বাংলা নিউজ > ময়দান > U19 WC: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়ে মধুর বদলা, শেষ চারে অজিদের সামনে ভারত
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।

U19 WC: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়ে মধুর বদলা, শেষ চারে অজিদের সামনে ভারত

নিজেদের সাফল্যের ধ্বজা উড়িয়া টানা চার বার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। পাশাপাশি শেষ ৩৩ ম্যাচের মধ্যে ভারত হেরেছে মাত্র ৩টি ম্যাচে। যা নিঃসন্দেহে বড় নজির।শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে শেষ আটের লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন যশ ধুলরা।

বছর দুয়েক আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে চার বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের  রীতিমতো অবাক করে দিয়ে প্রথম বারের জন্য যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দু'বছর ধরেই সেই ক্ষতই ভারত বয়ে বেড়িয়েছে। শনিবার বাংলাদেশকে হারিয়ে তাতেই প্রলেপ লাগাল যশ ধুলের টিম।

30 Jan 2022, 12:53:23 AM IST

প্লেয়ার অফ দ্য ম্যাচ রবি কুমার

ম্যাচের সেরার পুরস্কার উঠল রবি কুমারের হাতে। যিনি এ দিন ম্যাচের শুরুতেই বাংলাদেশের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন। ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন রবি।

30 Jan 2022, 12:46:45 AM IST

মধুর প্রতিশোধ ভারতের, ৫ উইকেটে হারাল বাংলাদেশকে

দু' বছর আগের বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারের যন্ত্রণাটা ভারত এত দিন ধরে বয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত শনিবার রাতে মধুর প্রতিশোধটা নিয়ে ফেলল যশ ধুলের টিম ইন্ডিয়া। ৫ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শেষ চারে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।৩০ ওভারে ৫ উইকেটে ১১১ রান করে ফেলেছিল ভারত। ৩০.৫ ওভারে রাকিবুল হাসানের বলে ছক্কা হাঁকান কৌশল তাম্বে। ৫ উইকেট এবং ১১৫ বল বাকি থাকতেই ১১৭ রান করে ফেলে ভারত। যশ ধুল ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন কৌশল তাম্বে। রিপন মণ্ডল একাই ৪ উইকেট নিয়েছেন। 

30 Jan 2022, 12:32:45 AM IST

ভারতের আর চাই ৪ রান

২৯ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ১০৮। ২৩ বলে ২৯ করে অপরাজিত রয়েছেন যশ ধুল। ১০ বলে ৩ রান কৌশলের। আর ৪ রান করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে  ভারত।

30 Jan 2022, 12:15:45 AM IST

রাজা বাওয়াকে ফেরালেন রিপন

বাংলাদেশের হয়ে একাই লড়াই করলেন বোলার রিপন মণ্ডল। রাজা বাওয়াকেও তিনি আউট করলেন। ৪ উইকেট নিয়ে নিলেন রিপন। ভারতের পড়ল ৫ নম্বর উইকেট। ২৬ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ৯৮ রান ভারতের। আর চাই ১৪ রান। ভারতের হাতে রয়েছে ৫ উইকেট।

30 Jan 2022, 12:12:25 AM IST

২৫ ওভারে ভারতের স্কোর: ৯৭/৪

তানজিম হাসান শাকিবের ওভারে ১৪ রান নিল যশ ধুল। ১০ বলে তিনি করলেন ১৪ রান। আর ২৫ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করে ফেলল ভারত। রাজ বাওয়া রানের খাতা খোলেনি। ভারতের আর চাই ১৫ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

30 Jan 2022, 12:04:31 AM IST

আউট হলেন সিদ্ধার্থ যাদব

৯ বলে ৬ রান করে আউট হলেন সিদ্ধার্থ যাদব। এই নিয়ে ৩ উইকেট তুলে নিলেন রিপন মণ্ডল। ভারত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল। সিদ্ধার্থের জায়গান নেমেছেন রাজ বাওয়া।

29 Jan 2022, 11:53:51 PM IST

রশিদ আউট

৫৯ বলে ২৬ রান করে আউট হন শেক রশিদ। অংকৃশের পরেই রশিদের উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ২১.১ ওভারে ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে থাকল ভারত। পরিবর্তেে নেমেছেন সিদ্ধার্থ যাদব।

29 Jan 2022, 11:47:26 PM IST

আউট হলেন অংকৃশ

অংকৃশ এবং রশিদ জুটি করে ফেলে ৭০ রান। এর পরেই ৬৫ বলে ৪৪ রান করে আউট হন অংকৃশ। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান ভারতের। পরিবর্তে নেমেছেন ভারত অধিনায়ক যশ ধুল। ৫২ বলে ২১ করে অপরাজিত রয়েছেন রশিদ।

29 Jan 2022, 11:29:50 PM IST

অংকৃশ এবং রশিদ জুটি হাফ সেঞ্চুরি করে ফেলল

১ উইকেট হারালেও ১৬ ওভারে ৫২ রান করে ফেলেছে ভারত। অংকৃশ এবং রশিদ জুটি হাফ সেঞ্চুরি করে ফেলেছে। ৩৫ রান অংকৃশের এবং ১২ রান করেছেন রশিদ।

29 Jan 2022, 11:26:11 PM IST

১৫ ওভারে ভারতের স্কোর: ৪১/১

শেক রশিদ এবং অংকৃশ দলের হাল ধরার চেষ্টা করছেন। প্রথমেই আউট হয়ে গিয়েছিলেন হারনুর সিং। তখন দলের রান শূন্য। সেখান থেকে ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান ভারতের। ২৫ রান করে অপরাজিত রয়েছেন অংকৃশ এবং রশিদের সংগ্রহ ১২ রান।

29 Jan 2022, 10:33:44 PM IST

৫ ওভারে ভারতের স্কোর: ১০/১

৫ ওভার শেষে ১ উইকেটে ১০ রান ভারতের। অংকৃশ করেছেন ৬ রান। রশিদের সংগ্রহ ৩ রান।

29 Jan 2022, 10:30:35 PM IST

৪ ওভারে ভারতের স্কোর: ৫/১

অংকৃশ রঘুবংশীই ৫ রান করেছেন। শেক রশিদ এখনও রানের খাতা খোলেননি। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ মাত্র ৫ রান।

29 Jan 2022, 10:23:32 PM IST

৩ওভারে ভারতের স্কোর: ১/১

বাংলাদেশের য়ে শুধুমাত্র ব্যাটিং বিপর্যয় হয়েছে, এমনটাই নয়। চাপে পড়ে গিয়েছে কিন্তু ভারতও। ৩ ওভার হয়ে গিয়েছে। মাত্র ১ রান করেছে ভারত। তার মাঝেই ১ উইকেট তারা হারিয়ে বসে রয়েছে।

29 Jan 2022, 10:16:39 PM IST

২ ওভারে ভারতের স্কোর: ০/১

২ ওভারে ১ উইকেট হারালেও এখনও রানের খাতা খুলতে পারেনি ভারত। ক্রিজে  রয়েছেন অংকৃশ রঘুবংশী এবং শেক রশিদ।

29 Jan 2022, 10:13:16 PM IST

আউট হলেন হারনুর সিং

শুরুতেই ধাক্কা খেল ভারত। রানের খাতা খোলার আগেই উইকেট হারাল তারা। তানজিম হাসান শাকিবের বলে শূন্য রানে হারনুর সিং প্যাভিলিয়নে ফিরলেন। তাঁর ক্যাচ ধরেছেন ফাহিম। ভারতের স্কোর ০। পরিবর্তে নেমেছেন শেক রশিদ।

29 Jan 2022, 10:09:04 PM IST

১ ওভারে ভারতের স্কোর: ০/০

প্রথম ওভারে ভারতের কোনও রান হয়নি। ভারতের দুই ওপেনারই এখনও খাতা খুলতে পারেননি।

29 Jan 2022, 10:05:47 PM IST

ভারতের ইনিংস শুরু

ওপেন করতে নেমেছেন অংকৃশ রঘুবংশী এবং হারনুর সিং। বাংলাদেশের আশিকুর জামান বল হাতে ওপেন করেছেন।

29 Jan 2022, 09:47:25 PM IST

ভারতকে করতে হবে ১১২ রান

রবি কুমার ম্যাচের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিল। তার পর একে একে উইকেট পড়তে থেকেছে বাংলাদেশের। একমাত্র অষ্টম উইকেটে ৫০ রান যোগ করেছিল মেহেরুব (৩০) এবং আশিকুর (১৬) জুটি। এই জুটির হাত ধরেই ১০০ রানের গণ্ডি বাংলাদেশ টপকেছে। মেহেরুবই সর্বোচ্চ ৩০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ করেছেন আইচ মোল্লা। তাঁর সংগ্রহ ১৭ এবং আশিকুর করেছেন ১৬ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ৩৭.১ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন রবি কুমার। ২টি উইকেট নিয়েছেন ভিকি ওস্তওয়াল। রাজবর্ধন হাঙ্গার্গেকর, কৌশল তাম্বে এবং অংকৃশ রঘুবংশী ১টি করে উইকেট নিয়েছেন। বাকি ২টি রান আউট হয়েছে।

29 Jan 2022, 09:39:07 PM IST

আউট হলেন তানজিম হাসান শাকিব

বাংলাদেশের ১০ নম্বর উইকেটও পড়ে গেল। ২ রান করে রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে ওস্তওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিম হাসান শাকিব। ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

29 Jan 2022, 09:33:29 PM IST

৩৬তম ওভারে পড়ল ২ উইকেট

৩৫.২ ওভারে মেহেরুবকে ফেরান অংকৃশ রঘুবংশী। ৪৮ বলে ৩০ রান করে দীনেশ বানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেরুব। এখনও পর্যন্ত এদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মেহেরুবই। বাকিরা কেউ এখনও ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। আশিকুরকে সরাসরি উইকেটে বল মেরে রানআউট করেন সিদ্ধার্থ যাদব। ৩৬ ওভারে ৯ উইকেটে ১০৯ রান বাংলাদেশের।

29 Jan 2022, 09:28:05 PM IST

৩৫ ওভারে বাংলাদেশের স্কোর: ১০৫/৭

অষ্টম উইকেটে ৪৯ রান করে বাংলাদেশকে ১০০ রানের গণ্ডি পার করালেন মেহেরুব (৩০) এবং আশিকুর (১৪)। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান বাংলাদেশের।

29 Jan 2022, 09:03:27 PM IST

৩০ ওভারে বাংলাদেশের স্কোর: ৮০/৭

মেহেরুব ১৪ এবং আশিকুর ৮ রান করে ক্রিজে টিকে থাকার লড়াই চালাচ্ছেন। এখনও পর্যন্ত ২৪ রান যোগ করেছে এই জুটি। ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান।

29 Jan 2022, 08:42:01 PM IST

২৫ ওভারে বাংলাদেশের স্কোর: ৬৭/৭

এই ওভারে একটি চার মেরেছেন মেহেরুব। প্রথম বলে আশিকুর নিয়েছিলেন ৩ রান। এই ওভারে মোট ৭ রান হল। ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান বাংলাদেশের। মেহেরুবের সংগ্রহ ৮ রান এবং আশিকুর করেছেন ৩ রান।

29 Jan 2022, 08:38:20 PM IST

রানআউট হলেন আইচ মোল্লা

সবে ৫০ রানের গণ্ডি টপকেছে বাংলাদেশ। তার মধ্যেই যেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস। ৫৬ রানে ৭ উইকেট হারাল তারা। আইচ মোল্লা ১৭ রান করে রানআউট হলেন। ২৪ ওভার শেষে ৭ উইকেটে ৬০ রান বাংলাদেশের। ক্রিজে রয়েছেন মেহেরুব হাসান (৪) এবং আশিকুর জামান (০)।

29 Jan 2022, 08:27:09 PM IST

রাকিবুল হাসান আউট

১৮ বলে ৭ রান করে কৌশল তাম্বের বলে এলবিডব্লিউ হন রাকিবুল হাসান। পরিবর্তে নেমেছেন এসএম মেহেরব। ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫০ রান বাংলাদেশের।

29 Jan 2022, 08:22:17 PM IST

২০ ওভারে বাংলাদেশের স্কোর: ৪৮/৫

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮ রান বাংলাদেশের। আইচ মোল্লা ১০ এবং রাকিবুল হাসান ৭ রান করে ক্রিজে রয়েছেন।

29 Jan 2022, 08:04:27 PM IST

ভিকি ওস্তওয়াল ১৬ নম্বর ওভারে পরপর দুই উইকেট নিলেন

একই ওভারের পরপর দুই হারাল বাংলাদেশ। মোট ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল তারা। ভিকি ওস্তওয়াল ১৬ নম্বর ওভারে প্রথমে আউট করেন আরিফুল ইসলামকে। তিনি ৯ রান করে উইকেটকিপার দীনেশ বানার হাতে ক্যাচ দেন। পরের উইকেটটি তিনি নেন ফাহিমের। শূন্য করে বোল্ড হন ফাহিম। ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর মাত্র ৩৭ রান। ক্রিজে রয়েছেন রাকিবুল হাসান (০) এবং আইচ মোল্লা (৮)।

29 Jan 2022, 07:56:26 PM IST

১৫ ওভারে বাংলাদেশের স্কোর: ৩৭/৩

১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান বাংলাদেশের। আরিফুল ইসলাম ৯ এবং আইচ মোল্লা ৮ রান করে ক্রিজে রয়েছেন। কিন্তু রানের গতি বড় বেশি ধীর।

29 Jan 2022, 07:30:30 PM IST

১০ ওভারে বাংলাদেশের স্কোর: ২০/৩

১০ ওভার খেলা হয়ে গেল। বাংলাদেশের স্কোর মাত্র ২০ রান। ৩ উইকেট তারা হারিয়ে বসে রয়েছে। ৩টি উইকেটই নিয়েছেন রবি কুমার। ক্রিজে রয়েছেন আরিফুল ইসলাম (০) এবং আইচ মোল্লা (৩)।

29 Jan 2022, 07:20:38 PM IST

তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

আরও একটি উইকেট তুলে নিলেন রবি কুমার। তিন নম্বর উইকেট হারাল বাংলাদেশ। এ বার ৭ রান করে সাজঘরে ফিরলেন নবিল। রবির বলে কৌশল তাম্বের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রান্তিক নবিল। ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬ রান বাংলাদেশের। পরিবর্তে নেমেছেন আরিফুল ইসলাম।

29 Jan 2022, 07:05:20 PM IST

দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ

১ রান করেই সাজঘরে ফিরলেন ইফ্তাখের হোসেন। ফের বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধাক্কা দিলেন রবি কুমার। আগের উইকেটটিও রবিই নিয়েছিলেন। ৬ ওভারে ১২ রানে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে বাংলাদেশ। পরিবর্তে নেমেছেন আইচ মোল্লা। 

29 Jan 2022, 07:02:20 PM IST

৫ ওভারে বাংলাদেশের স্কোর: ১১/১

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১ রান। প্রান্তিক নবিলের সংগ্রহ ৫ রান। ১ রানেই আটকে রয়েছেন ইফ্তাখের হোসেন।

29 Jan 2022, 06:56:10 PM IST

৪ ওভারে বাংলাদেশের স্কোর: ৮/১

এই ওভারে রবি কুমার কোনও রান দেননি। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৮। প্রান্তিক নবিলের সংগ্রহ ২ এবং ইফ্তাখের হোসেনের সংগ্রহ ১।

29 Jan 2022, 06:53:30 PM IST

৩ ওভারে বাংলাদেশের স্কোর: ৮/১

এই ওভারে সবচেয়ে বেশি রান হল। এই পিচে এমনিতে খুব বেশি রান হওয়ার কথা নয়। অথচ এই ওভারে রাজবর্ধন দু'টি ওয়াইড সহ ৫ রান দিলেন। বাড়তি রানগুলো কিন্তু পরবর্তীতে ভারতের জন্য সমস্যার কারণ হতে পারে। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৮ ।

29 Jan 2022, 06:45:14 PM IST

প্রথম উইকেট হারাল বাংলাদেশ

শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল তারা। রবি কুমারের বলে ২ রান করে বোল্ড হন মাহফিজুল ইসলাম। ২ ওভারে ৩ রানে ১ উইকেট বাংলাদেশের। পরিবর্তে নেমেছেন প্রান্তিক নবিল।

29 Jan 2022, 06:39:04 PM IST

১ ওভারে বাংলাদেশের স্কোর: ১/০

প্রথম ওভারে রাজবর্ধন মাত্র ১ রান দিলেন। মাহফিজুল ১ রান করেছেন। ইফ্তাখের হোসেন এখনও রানের খাতা খোলেননি।

29 Jan 2022, 06:34:50 PM IST

খেলা শুরু

ওপেন করতে নেমেছেন বাংলাদেশের মাহফিজুল ইসলাম এবং ইফ্তাখের হোসেন। বল হাতে ওপেন করেছেন ভারতের রাজবর্ধন হাঙ্গার্গেকর।

29 Jan 2022, 06:22:59 PM IST

বাংলাদেশের প্রথম একাদশ

মাহফিজুল ইসলাম, ইফ্তাখের হোসেন, প্রান্তিক নবিল, আইচ মোল্লা, মহম্মদ ফাহিম (উইকেটকিপার), আরিফুল ইসলাম, এসএম মেহেরুব হাসান, আশিকুর জামান, তানজিম হাসান শাকিব, রাকিবুল হাসান (অধিনায়ক), রিপন  মণ্ডল।

29 Jan 2022, 06:19:54 PM IST

ভারতের প্রথম একাদশ

অংকৃশ রঘুবংশী, হারনুর সিং, শেক রশিদ, যশ ধুল (অধিনায়ক), রাজ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, দীনেশ বানা (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল, রবি কুমার।

29 Jan 2022, 06:07:36 PM IST

টসে জিতে ব্যাটিং নিল ভারত

টসে জিতে ভারত ফিল্ডিং নিল। অর্থাৎ প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান বলেছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তবে প্রথমে ব্যাট করার  চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলাদেশও।

29 Jan 2022, 06:01:04 PM IST

বাংলাদেশ টিমের হাল

এ বার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বাজে ভাবে হেরে বসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের দু'টি ম্যাচে কানাডাকে ৮ উইকেটে এবংসংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ লিগে রানার্স হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ।

29 Jan 2022, 05:55:56 PM IST

অনূর্ধ্ব-১৯ ভারত বনাম বাংলাদেশের ম্যাচের পরিসংখ্যান

ভারত এবং বাংলাদেশের যুব দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে একটি ম্যাচ খেলা হয়নি। বাকি ২৩টি ম্যাচের মধ্যে ভারত ১৯টিতেই জিতেছে। বাংলাদেশ মাত্র ৪টি ম্যাচ জিতেছে।

29 Jan 2022, 05:51:15 PM IST

ভারতীয় দলের খবর

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা স্বস্তি ভারতীয় দলে। অধিনায়ক যশ ধুল সহ প্রথম একাদশের বাকি ৪ ক্রিকেটার করোনা মুক্ত হয়ে গিয়েছেন, তাঁদের পাওয়া যাবে শেষ আটের লড়াইয়ে। প্রথম একাদশের মোট ৫ ক্রিকেটারকে পাওয়া যায়নি গ্রুপ লিগের শেষ দুই ম্যাচে। তবু সেই ম্যাচ দু'টিও দাপটের সঙ্গেই জিতে যায় ভারত।এ দিকে ভারতীয় দলে নতুন করে করোনার কবলে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার নিশান্ত সিন্ধু ৷ যিনি চলতি টুর্নামেন্টে ৪ উইকেটই নিলেও, খুবই কম রান দিয়ে নজর কেড়েছেন এই বাঁ-হাতি স্পিনার ৷ তাঁর ইকোনমি রেট ২.৭৫ ৷ কোয়ার্টার ফাইনালের ম্যাচে তো তাঁকে পাওয়া যাবেই না, এমন কী ভারত সেমিফাইনালে উঠলেও, নিশান্তকে ছাড়াই খেলতে হবে তাদের। এটা একটি ধাক্কা ভারতের কাছে।হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাকি ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন বসু বৎস। তাঁর পরিবর্তে দলে ঢুকতে চলেছেন আরাধ্য যাদব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.