা।

10 Dec 2022, 07:08:16 PM IST

সিরিজ সেরা মেহেদি

ব্যাট হাতে ১৪১ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে ৪টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহেদি হাসান মিরাজ। আসলে প্রথম ২টি ওয়ান ডে ম্য়াচে মেহেদি কার্যত একার হতে জয় এনে দেন বাংলাদেশকে।

10 Dec 2022, 07:04:07 PM IST

ম্যাচের সেরা ইশান

২৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইশান কিষাণ।

10 Dec 2022, 06:39:26 PM IST

২২৭ রানের বিরাট ব্যবধানে জয় ভারতের

৩৩.৬ ওভারে মুস্তাফিজুর রহমানের স্টাম্প ছিটকে দেন উমরান মালিক। ১৭ বলে ১৩ রান করেন মুস্তাফিজুর। ভারতের ৮ উইকেটে ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ১৮২ রানে। ২২৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন তাস্কিন আহমেদ। উমরান ৪৩ রানে ২ উইকেট নেন। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন শার্দুল। ২২ রানে ২টি উইকেট নিয়েছেন অক্ষর প্য়াটেল। ২৭ রানে ১টি উইকেট নিয়েছেন সিরাজ। ৫৩ রানে ১টি উইকেট নেন কুলদীপ। ২ রানে ১টি উইকেট পকেটে পোরেন ওয়াশিংটন। শেষ ওয়ান ডে ম্যাচ হারতে হলেও বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

10 Dec 2022, 06:20:37 PM IST

এবাদত আউট

একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর। ২৯.৪ ওভারে শার্দুলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এবাদত হোসেন। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১৪৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে নামেন শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান।

10 Dec 2022, 06:13:38 PM IST

মেহেদিকে ফেরালেন শার্দুল

২৯.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে মহম্মদ সিরাজের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। ৫ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ১৪৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এবাদত।

10 Dec 2022, 06:07:05 PM IST

আফিফকে ফেরালেন শার্দুল

২৭.৪ ওভারে শার্দুল ঠাকুরের বলে উমরান মালিকের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ১২ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ১৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন আহমেদ।

10 Dec 2022, 06:01:03 PM IST

মাহমুদুল্লাহ আউট

২৬.৫ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২৬ বলে ২০ রান করেন মাহমুদুল্লাহ। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ১৪৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ।

10 Dec 2022, 05:43:31 PM IST

শাকিবকে ফেরালেন কুলদীপ

২২.৬ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শাকিব আল হাসান। ৫০ বলে ৪৩ রান করেন শাকিব। মারেন ৪টি চার। বাংলাদেশ ১২৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন। কুলদীপ ৬ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

10 Dec 2022, 05:25:08 PM IST

ইয়াসিরকে ফেরালেন উমরান

১৯.৩ ওভারে উমরান মালিকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলি। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। তবে শেষ মুহূর্তে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ইয়াসির ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। বাংলাদেশ ১০৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৯ রান। শাকিব ৩৭ রানে ব্যাট করছেন।

10 Dec 2022, 05:20:01 PM IST

১০০ টপকাল বাংলাদেশ

১৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল বাংলাদেশ। তাদের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। ২৮ বলে ২৫ রান করেছেন ইয়াসির আলি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪০ বলে ৩৫ রান করেছেন শাকিব আল হাসান। তিনি ৪টি চার মেরেছেন। অক্ষর ৫ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। কুলদীপ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রান খরচ করেছেন।

10 Dec 2022, 05:09:36 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮৮ রান। শাকিব ৩১ বলে ৩১ রান করেছেন। ১৩ বলে ১১ রান করেছেন ইয়াসির আলি।

10 Dec 2022, 04:54:22 PM IST

মুশফিকুর আউট

১১.৬ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। ১৩ বলে ৭ রান করেন তিনি। বাংলাদেশ ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়াসির আলি। শাকিব ২৭ রানে ব্যাট করছেন। অক্ষর ২ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

10 Dec 2022, 04:43:41 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৬ রান। ২১ বলে ২৩ রান করেছেন শাকিব আল হাসান। তিনি ৪টি চার মেরেছেন। ৬ বলে ৪ রান করেছেন মুশফিকুর রহিম।

10 Dec 2022, 04:32:22 PM IST

লিটনকে ফেরালেন সিরাজ

৭.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন লিটন দাস। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৯ রান করেন তিনি। বাংলাদেশ ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

10 Dec 2022, 04:19:20 PM IST

এনামুলকে ফেরালেন সিরাজ

আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে ওপেনিং জুটি শক্ত ভিতে বসিয়ে দিতে পারেনি তাদের। পঞ্চম ওভারে প্রথমবার বল করতে আসেন অক্ষর প্যাটেল। তিনি প্রথম বলেই ফিরিয়ে দেন এনামুল হককে। ৪.১ ওভারে মহম্মদ সিরাজের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন এনামুল। ৭ বলে ৮ রান করেন এনামুল। মারেন ১টি ছক্কা। বাংলাদেশ ৩৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৮ রান। লিটন ১৮ বলে ২৪ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

10 Dec 2022, 03:59:51 PM IST

রান তাড়া শুরু বাংলাদেশের

এনামুলকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন এনামুল। প্রথম ওভারে ২ রান ওঠে।

10 Dec 2022, 03:30:45 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে রকের্ড ইনিংস

ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৪০৯ রান তোলে। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এটিই কোনও দলের সব থেকে বেশি রানের দলগত ইনিংস। কুলদীপ ৩ রানে অপরাজিত থাকেন। খাতা খুলতে পারেননি সিরাজ। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৪১০ রান। বাংলাদেশের হয়ে ৮৯ রানে ২টি উইকেট নিয়েছেন তাস্কিন। ৮০ রানে ২টি উইকেট দখল করেন এবাদত। ৬৮ রানে ২টি উইকেট নেন শাকিব। ৭৬ রানে ১টি উইকেট পকেটে পোরেন মেহেদি। ৬৬ রানে ১টি উইকেট দখল করেন মুস্তাফিজুর।

10 Dec 2022, 03:25:12 PM IST

শার্দুল ঠাকুর আউট

৪৯.৪ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৫ বলে ৩ রান করেন তিনি। ভারত ৪০৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।

10 Dec 2022, 03:19:46 PM IST

ওয়াশিংটন আউট

৪৯তম ওভারে দলগত ৪০০ রানের গণ্ডি টপকায় ভারত। ৪৮.৫ ওভারে শাকিবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওয়াশিংটন সুন্দর। ২৭ বলে ৩৭ রান করেন সুন্দর। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ৪০৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। ৪৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৪০৬ রান।

10 Dec 2022, 03:13:26 PM IST

আক্ষর প্যাটেল আউট

৪৭.২ ওভারে তাস্কিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১৭ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৯০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৯৮ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই কোনও দলের সব থেকে বেশি রানের দলগত ইনিংস। ২৪ বলে ৩৩ রান করেছেন ওয়াশিংটন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

10 Dec 2022, 03:04:01 PM IST

৪৫ ওভারের খেলা শেষ

৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩৬৫ রান। ১৩ বলে ১৩ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। ১১ বলে ৮ রান করেছেন অক্ষর প্যাটেল।

10 Dec 2022, 02:50:13 PM IST

বিরাট কোহলি আউট

৪১.১ ওভারে শাকিব আল হাসানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯১ বলে ১১৩ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ৩৪৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

10 Dec 2022, 02:48:20 PM IST

লোকেশ রাহুল আউট

৪০.৫ ওভারে এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করেন তিনি। ভারত ৩৪৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।

10 Dec 2022, 02:35:06 PM IST

কোহলির শতরান

৩৮.৪ ওভারে এবাদত হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান বিরাট। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৩০ রান।

10 Dec 2022, 02:31:21 PM IST

শ্রেয়স আইয়ার আউট

৩৮.১ ওভারে এবাদত হোসেনের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৬ বলে ৩ রান করেন তিনি। ভারত ৩২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল।

10 Dec 2022, 02:21:25 PM IST

ইশান কিষাণ আউট

৩৬তম ওভারে তাস্কিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ইশান। শেষে ৩৫.৫ ওভার তাস্কিনের বলে বাউন্ডারি লাইনে লিটনের হাতে ধরা পড়েন তিনি। ১৩১ বলে ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ইশান। মারেন ২৪টি চার ও ১০টি ছক্কা। ভারত ৩০৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। কোহলি ব্যাট করছেন ৭৬ বলে ৮৫ রান করে। তিনি ৯টি চার মেরেছেন।

10 Dec 2022, 02:15:12 PM IST

ডাবল সেঞ্চুরি ইশান কিষাণের

২৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ওয়ান ডে ক্রিকেটে সব থেকে কম বলে দ্বিশতরান করার বিশ্বরেকর্ড গড়লেন ইশান। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯৫ রান। ইসান ২০০ ও বিরাট ৮৫ রানে ব্যাট করছেন।

10 Dec 2022, 02:11:09 PM IST

ঝড়ের গতিতে রান তুলছে ভারত

২৩ তম ওভারে তাস্কিনকে জোড়া বাউন্ডারি মারেন কোহলি। ৩৪তম ওভারে তাস্কিনের বলে ২টি চার মারেন ইশান। ১টি চার মারেন কোহলি। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৮৯ রান। ১২৩ বলে ১৯৭ রান করেছেন ইশান কিষাণ। ৭৩ বলে ৮২ রান করেছেন বিরাট কোহলি।

10 Dec 2022, 01:51:10 PM IST

২৫০ টপকাল ভারত

২৯তম ওভারে এবাদতের বলে টি চার মারেন কোহলি ও ১টি বাউন্ডারি মারেন ইশান। ৩০তম ওভারে মিরাজের বলে ইশান ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩১তম ওভারে মুস্তাফিজুরের বলে ১টি করে চার মারেন ইশান ও কোহলি। ৩১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৫৭ রান। ১১৬ বলে ১৮৪ রান করেছেন ইশান। মেরেছেন ২১টি চার ও ৯টি ছক্কা। কোহলি ৬২ বলে ৬৪ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন।

10 Dec 2022, 01:37:05 PM IST

দেড়শো টপকালেন ইশান

২৭.৩ ওভারে মেহেদিকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে যান ইশান কিষাণ। ১০৩ বলে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২১৭ রান। ১০৬ বলে ১৫৮ রান করেছেন ইশান। তিনি ১৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। ৫০ রানে ব্যাট করছেন বিরাট।

10 Dec 2022, 01:37:05 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ২৭.২ ওভারে মেহেদির বলে সিঙ্গল নিয়ে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন কোহলি।

10 Dec 2022, 01:33:20 PM IST

২০০ টপকাল ভারত

২৫তম ওভারে শাকিবের চতুর্থ বলে ছক্কা মারেন ইশান। ২৬তম ওভারে এবাদতের প্রথম ও চতুর্থ বলে জোড়া ছক্কা হাঁকান তিনি। ২৭তম ওভারে শাকিবের প্রথম বলে চার মারেন কিষাণ। দ্বিতীয় ও চতুর্থ বলে জোড়া ছক্কা মারেন তিনি। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২০৫ রান। ইশান কিষাণ ১০২ বলে ১৪৭ রান করেছেন। মেরেছেন ১৬টি চার ও ৭টি ছক্কা।

10 Dec 2022, 01:17:17 PM IST

দুর্দান্ত শতরান ইশানের

২৩.১ ওভারে আফিফের বলে চার মেরে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান পূর্ণ করলেন ইশান কিষাণ। এটিই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান ইশান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৬২ রান। ইশান ১০৭ ও কোহলি ৪৬ রানে ব্যাট করছেন।

10 Dec 2022, 01:04:47 PM IST

২০ ওভারের খেলা শেষ

২০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২৭ রান। ১৮তম ওভারে মিরাজের বলে ১টি চার মারেন ইশান। ১৯তম ওভারে মুস্তাফিজুরের বলে ১টি চার মারেন কোহলি। ২০তম ওভারে মিরাজকে ২ বার বাউন্ডারিতে পাঠান ইশান। তিনি ৭৬ বলে ৯০ রান করেছেন। মেরেছেন ১৩টি চার ও ২টি ছক্কা। কোহলি ৩৬ বলে ২৮ রান করেছেন। মেরেছেন ২টি চার।

10 Dec 2022, 12:45:40 PM IST

১০০ টপকাল ভারত

১৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। ১৫তম ওভারে তাস্কিনের বলে ১টি চার মারেন ইশান। ১৬তম ওভারে মেহেদিকে একবার বাউন্ডারিতে পাঠান তিনি। ১৭তম ওভারে তাস্কিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন কিষাণ। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৩ রান। ৬৬ বলে ৭৫ রান করেছেন ইশান। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২৮ বলে ১৯ রান করেছেন কোহলি। তিনি ১টি চার মেরেছেন।

10 Dec 2022, 12:27:54 PM IST

হাফ-সেঞ্চুরি ইশানের

ইনিংসের ১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। এবাদতের ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন ইশান। লেগ-বাই হিসেবে বাড়তি চার রানও পেয়ে যায় ভারত। সেই ওভারে মোট ১৮ রান ওঠে। ১৩তম ওভারে শাকিবের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫০ রানের গণ্ডি ছোন তিনি। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৩ রান। ইশান ৫১ ও কোহলি ১৪ রানে ব্যাট করছেন।

10 Dec 2022, 12:18:13 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৫ রান। ৪০ বলে ৩৩ রান করেছেন ইশান কিষাণ। মেরেছেন ৫টি চার। বিরাট কোহলি ১২ বলে ৮ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন।

10 Dec 2022, 12:05:46 PM IST

জীবনদান পেলেন কোহলি

৬.৩ ওভারে মেহেদি হাসানের বলে বিরাট কোহলির সহজ ক্যাচ মিস করেন লিটন দাস। পরের বলে চার মারেন কোহলি। ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।

10 Dec 2022, 12:04:35 PM IST

তাস্কিনকে জোড়া বাউন্ডারি ইশানের

ষষ্ঠ ওভারে তাস্কিন আহমেদের বলে জোড়া বাউন্ডারি মারেন ইশান কিষাণ। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৯ রান। ইশান ২৪ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ৪টি চার।

10 Dec 2022, 11:56:14 AM IST

শিখর ধাওয়ান আউট

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ। প্রথম বলেই তিনি শিখর ধাওয়ানকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন গব্বর। ভারত ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৭ রান।

10 Dec 2022, 11:46:56 AM IST

জোড়া বাউন্ডারি ইশানের

দ্বিতীয় ওভারে তাস্কিন আহমেদ ৪ রান খরচ করেন। তৃতীয় ওভারে মুস্তাফিজুরের বলে জোড়া বাউন্ডারি মারেন ইশান কিষাণ। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। ইশান ১১ রানে ব্যাট করছেন।

10 Dec 2022, 11:32:00 AM IST

ম্যাচ শুরু, ইশানকে নিয়ে ওপেনে ধাওয়ান

ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন শিখর। প্রথম ওভারে ১ রান ওঠে।

10 Dec 2022, 11:09:44 AM IST

বাংলাদেশের প্রথম একাদশ

লিটন দাস (ক্যাপ্টেন), এনামুল হক, ইয়াসির আলি, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

10 Dec 2022, 11:08:19 AM IST

ভারতের প্রথম একাদশ

ইশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার ও ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।

10 Dec 2022, 11:07:12 AM IST

জোড়া বদল ভারতের প্রথম একাদশে

রোহিত শর্মা ও দীপক চাহার চোটের জন্য ছিটকে গিয়েছেন। ফলে ভারতকে তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল করতেই হতো। টসের পরে ক্যাপ্টেন লোকেশ রাহুল জানিয়ে দেন যে, রোহিত ও চাহারের বদলে সুযোগ করে দেওয়া হয়েছে ইশান কিষাণ ও কুলদীপ যাদবকে। অর্থাৎ, বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। বাংলাদেশও তাদের প্লেয়িং ইলেভেন একজোড়া বদল করে। নাসুমের বদলে দলে ফেরেন তাস্কিন। নাজমুলকে বসিয়ে বাংলাদেশ মাঠে নামায় ইয়াসির আলিকে।

10 Dec 2022, 11:05:06 AM IST

টস জয়ের হ্যাটট্রিক লিটনের

প্রথম ২টি ওয়ান ডে ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল বাংলাদেশ। টস জিতে লিটন দাস রান তাড়া করার সিদ্ধান্ত নেন। সুচরাং, চট্টগ্রামে শুরুতে ব্যাটিং টিম ইন্ডিয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খিদে পেত না,রাতে ঘুম হত না,ওজন কমে যাচ্ছিল- অবসাদের কারণেই ৩১ বছরেই অবসর নেন মেগ প্রেমের দিক থেকে কাদের জন্য আজকের দিনটি ভালো নয়? দেখুন আজকের প্রেম রাশিফল কোচবিহারে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, ভোটকেন্দ্রেই নাকে-মুখে উঠেছিল রক্ত ফর্সা হতে গিয়ে কিডনির ক্ষতি করছেন না তো? ফেয়ারনেস ক্রিম ব্যবহারের আগে সাবধান বেগুনি টুপির মালিক বুমরাহ,বড় লাফ কোয়েটজিয়ার,কমলা ক্যাপের লিস্টে ৩-এ উঠলেন রোহিত PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল মাদক মামলা থেকে আরিয়ানকে ক্লিনচিট দেওয়া সঞ্জয় সিং নিলেন স্বেচ্ছাবসর Lok Sabha Vote LIVE: ১০২ আসনে চলছে ভোট, ভোটারদের উদ্দেশে বাংলায় X বার্তা মোদীর পঞ্জাবকে হারিয়ে মুম্বইয়ের লম্বা জাম্প! গিল-ধাওয়ানদের পিছনে ফেললেন হার্দিকরা

Latest IPL News

PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.