অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত কউররা। ফলে অজিদের কাছে প্রথম ম্যাচে অল্পের জন্য হারতে হয় ভারতকে। তবে পরের ম্যাচে পাকিস্তানকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। এই অবস্থায় বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হরমনপ্রীতদের সামনে ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। সম্মুখসমরে যে দল জিতত, সেমিফাইনালে যেত তারাই। শেষমেশ বার্বাডোজকে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন হরমনপ্রীতরা।
১০০ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত
ভারতের ৪ উইকেটে ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে বার্বাডোজ ২০ ওভারে ৮ উইকেটে ৬২ রানে আটকে যায়। ১০০ রানের বিশাল ব্যবধানে ম্য়াচ জেতে ভারত। সেই সঙ্গে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন হরমনপ্রীতরা। শাকিরা ১২ ও কনের ২ রানে নট-আউট থাকেন। রানের নিরিখে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়। এক আগে ২০১৮ সালে মালয়েশিয়াকে ভারত হরিয়েছিল ১৪২ রানের ব্যবধানে। ভারত এই ম্যাচে ৮ জনকে বল করায়। সবাই কৃপণ বোলিং করেন।
ক্যারিংটনকে ফেরালেন হরমনপ্রীত
১৭.৫ ওভারে হরমনপ্রীতের বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন ক্যারিংটন। ১১ বলে ৩ রান করেন তিনি। বার্বাডোজ ৫৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কনেল।
আলিসাকে ফেরালেন রাধা
১৪.১ ওভারে রাধা যাদবের বলে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন আলিসা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৮ রান করেন আলিসা। বার্বাডোজ ৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিরা। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৫ ওভারে বার্বাডোজের স্কোর ৭ উইকেটে ৫০ রান।
হোল্ডারকে ফেরালেন মেঘনা
১৩.৪ ওভারে মেঘনা সিংয়ের বলে হোল্ডারের দুর্দান্ত ক্য়াচ ধরেন হরমনপ্রীত কউর। ২৪ বলে ৬ রান করেন হোল্ডার। বার্বাডোজ ৪৫ বলে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যারিংটন।
১২ ওভারে বার্বাডোজ ৫ উইকেটে ৪১
১২ ওভার শেষে বার্বাডোজ ৫ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। ১৮ বলে ৫ রান করেছেন হোল্ডার। ১০ বলে ৫ রান করেছেন আলিসা।
নাইটকে ফেরালেন রানা
৮.৪ ওভারে কাইশোনা নাইটকে বোল্ড করেন স্নেহ রানা। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৬ রান করেন তিনি। বার্বাডোজ ৩২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিসা।
১০ রানে ৪ উইকেট রেনুকার
৪ ওভারের বোলিং কোটা শেষ করেন রেনুকা সিং। তিনি ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ৪টি উইকেট নিয়েছিলেন রেনুকা।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে বার্বাডোজ ৪ উইকেটে ২০ রান সংগ্রহ করেছে। ৯ বলে ৭ রান করেছেন কাইশোনা। দীপ্তি ২ ওভারে ৬ রান খরচ করেছেন।
আলিয়ার উইকেট তুলে নিলেন রেনুকা
৪.৬ ওভারে আলিয়াকে বোল্ড করেন রেনুকা। ২ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়েন আলিয়া। বার্বাডোজ ১৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হোল্ডার। রেনুকা ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
কাইসিয়াকে ফেরালেন রেনুকা
৪.৪ ওভারে কাইসিয়া নাইটকে বোল্ড করেন রেনুকা। ১২ বলে ৩ রান করেন কাইসিয়া। বার্বাডোজ ১৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া।
ম্য়াথিউজ আউট
২.২ ওভারে রেনুকার বলে শেফালির হাতে ধরা পড়েন হেইলি ম্যাথিউজ। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৯ রান করেন বার্বাডোজের ক্যাপ্টেন। ব্যাট করতে নামেন কাইশোনা নাইট। ৩ ওভারে বার্বাডোজের স্কোর ২ উইকেটে ১১ রান। রেনুকা ২ ওভারে ২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
খাতা খোলার আগেই আউট ডটিন
ম্য়াথিউজকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডটিন। বোলিং শুরু করেন রেনুকা। প্রথম ওভারের তৃতীয় বলেই দিয়েন্দ্রাকে বোল্ড করেন রেনুকা। খাতা খোলার আগেই আউট হন ডটিন। খাতা খোলার আগেউ প্রথম উইকেট হারায় বার্বাডোজ। ব্য়াট করতে নামেন সাইসিয়া নাইট। প্রথম ওভারে বার্বাডোজের স্কোর ১ রানে ১ উইকেট।
বার্বাডোজকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত
নির্ধারিত ২০ ওভারে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করেছে। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন জেমিমা। দীপ্তি শর্মা ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৪ রান করে নট-আউট থাকেন। সুতরাং, জয়ের জন্য বার্বাডোজের দরকার ১৬৩ রান।
হাফ-সেঞ্চুরি জেমিমার
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেমিমা রডরিগেজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জেমিমার এটি সাত নম্বর অর্ধশতরান।
দেড়শোর দিকে এগচ্ছে ভারত
১৮ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। ৪২ বলে ৪৮ রান করেছেন জেমিমা রডরিগেজ। ১৯ বলে ২১ রান করেছেন দীপ্তি শর্মা। জেমিমা ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। দীপ্তি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
১০০ টপকাল ভারত
১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে ভারত। ৩৬ বলে ৩৪ রান করেছেন জেমিমা। তিনি ৪টি চার মেরেছেন। ৮ বলে ৫ রান করেছেন দীপ্তি।
তানিয়া ভাটিয়া আউট
১২.৬ ওভারে হেইলি ম্যাথিউজের বলে দিয়েন্দ্রা ডটিনের হাতে ধরা পড়েন তানিয়া ভাটিয়া। ১৩ বলে ৬ রান করে আউট হন তানিয়া। ভারত ৯২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। ২৭ রানে ব্যাট করছেন জেমিমা।
হরমনপ্রীত আউট
৯.৩ ওভারে শেলম্যানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ চাড়েন হরমনপ্রীত কউর। ১ বলেই আউট হন ভারতের ক্যাপ্টেন। ভারত ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানিয়া ভাটিয়া। ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৮ রান।
রান-আউট শেফালি
দুর্দান্ত ব্যাট করছিলেন শেফালি বর্মা। তবে নিশ্চিত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় ভারতীয় ওপেনারকে। নিজের ভুলেই উইকেট দিয়ে আসেন শেফালি। ৮.৬ ওভারে ম্য়াথিউজের বল লেগসাইডে ঠেলে দিয়ে ১ রান নেন জেমিমা। তবে শেফালি বলের দিকে তাকিয়ে ২ রান নিতে দৌড়ন। জেমিমা বারণ করলেও তাঁর দিকে তাকাননি শেফালি। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৩ রান করেন শেফালি। ভারত ৭৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত। জেমিমা ১৭ রানে ব্যাট করছেন।
৫০ ছুঁল ভারত
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫০ রান। ১৫ বলে ২৪ রান করেছেন শেফালি বর্মা। ১৪ বলে ১২ রান করেছেন জেমিমা।
ব্যাট চালাচ্ছেন শেফালি
তৃতীয় ওভারে কনেলের বলে ১টি করে চার মারেন জেমিমা ও শেফালি। চতুর্থ ওভারে ব্রুসের বলে ২টি চার মারেন শেফালি। সঙ্গে ১টি বাই চার পায় ভারত। চার ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৮ রান। শেফালি ৯ বলে ১৫ রান করেছেন। ৮ বলে ১০ রান করেছেন জেমিমা।
মন্ধনা আউট
১.২ ওভারে ব্রুসের স্লো বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ২ ওভারে ভারতের স্কোর ১ উইতেটে ১২ রান। ১টি চার মেরেছেন জেমিমা।
ম্যাচ শুরু
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন কনেল। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন মন্ধনা। প্রথম ওভারে ৫ রান ওঠে।
বার্বাডোজের প্লেয়িং ইলেভেন
দিয়েন্দ্রা ডটিন, হেইলি ম্য়াথিউজ (ক্যাপ্টেন), কাইসিয়া নাইট (উইকেটকিপার), কাইশোনা নাইট, আলিয়া অ্যালেইন, তৃষান হোল্ডার, আলিসা স্ক্যান্টলবারি, শাকিরা সেলম্যান, শনটে ক্যারিংটন, শামিলিয়া কনেল ও শানিকা ব্রুস।
ভারতের প্লেয়িং ইলেভেন
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রাধা যাদব, স্নেহ রানা, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।
প্রথম একাদশে একজোড়া বদল ভারতের
পূজা বস্ত্রকার দলে ফিরেছেন। তাঁকে জায়গা ছেড়ে দিয়েছেন সাবভিনেনি মেঘনা। উইকেটকিপার যস্তিকা ভাটিয়ার বদলে দলে ঢুকেছেন তানিয়া ভাটিয়া।
টস হারলেন হরমনপ্রীত
বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে টস হারলেন হরমনপ্রীত কউর। টস জিতে বার্বাডোজ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সুতরাং, এজবাস্টনে প্রথমে ব্যাট করতে নামবে ভারত।
ভারতের দ্বিতীয় ম্যাচের ফলাফল
শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৯৯ রানে অল-আউট করে দেয় ভারত। ৩২ রান করেন মুনিবা। রানা ও রাধা ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেটে ১০২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৩ রান করে নট-আউট থাকেন মন্ধনা।
ভারতের প্রথম ম্যাচের ফলাফল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ভারত ৮ উইকেটে ১৫৪ রান তোলে। হরমনপ্রীত ৫২ ও শেফালি ৪৮ রান করেন। ৪ উইকেট নেন জোনাসেন। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫২ রান করেন গার্ডনার। ৪ উইকেট নেন রেনুকা।
ডু অর ডাই ম্যাচ ভারতের
অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে জিততে জিততে হার এবং পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একতরফা জয়। চলতি কমনওয়েলথ গেমস ক্রিকেটের দু'টি গ্রুপ ম্যাচে ভারতের পারফর্ম্যান্স মোটেও খারাপ নয়। তা সত্ত্বেও গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচটি হরমনপ্রীতদের কাছে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। জিতলে সেমিফাইনালের টিকিট হাতে আসবে। হারলে ছিটকে যেতে হবে গ্রুপ লিগ থেকেই। ভারত ও বার্বাডোজ উভয় দলের সংগ্রহে রয়েছে ২ ম্যাচ ২ পয়েন্ট করে। তাই মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে ৪ পয়েন্ট নিয়ে তারাই শেষ চারে পৌঁছে যাবে। ২ পয়েন্টে আটকে থেকে বিদায় নিতে হবে অন্য দলকে।