শুভব্রত মুখার্জি: বাংলাদেশ সফরের টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষিত হয়েছে। চোট থাকায় প্রথম টেস্টে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে এই টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এই টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন চেতেশ্বর পূজারা। দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরনও।
তবে সবথেকে বড় চমকটা হল পেসার জয়দেব উনাদকাটের অন্তর্ভুক্তি। দীর্ঘ কয়েক বছর পরে জাতীয় দলে ফিরলেন তিন। স্বাভাবিকভাবেই আনন্দ যেমন ছিল, তেমন তাঁর গলাতে যেন কোথাও ছিল অবিশ্বাসের সুর। জয়দেব বিশ্বাস করতে পারেননি দলে তাঁকে জায়গা দেওয়া হয়েছে বলে। আর এই ঘটনাকে মাথায় রেখেই মজার ছলে টুইট করেছেন তিনি।
আরও পড়ুন:- BAN vs IND: প্রথম টেস্টে নেই রোহিত, বদলে বাংলার তারকা, ১২ বছর বাদে দলে উনাদকাট
জয়দেব লিখেছেন ' আচ্ছা দেখে তো (জাতীয় দলে নাম দেখে) মনে হচ্ছে বিষয়টা সত্যি। এটা তাঁদের জন্য যারা আমার উপর বিশ্বাস রেখে গিয়েছেন। আমাকে ধারাবাহিকভাবে সাহায্য করে গিয়েছেন, সাপোর্ট করে গিয়েছেন। আমি কৃতজ্ঞ।'
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটার সম্প্রতি সৌরাষ্ট্রকে নেতৃত্বও দিয়েছেন। তাঁর নেতৃত্বেই ২০২২ সালের বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। ৩১ বছর বয়সি এই পেসার এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১০ ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট। গড় ১৬.৩০।
উল্লেখ্য ২০১৯-২০ রঞ্জি মরশুমে রেকর্ড সংখ্যক উইকেট নিয়েছিলেন জয়দেব। তিনি সেবার ৬৭টি উইকেট নেন। তাঁর বোলিং পারফরম্যান্সে ভর করেই সেই মরশুমে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। ৯৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তাঁর দখলে রয়েছে ৩৫৩টি উইকেট। গড় মাত্র ২৩.০৪। ২০ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। উল্লেখ্য ২০১০ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তবে তারপর আর ভারতের হয়ে টেস্ট খেলা হয়নি তাঁর। তবে ৭টি ওয়ান ডে এবং ১০টি টি-২০ তে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।