অনিশ্চয়তা রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক তারকাকে নিয়ে। নির্বাচিত হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিরা। পরে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে। টেস্ট সিরিজের আগেও তিন তারকার ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। সুতরাং, প্রাথমিকভাবে নির্বাচিত টেস্ট স্কোয়াডের বেশ কয়েকটি জায়গায় রদবদল করতে হতে পারে ভারতকে।
ক্যাপ্টেন রোহিত শর্মা খেলার মতো অবস্থায় না থাকলে অভিমন্যু ঈশ্বরন তাঁর পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ঢুকতে পারেন। এমন ইঙ্গিত মিলেছে বিসিসিআইয়ের অন্দরমহল থেকেই। পরে শোনা যায়, শামির বদলে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন উমরান মালিকও। তবে এখন শোনা যাচ্ছে যে, শামির বদলে ভারতের টেস্ট দলে ঢুকে পড়তে পারেন নভদীপ সাইনি।
আরও পড়ুন:- শামি-বুমরাহকে ছাড়া ভাবনা-চিন্তা করার সময় এসেছে, বাস্তববাদী দাবি প্রাক্তন নির্বাচকের
উমরান শামির পরিবর্ত হিসেবে বাংলাদেশ সফরের ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি জাতীয় দলের সঙ্গেই রয়েছেন। মুকেশ এবং সাইনিও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। দুই তারকা ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শামির বদলি ঘোষণা করলে এক্ষেত্রে সাইনি বা মুকেশের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। কেননা, দুই পেসার বাংলাদেশে লাল বলের ক্রিকেটে সড়গড় হয়ে উঠছেন দু'টি বেসরকারি টেস্টে। ২টি ম্যাচে সাইনির তুলনায় মুকেশের পারফর্ম্যন্স অবশ্য আরও ভালো।
রবীন্দ্র জাদেজাও টেস্ট সিরিজে অনিশ্চিত। তাঁর বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সৌরভ কুমার। ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে নজর কেড়েছেন।
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মীরপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।