চলতি মহিলা বিশ্বকাপের শেষ পর্যায়ে ম্যাচ হারার বিলাসিতা করার সুযোগ নেই ভারতের সামনে। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ভারত। জিতেছে ২টি ম্যাচ। এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচটি মিতালি রাজদের সামনে মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে বসলে থমকে যেতে পারে ভারতের বিশ্বকাপ অভিযান। যদিও ব্যাট হাতে ভারতের লড়াই তেমন জোরদার হয়নি। ভালো শুরু করেও মিতালিদের আটকে যেতে হয়েছে দু'শো টপকেই। খাতায়-কলমে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। এখন দেখার যে, ভারতকে টপকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই আরও জমিয়ে দিতে পারে কিনা বাংলাদেশ।
পয়েন্ট টেবিলে ভারতের উত্থান
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সুবাদে আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল ভারত। বিস্তারিত পড়ুন:- WC Points Table: ওয়েস্ট ইন্ডিজকে টপকে তিনে উঠলেন মিতালিরা, সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে ভারত, দেখুন পয়েন্ট টেবিল
ম্যাচের সেরা যস্তিকা ভাটিয়া
ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ২টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যস্তিকা ভাটিয়া।
বড় জয় ভারতের
৪০.৩ ওভারে ঋতু মনিকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসে দাঁড়ি টেনে দেন ঝুলন গোস্বামী। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ঋতু। ভারতের ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ১১৯ রানে। ১১০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১১ রান করে অপরাজিত থাকেন জাহানারা। ঝুলন ৭.৩ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। রাজেশ্বরী ১০ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার। স্নেহ রানা ১০ ওভারে ২টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে নিয়েছেন ৪টি উইকেট। ২৫ রানে ১টি উইকেট দখল করেন পুনম যাদব।
রানার চতুর্থ শিকার নাহিদা
৩৬.৫ ওভারে স্নেহ রানার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন নাহিদা আখতার। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১০৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার জাহানারা আলম।
ফহিমা আউট
৩৪.২ ওভারে স্নেহ রানার বলে এলবিডব্লিউ হলেন ফহিমা খাতুন। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ফহিমা। বাংলাদেশ ১০০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নাহিদা আখতার।
১০০ পূর্ণ করল বাংলাদেশ
৩৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করল বাংলাদেশ। ঋতু মনি ১৯ বলে ১০ রান করে ব্যাট করছেন।
লতা আউট
৩২.৫ ওভারে পূজা বস্ত্রকারের বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন লতা মণ্ডল। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন লতা। বাংলাদেশ ৯৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ফহিমা খাতুন।
ব্যক্তিগত নজির মন্ধনার
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সংক্ষিপ্ত অথচ কার্যকরী ইনিংস খেলার পথে স্মৃতি মন্ধনা ব্যক্তিগত মাইলস্টোন টপকে গেলেন। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: প্রতিপক্ষ যখন বাংলাদেশ, এমন অনবদ্য নজির গড়ার সুযোগ হাতছাড়া করলেন না স্মৃতি মন্ধনা
সালমাকে ফেরালেন ঝুলন
২৭.২ ওভারে ঝুলন গোস্বামীর বলে রিচার দস্তানায় ধরা পড়েন সালমা খাতুন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন সালমা। বাংলাদেশ ৭৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঋতু মনি। ঝুলন ৬ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিলেন।
২৫ ওভারে বাংলাদেশ ৬৯/৫
২৫ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটের বিনিময়ে ৬৯ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ২৫ ওভারে তাদের দরকার ১৬১ রান। ২৪ বলে ২৭ রান করেছেন সালমা খাতুন। ২৫ বলে ১১ রান করেছেন লতা মণ্ডল। ৩টি বাউন্ডারি মেরেছেন সালমা।
১৯ ওভারে বাংলাদেশ ৫০/৫
১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫০ রান। ৭ বলে ১৩ রান করেছেন সালমা খাতুন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৭ বলে ৬ রান করেছেন লতা মণ্ডল।
রুমনা আউট
১৭.২ ওভারে স্নের রানার বলে যস্তিকা ভাটিয়ার হাতে দরা পড়েন রুমনা আহমেদ। ৮ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সালমা খাতুন।
মুর্শিদা আউট
১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরলেন মুর্শিদা। ১৬.৩ ওভারে পুনম যাদবের বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন তিনি। বাংলাদেশ ৩১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার লতা মণ্ডল। ১৭ ওভারে বাংলাদেশের স্কোর ৩৫/৪
বিশ্বকাপে প্রথম হার দক্ষিণ আফ্রিকার
চলতি মহিলা বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে পরাজিত হয় তারা। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: ছয়ে ছয় অস্ট্রেলিয়ার, দাপুটে শতরানে দক্ষিণ আফ্রিকাকে একা হারালেন ক্যাপ্টেন ল্যানিং
নিগার সুলতানা আউট
১৩.৫ ওভারে স্নেহ রানার বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন নিগার সুলতানা। ১১ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন নিগার। বাংলাদেশ দলগত ২৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রুমনা আহমেদ। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩০/৩। মুর্শিদা ৪৫ বলে ১৮ রান করেছেন।
১০ ওভারে বাংলাদেশ ১৯/২
১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ১৯ রান তুলেছে। ওভার প্রতি গড়ে ২ রানও সংগ্রহ করতে পারেনি তারা। ৩১ বলে ১২ রান করেছেন মুর্শিদা খাতুন।
ফরজানাকে ফেরালেন পূজা
৮.৫ ওভারে ফরজানা হককে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন পূজা বস্ত্রকার। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন পূজা। ১১ বল খেলেও খাতা খুলতে পারেননি ফরজানা। বাংলাদেশ ১৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নিগার সুলতানা।
শর্মিন আউট
৫.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্নেব রানার হাতে ধরা পড়েন শর্মিন আখতার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার। বাংলাদেশ ১২ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ফরজানা হক। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২/১।
৫ ওভারে বাংলাদেশ ১২/০
ঝুলন গোস্বামীকে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন মুর্শিদা খাতুন। বাংলাদেশ ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। মুর্শিদা ৬ ও শর্মিন ৫ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের রান তাড়া করা শুরু
বাংলাদেশের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন মুর্শিদা খাতুন ও শর্মিন আখতার। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে কোনও রান ওঠেনি।
ভারত ৫০ ওভারে ২২৯/৭
ভালো শুরু করেও বড় রানের ইনিংস গড়া হল না ভারতের। নির্ধারিত ৫০ ওভারে মিতালদের সংগ্রহ ৭ উইকেটে ২২৯। সুতরাং জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩০ রান। পূজা বস্ত্রকার ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ২ রান করে নট-আউট থাকেন ঝুলন।
স্নেহ রানা আউট
৪৯.৩ ওভারে জাহানারার বলে ঋতু মনির হাতে ধরা পড়েন স্নেহ রানা। ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় তারকা। ভারত ২২৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বামী।
৪৭ ওভারে ভারত ২০০/৬
ভারত ২৫ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়েছিল। তারা ২০০ রান পূর্ণ করে ৪৭ ওভারে। পূজা বস্ত্রকার ১৯ রানে ব্যাট করছেন। ১১ রানে অপরাজিত রয়েছেন স্নেহ রানা।
৪৫ ওভারে ভারত ১৮৪/৬
৪৫ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান সংগ্রহ করেছে। ২১ বলে ১০ রান করেছেন পূজা বস্ত্রকার। ৪ রানে ব্যাট করছেন স্নেহ রানা।
আউট যস্তিকা
ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর ঠিক পরের বলেই আউট হলেন যস্তিকা ভাটিয়া। ৪৩.১ ওভারে ঋতু মনির বলে নাহিদা আখতারের হাতে ধরা পড়েন ভাটিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা।
যস্তিকার হাফ-সেঞ্চুরি
২টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যস্তিকা ভাটিয়া। ৪৩ ওভারে ভারতের স্কোর ১৭৬/৫। ভাটিয়া ৫০ ও পূজা ৮ রানে ব্যাট করছেন।
রিচা আউট
৩৮.৫ ওভারে নাহিদা আখতারের বলে নিগার সুলতানার দস্তানায় ধরা পড়েন রিচা ঘোষ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। ভারত ১৬২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫/৫। যস্তিকা ৪৪ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল ভারত
৩৬ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে। রিচা ঘোষ ২৫ রানে ব্যাট করছেন। যস্তিকা ভাটিয়া ৪০ রানে অপরাজিত রয়েছেন।
৩৫ ওভারে ভারত ১৪৭/৪
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। রিচা ঘোষ ২৪ বলে ১৯ রান করেছেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৫৯ বলে ৩৭ রান করেছেন যস্তিকা ভাটিয়া। তিনিও ২টি চার মেরেছেন।
৩০ ওভারে ভারত ১২১/৪
৩০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলেছে। রিচা ঘোষ ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেছেন। ৪৫ বলে ২২ রান করেছেন যস্তিকা ভাটিয়া।
রান-আউট হরমনপ্রীত
২৭.২ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন হরমনপ্রীত কউর। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভারতের বাইস ক্যাপ্টেন। ভারত ১০৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ২৮ ওভারে ভারতের স্কোর ১১১/৪।
২৫ ওভারে ভারত ১০০/৩
ভারত ১০ ওভারে বিনা উইকেটে ৫২ রান সংগ্রহ করেছিল। ২৫ ওভার শেষে তাদের সংগ্রহে রয়েছে ৩ উইকেটে ১০০ রান। সুতরাং শেষ ১৫ ওভারে ৪৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে ভারত। যস্তিকা ভাটিয়া ৩৩ বলে ১৭ রান করেছেন। হরমনপ্রীত নট-আউট রয়েছেন ২৩ বলে ৯ রান করে।
২০ ওভারে ভারত ৮০/৩
১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৭৪/১। ২০ ওভার শেষে তারা ৩ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে। সুতরাং, শেষ ৫ ওভারে ভারত মাত্র ৬ রান তুলেছে। পরপর উইকেট হারিয়ে থমকে গিয়েছে ভারতের রান তোলার গতি।
মিতালি রাজ আউট
ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে বসলেন মিতালি রাজ। ১৫.৪ ওভারে ঋতু মনির বলে ফহিমা খাতুনের হাতে ধরা পড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত ৫ বলে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। আপাতত ভারতের স্কোর ৭৪ রানে ৩ উইকেট। ৭৪ রানের মাথাতেই তিন উইকেট তুলে নিয়ে টিম হ্যাটট্রিক করে বাংলাদেশ। ১ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন মিতালি। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউরপ।
শেফালি আউট
১৫.৩ ওভারে ঋতু মনির বলে শেফালিকে স্টাম্প আউট করেন নিগার সুলতানা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন শেফালি। ভারত ৭৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।
স্মৃতি মন্ধনা আউট
১৪.৬ ওভারে প্রথম ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। নাহিদা আখতারের বলে ফরজানা হকের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন মন্ধনা। ভারত দলগত ৭৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার যস্তিকা ভাটিয়া। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪২ রান করেছেন শেফালি।
৫০ পূর্ণ করল ভারত
ব্যাট হাতে ঝড় তুললেন শেফালি বর্মা। ইনিংসের নবম ওভারে তিনি নাহিদাকে ১টি ছক্কা ও ১টি চার মারেন। দশম ওভারে জাহানারার বলে ৩টি বাউন্ডারি মারেন শেফালি। ভারত ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে। মন্ধনা ৩৮ বলে ২২ রান করেছেন। শেফালি ২২ বলে ২৮ রান করেছেন। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন শেফালি। মন্ধনা মেরেছেন ৩টি চার।
মন্ধনার মাইলস্টোন
দরকার ছিল ১৭ রান। ইনিংসের ৬.১ ওভারে সালমাকে বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত মাইলস্টোন টপকে গেলেন স্মৃতি মন্ধনা। টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে ১৫৭টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ৪৯৮৩ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২৩/০। মন্ধনা ২০ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ভারত ১৬/০
৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১৬ রান সংগ্রহ করেছে। ২৫ বলে ১৪ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৫ বলে ২ রান করেছেন শেফালি বর্মা।
জোড়া বাউন্ডারি মন্ধনার
দ্বিতীয় ওভারে জাহানারার প্রথম বলে ১ রান নেন শেফালি। শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন মন্ধনা। ভারত ২ ওভার শেষে বিনা উইকেটে ১১ রান তুলেছে। মন্ধনা ১০ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন সালমা খাতুন। প্রথম ওভারে ২ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত। ২ রান করেছেন মন্ধনা।
বাংলাদেশের প্রথম একাদশ
শর্মিন আখতার, মুর্শিদা খাতুন, ফরজানা হক, নিগার সুলতানা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রুমনা আহমেদ, ঋতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আখতার, ফহিমা খাতুন, জাহানারা আলম।
ভারতের প্রথম একাদশ
স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।
বাদ পড়লেন মেঘনা
মন্দ বোলিং না করলেও কম্বিনেশনের স্বার্থে বাংলাদেশ ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন না পেসার মেঘনা সিং। টুর্নামেন্টের ৫ ম্যাচে ৭টি উইকেট নেওয়া মেঘনাকে বসিয়ে ভারত মাঠে নামায় অভিজ্ঞ স্পিনার পুনম যাদবকে।
টস জিতল ভারত
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে মিতালি রাজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, হ্যামিল্টনের সেডন পার্কে রান তাড়া করবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।