বাংলা নিউজ > ময়দান > India vs Bangladesh: বাংলাদেশকে গোহারান হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ভারতের
বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। ছবি- বিসিসিআই।

India vs Bangladesh: বাংলাদেশকে গোহারান হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ভারতের

IND vs BAN Women's Asia Cup 2022 Live Score: ব্যাট হাতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে একজোড়া উইকেট তুলে নেন শেফালি বর্মা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন স্মৃতি মন্ধনা।

টানা তিন ম্যাচে জয়ের পরে পাকিস্তানের কাছে হেরে ভারতের এশিয়া কাপ অভিযান ধাক্কা খায়। পরে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচে সেই ধাক্কা সামলে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ তারা যথাযথ গ্রহণ করে। বাংলাদেশকে একতরফা ম্যাচে দুরমুশ করে জয়ে ফেরেন স্মৃতি মন্ধনারা।

08 Oct 2022, 04:19:59 PM IST

ম্যাচের সেরা শেফালি

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংস খেলার পাশাপাশি ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন শেফালি বর্মা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে তাঁর হাতেই।

08 Oct 2022, 03:59:51 PM IST

৫৯ রানে ম্যাচ জিতল ভারত

ভারতের ৫ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০০ রানে আটকে যায়। ৫৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালের পথে এক বা বাড়িয়ে রাখেন স্মৃতি মন্ধনারা। সালমা ৫ বলে ৫ রান করে নট-আউট থাকেন। খাতা খুলতে পারেননি নাহিদা। দীপ্তি ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

08 Oct 2022, 03:55:38 PM IST

লতাকে ফেরালেন দীপ্তি

১৯.১ ওভারে দীপ্তি শর্মা বোল্ড করেন লতা মণ্ডলকে। ২ বলে ১ রান করেন লতা। বাংলাদেশ ৯৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সালমা খাতুন।

08 Oct 2022, 03:54:41 PM IST

সাজঘরে ফিরলেন ফহিমা

১৮.৫ ওভারে শেফালির বলে ফহিমা খাতুনকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন লতা। বাংলাদেশ ৯৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাহিদা আক্তার। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৫ রান। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ৬৫ রান। শেফালি ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।

08 Oct 2022, 03:53:09 PM IST

নিগারকে ফেরালেন শেফালি

১৮.৩ ওভারে শেফালি বর্মার ওয়াইড বলে নিগার সুলতানাকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশের ক্যাপ্টেন। বাংলাদেশ ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লতা মণ্ডল।

08 Oct 2022, 03:50:14 PM IST

ঋতুকে ফেরালেন রেনুকা

১৮তম ওভারে রেনুকার প্রথম ২টি বলে ২টি চার মারেন নিগার সুলতানা। ওভারের শেষ বলে রানার হাতে ধরা পড়েন ঋতু মনি। ১২ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফহিমা খাতুন। নিগার ৩৫ রানে ব্যাট করছেন। রেনুকা ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 Oct 2022, 03:46:03 PM IST

ঋতুর ক্যাচ ছাড়লেন রানা

১৬.৫ ওভারে শেফালি বর্মার বলে ঋতু মনির সহজ ক্যাচ ছাড়েন স্নেহ রানা। ওভারে মোট ২ রান ওঠে। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮০ রান। নিগার ২৫ ও ঋতু ৩ রানে ব্যাট করছেন। শেফালি ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করেছেন।

08 Oct 2022, 03:41:25 PM IST

রানার ওভারে ৮ রান

১৬তম ওভারে স্নেহ রানার শেষ বলে চার মারেন নিগার সুলতানা। ওভারে মোট ৮ রান ওঠে। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৮ রান। নিগার ২৪ রানে ব্যাট করছেন। রানা ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 Oct 2022, 03:37:22 PM IST

রান-আউট রুমনা

১৪.২ ওভারে দীপ্তি শর্মার সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রুমনা আহমেদ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋতু মনি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭০ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৯০ রান। নিগার ১৮ রানে ব্যাট করছেন। শেফালি ২ ওভারে ৪ রান খরচ করেছেন।

08 Oct 2022, 03:34:21 PM IST

ফরজানাকে ফেরালেন দীপ্তি

১৩.৪ ওভারে দীপ্তি শর্মার বলে স্নেহ রানার হাতে ধরা পড়েন ফরজানা হক। ৪০ বলে ৩০ রানের ধীর ইনিংস খেলেন তিনি। মারেন ৩টি চার। বাংলাদেশ ৬৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রুমনা আহমেদ। দীপ্তি ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। নিগার ১৬ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 03:28:40 PM IST

পূজার ওভারে ৫ রান

১৩তম ওভারে পূজা বস্ত্রকার ৫ রান খরচ করেন। বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ৬৬ রান সংগ্রহ করেছেন। ফরজানা ২৯ ও নিগার ১৫ রানে ব্যাট করছেন। পূজা ৩ ওভারে সাকুল্যে ১৭ রান খরচ করেছেন।

08 Oct 2022, 03:25:33 PM IST

ব্যাট চালাচ্ছেন নিগার

১২তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে জোড়া বাউন্ডারি মারেন নিগার সুলতানা। ওভারে মোট ১০ রান ওঠে। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬১ রান। ফরজানা ২৫ ও নিগার ১৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২১ রান খরচ করেছেন রাজেশ্বরী।

08 Oct 2022, 03:22:51 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। পূজার ওভারে ৩ রান ওঠে। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫১ রান। ফরজানা ২৫ রানে ব্যাট করছেন। পূজা ২ ওভারে ১২ রান খরচ করেন।

08 Oct 2022, 03:13:13 PM IST

মুর্শিদাকে ফেরালেন রানা

৯.১ ওভারে স্নেহ রানার বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন মুর্শিদা খাতুন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন মুর্শিদা। বাংলাদেশ ৪৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিগার সুলতানা। ওভারে মোটে ৩ রান ওঠে। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৮ রান। জয়ের জন্য তাদের দরকার ৬০ বলে ১১২ রান। ফরজানা ২৪ রানে ব্যাট করছেন। রানা ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 Oct 2022, 03:11:46 PM IST

শেফালির ওভারে ২ রান

নবম ওভারে বল করতে আসেন শেফালি বর্মা। তিনি নিজের প্রথম ওভারে মাত্র ২ রান খরচ করেন। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৫ রান।

08 Oct 2022, 03:09:32 PM IST

রানার ওভারে ৬ রান

অষ্টম ওভারে বল করতে আসেন স্নেহ রানা। ওভারে মোট ৬ রান ওঠে। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান। ফরজানা ২২ ও মুর্শিদা ২০ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 03:03:39 PM IST

রাজেশ্বরীর ওভারে ৭ রান

সপ্তম ওভারে বল করতে আসেন রাজেশ্বরী গায়কোয়াড়। প্রথম বলেই চার মারেন মুর্শিদা। ওভারে মোট ৭ রান ওঠে। বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। ফরজানা ১৯ ও মুর্শিদা ১৭ রানে ব্যাট করছেন। রাজেশ্বরী ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

08 Oct 2022, 03:01:07 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন পূজা বস্ত্রকার। তাঁর ওভারে ২টি চার মারেন ফরজানা। ওভারে মোট ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ফরজানা ১৮ ও মুর্শিদা ১১ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 02:56:11 PM IST

রাজেশ্বরীর ওভারে ৪ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন রাজেশ্বরী গায়কোয়াড়। তাঁর ওভারে ৪ রান ওঠে। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। ফরজানা ১০ ও মুর্শিদা ১০ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 02:52:21 PM IST

রেনুকার ওভারে ৬ রান

চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা সিং। পঞ্চম বলে চার মারেন ফরজানা। ওভারে মোট ৬ রান ওঠে। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৭ রান। ফরজানা ৯ ও মুর্শিদা ৭ রানে ব্যাট করছেন। দীপ্তি ২ ওভারে ৬ ও রেনুকা ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

08 Oct 2022, 02:47:02 PM IST

দীপ্তির ওভারে ৪ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন দীপ্তি শর্মা। ওভারে মোট ৪ রান ওঠে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১১ রান। মুর্শিদা ৬ ও ফরজানা ৪ রানে ব্যাট করছেন। দীপ্তি ২ ওভারে ৬ রান খরচ করেছেন।

08 Oct 2022, 02:44:59 PM IST

রেনুকার ওভারে ৫ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন রেনুকা সিং। ওভারের শেষ বলে চার মারেন মুর্শিদা। ওভারে মোট ৫ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান।

08 Oct 2022, 02:37:39 PM IST

রান তাড়া শুরু বাংলাদেশের

মুর্শিদাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ফরজানা। বোলিং শুরু করেন দীপ্তি শর্মা। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ফরজানা। প্রথম ওভারে ২ রান ওঠে।

08 Oct 2022, 02:26:29 PM IST

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬০ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন জেমিমা রডরিগেজ। ১ রান করেন পূজা। সালমা ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

08 Oct 2022, 02:24:43 PM IST

দীপ্তি শর্মা আউট

১৯.৩ ওভারে সালমা খাতুনের বলে সঞ্জিদার হাতে ধরা পড়েন দীপ্তি শর্মা। ৫ বলে ১০ রান করেন দীপ্তি। ভারত ১৫৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার।

08 Oct 2022, 02:21:50 PM IST

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া রুমনার

নিজের গত ওভারের শেষ ২টি বলে ২টি উইকেট তুলে নিয়েছিলেন রুমনা। ১৯তম ওভারে পুনরায় বল করতে এসে প্রথম বলেই জেমিমার ক্যাচ ছাড়েন রুমনা নিজে। ফলে হ্যাটট্রিক হাতছাড়া হয় তাঁর। ওভারের তৃতীয় বলে চার মারেন জেমিমা। পঞ্চম বলে ছক্কা মারেন দীপ্তি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৩ রান। জেমিমা ২০ বলে ৩০ রান করেছেন। দীপ্তি ১০ রানে ব্যাট করছেন। রুমনা ৩ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট নেন।

08 Oct 2022, 02:18:07 PM IST

ফহিমার ওভারে জোড়া বাউন্ডারি জেমিমার

১৮তম ওভারে ফহিমার বলে ২টি চার মারেন জেমিমা। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৮ রান। জেমিমা ২৪ রানে ব্যাট করছেন। ফহিমা খাতুন ৪ ওভারে ২১ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

08 Oct 2022, 02:12:16 PM IST

নভগির আউট

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন রুমনা আহমেদ। ১৬.৬ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কিরণ নভগির। গোল্ডেন ডাকে আউট হন তিনি। ভারত ১২৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। রুমনা ২ ওভারে ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

08 Oct 2022, 02:10:46 PM IST

রিচা ঘোষ আউট

১৬.৫ ওভারে রুমনা আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফরজানার হাতে ধরা পড়েন রিচা ঘোষ। ৭ বলে ৪ রান করেন রিচা। ভারত ১২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কিরণ নভগির।

08 Oct 2022, 02:06:14 PM IST

কৃপণ বোলিং ফহিমার

নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন ফহিমা খাতুন। ৩ ওভারে সাকুল্যে মাত্র ১০ রান খরচ করেছেন তিনি। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২০ রান। জেমিমা ১০ ও রিচা ৩ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 02:02:28 PM IST

শেফালি বর্মা আউট

১৪.৫ ওভারে রুমনা আহমেদের বলে রিভার্স সুইপ মারার চেষ্টায় বোল্ড হন শেফালি বর্মা। ৪৪ বলে ৫৫ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। ভারত ১১৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ। ১৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১১৫ রান।

08 Oct 2022, 01:56:52 PM IST

হাফ-সেঞ্চুরি শেফালির

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি বর্মা। ভারত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে। শেফালি ৫০ ও জেমিমা ৭ রানে ব্যাট করছেন। ফহিমা ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেছেন।

08 Oct 2022, 01:51:58 PM IST

১০০ টপকাল ভারত

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। নাহিদার ওভারের শেষ বলে চার মারেন জেমিমা। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৫ রান। শেফালি ৪৮ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:48:32 PM IST

রান-আউট মন্ধনা

১১.৬ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। মন্ধনা ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৪৭ রান করেন। ভারত ৯৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে আসেন জেমিমা রডরিগেজ। শেফালি ৪৬ রানে ব্যাট করছেন। ফহিমা নিজের প্রথম ওভারে মাত্র ২ রান খরচ করেন।

08 Oct 2022, 01:44:06 PM IST

বোলিং কোটা শেষ করলেন সঞ্জিদা

৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন সঞ্জিদা আক্তার। কোনও উইকেট না পেলেও মাত্র ২০ রান খরচ করেন তিনি। ১১তম ওভারে সঞ্জিদা মাত্র ৩ রান খরচ করেন। ভারতের স্কোর বিনা উইকেটে ৯৪ রান। মন্ধনা ৪৬ ও শেফালি ৪৫ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:38:29 PM IST

ঋতুর ওভারে চার-ছক্কা শেফালির

দশম ওভারে বল করতে আসেন ঋতু মনি। ওভারের তৃতীয় বলে চার মারেন শেফালি। চতুর্থ বলে ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১৪ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯১ রান। শেফালি ২৯ বলে ৪৪ রান করেছেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। মন্ধনা ৩১ বলে ৪৪ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন।

08 Oct 2022, 01:36:08 PM IST

টাইট বোলিং সঞ্জিদার

নবম ওভারে বল করতে আসেন সঞ্জিদা। তিনি মোটে ৪ রান খরচ করেন ওভারে। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৭ রান। শেফালি ৩২ ও মন্ধনা ৪৩ রানে ব্যাট করছেন। সঞ্জিদা ৩ ওভারে ১৭ রান খরচ করেছেন।

08 Oct 2022, 01:32:54 PM IST

ঋতুর ওভারে ৮ রান

অষ্টম ওভারে বল করতে আসেন ঋতু মনি। দ্বিতীয় বলে চার মারেন মন্ধনা। ওভারে মোট ৮ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৩ রান। মন্ধনা ৪১ ও শেফালি ৩০ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:28:57 PM IST

সঞ্জিদার ওভারে ৬ রান

সপ্তম ওভারে বল করতে আসেন সঞ্জিদা। ওভারে মোট ৬ রান সংগ্রহ করে ভারত। ৭ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে। মন্ধনা ৩৫ ও শেফালি ২৮ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:24:44 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ভারত

ষষ্ঠ ওভারে বল করতে আসেন নাহিদা আক্তার। তাঁর প্রথম ৩টি বলে পরপর ৩টি চার মারেন স্মৃতি মন্ধনা। শেষ বলে চার মারেন শেফালি বর্মা। ওভারে মোট ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। শেফালি ১৫ বলে ২৬ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। মন্ধনা ২১ বলে ৩১ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন।

08 Oct 2022, 01:21:09 PM IST

সালমার ওভারে ৩ রান

পঞ্চম ওভারে পুনরায় বল করতে এসে মাত্র ৩ রান খরচ করেন সালমা খাতুন। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪২ রান। শেফালি ২২ ও মন্ধনা ১৮ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:17:09 PM IST

ঝড় তুললেন শেফালি

চতুর্থ ওভারে ফারিহার ওভারে ঝড় তোলেন শেফালি। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন শেফালি। ওভারে মোট ১৭ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৯ রান। শেফালি ২১ ও মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:13:25 PM IST

সালমাকে বাউন্ডারিতে পাঠালেন মন্ধনা

তৃতীয় ওভারে বল করতে আসেন সালমা খাতুন। ওভারের দ্বিতীয় বলে চার মারেন মন্ধনা। তৃতীয় ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২ রান। মন্ধনা ১৫ ও শেফালি ৭ রানে ব্যাট করছেন। 

08 Oct 2022, 01:10:22 PM IST

প্রথম বাউন্ডারি ভারতের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ফারিহা তৃষ্ণা, যিনি নিজের অভিষেক টি-২০ ম্যাচেই হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। ওভারের দ্বিতীয় বলে চার মারেন মন্ধনা। ওভারে মোট ৮ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। মন্ধনা ১০ ও শেফালি ৫ রানে ব্যাট করছেন।

08 Oct 2022, 01:02:32 PM IST

শেফালিকে নিয়ে ওপেনে মন্ধনা

ম্যাচ শুরু। শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন সঞ্জিদা। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন শেফালি। প্রথম ওভারে ৭ রান ওঠে। শেফালি ৪ ও মন্ধনা ৩ রান করেছেন।

08 Oct 2022, 12:56:06 PM IST

বাংলাদেশের প্রথম একাদশ

মুর্শিদা খাতুন, ফরজানা হক, নিগার সুলতানা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ঋতু মনি, লতা মণ্ডল, ফহিমা খাতুন, রুমনা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও সঞ্জিদা আক্তার মেঘলা।

08 Oct 2022, 12:44:09 PM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, জেমিমা রডরিগেজ, কিরণ নভগির, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রেনুকা সিং ঠাকুর ও রাজেশ্বরী গায়কোয়াড়।

08 Oct 2022, 12:41:28 PM IST

ভারতের প্রথম একাদশে তিনটি বদল

ক্যাপ্টেন হরমনপ্রীত ছাড়াও বাংলাদেশ ম্যাচে মাঠে নামলেন না দায়ালান হেমলতা ও রাধা যাদব। পরিবর্তে মাঠে নামার সুযোগ পেলেন কিরণ নভগির, শেফালি বর্মা ও স্নেহ রানা।

08 Oct 2022, 12:39:21 PM IST

টস জিতল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে চলতি এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে টস জিতল ভারত। টস জিতে স্মৃতি মন্ধনা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে বাংলাদেশ।

08 Oct 2022, 12:39:21 PM IST

ভারতের নেতৃত্বে মন্ধনা

বাংলাদেশের বিরুদ্ধে মহিলা এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কউর। তাঁর পরিবর্তে ফের ভারতকে নেতৃত্ব দিতে নামলেন স্মৃতি মন্ধনা। উল্লেখ্য, তিনি আমিরশাহির বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও ক্যাপ্টেন্সি করেছিলেন।

08 Oct 2022, 12:39:22 PM IST

তিন ম্যাচ জয়ের পরে পাকিস্তানের কাছে ধাক্কা খেয়েছে ভারত

চলতি মহিলা এশিয়া কাপে টানা তিন ম্যাচ জয়ের পরে পাকিস্তানের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। হরমনপ্রীতরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে পরাজিত করেন। ভারত ডাকওয়ার্থ-লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে ৩০ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে আমিরশাহিকে ১০৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে চতুর্থ ম্যাচ ১৩ রানে হেরে বসেন মন্ধনারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল| অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.