বাংলা নিউজ > ময়দান > IND vs BAN: স্লো পিচে বাংলাদেশকে তাদের দেখানো পথেই পর্যুদস্ত করে ভারত, বোঝা গেল মন্ধনার কথায়

IND vs BAN: স্লো পিচে বাংলাদেশকে তাদের দেখানো পথেই পর্যুদস্ত করে ভারত, বোঝা গেল মন্ধনার কথায়

এশিয়া কাপে বাংলাদেশকে হারাল ভারত। ছবি- টুইটার (@ACCMedia1)।

India vs Bangladesh women's Asia Cup 2022: যেভাবে ভারতীয় ব্যাটারদের আটকে রাখতে চেয়েছিল বাংলাদেশ, তারা নিজেরাই সেই জালে জড়িয়ে যায় শেষমেশ।

চলতি মহিলা এশিয়া কাপে বাংলাদেশকে তাদের দেখানো পথেই পর্যুদস্ত করে ভারত। স্মৃতি মন্ধনাদের গেমপ্ল্যান দেখে সেটা বুঝে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। ম্যাচের শেষে প্রকারান্তরে সেটা স্বীকারও করে নেন ভারতের অস্থায়ী ক্যাপ্টেন মন্ধনা।

আসলে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে পিচে খেলা হয় ভারত-বাংলাদেশ ম্যাচ, তা স্লো টার্নারদের জন্য আদর্শ। বল যথাযথ ব্যাটে না এলে শট খেলা কতটা মুশকিল, স্পষ্ট বোঝা যায় দু'দলের ব্যাটিং দেখে। পেসারদের বলে শট নেওয়া তুলনায় সহজ ছিল। তবে স্লো বলে রান তোলা নিতান্ত কঠিন হয়ে দেখা দেয়।

স্লো ও লো বাউন্সের পিচে রুমনা আহমেদরা ভারতীয় ব্যাটারদের হাত খোলার বিশেষ সুযোগ দেননি। শেফালি-মন্ধনা পাওয়ার প্লে-তে ঝড় তুলে শক্ত ভিত না গড়লে এই পিচে দেড়শো টপকানো সম্ভব হতো না ভারতীয় দলের পক্ষে। হাঁটুর উচ্চতা তো দূরের কথা, রুমনা-ফহিমার বেশ কয়েকটি বল ব্যাটারের গোড়ালির পাশ গিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। শট খেলার জন্য রীতিমতো অপেক্ষা করতে হচ্ছিল জেমিমাদের।

আরও পড়ুন:- India vs Bangladesh: বাংলাদেশকে গোহারান হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ভারতের

পিচের গতিপ্রকৃতি বুঝতে বিশেষ অসুবিধা হয়নি ভারতীয় দলের। সেকরাণেই মন্ধনা দীপ্তিকে দিয়ে বোলিং শুরু করান। পাওয়ার প্লে-তে হাত খোলার সুযোগ না পেতেই প্রয়োজনীয় রান-রেট বাড়তে থাকে বাংলাদেশের। শেষমেশ সেই চাপ সামলানো সম্ভব হয়নি নিগার সুলতানাদের পক্ষে। দীপ্তি ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন। এমনকি শেফালি বর্মার মতো পার্টটাইম স্পিনারও ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। বাংলাদেশ রীতিমতো আত্মসমর্পণ করে ম্যাচ হারে।

আরও পড়ুন:- ১০৫ রান করেও ৭২ রানে জিতল শ্রীলঙ্কা! ৩৩ শেষ মালয়েশিয়া, শূন্য রানে ফিরলেন ৬ জন

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ধনা বলেন, ‘শেষ ম্য়াচে (পাকিস্তানের বিরুদ্ধে) যেভাবে আমরা খেলেছি, তা সত্যিই হতাশাজনক। আমরা দারুণভাবেই ঘুরে দাঁড়াতে পেরেছি। মেয়েদের খেলায় গর্বিত। আজ দলগত পারফর্ম্যান্স মেলে ধরতে পেরেছি আমরা। শুরুতে শেফালি দারুণ ব্যাট করে, শেষের দিকে জেমিমা।’

পরক্ষণেই মন্ধনা বলেন, ‘আমাদের বোলিং বিভাগ নিখুঁত ক্রিকেট মেলে ধরে। ওদের ব্যাটারদের ভুল করতে বাধ্য করার জন্য আমাদের ক্রমাগত ডট বল করতে হতো, যেটা আমরা করতে পেরেছি। এই পিচে পেসারদের পক্ষে উইকেট নেওয়া মোটেও সহজ নয়। তা সত্ত্বেও দলের সবাই দারুণ বল করেছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.