প্রথম দিনের শেষে ২৭৬ রানে তিন উইকেট হারিয়ে সুবিধার জায়গায় থাকলেও, দ্বিতীয় দিনে ৮৮ রানে বাকি সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় ভারতীয় দল। শতরানকারী রাহুল আগের দিনের ১২৭ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই সাজঘরে ফেরেন। সেট হয়েও বড় রান হাতছাড়া করায় হতাশ ভারতীয় ওপেনার।
দিনের খেলাশেষে রাহুল জানান, ‘সেট হওয়ার পরও আউট হলে আমি বরাবরই হতাশ ও বিরক্ত হই। আজকের (ম্যাচের দ্বিতীয় দিনের) সকালটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মনে মনে আমি প্রথম সেশনে ৭০ থেকে ৮০ রান করার পরিকল্পনাও করেছিলাম। আমি সেট ছিলাম এবং নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসীও ছিলাম। তবে একটা সহজ হাফ ভলি বলে আউট হওয়ায় আমি নিজের ওপর প্রচন্ড বিরক্ত।’
ইংলিশ দলও নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ইতিবাচকভাবে করেছে। দ্বিতীয় দিনের শেষে জো রুটের ব্যাটের ভর করে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের মোট সংগ্রহ ১১৯। তৃতীয় দিনের শুরুতেই উইকেট তুলে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার লক্ষ্যেই ভারত মাঠে নামবে বলে জানান রাহুল।
‘ম্যাচে কে এগিয়ে, কে পিছিয়ে সেটা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। আমরা ভবিষ্যত নিয়ে বেশি কিছু ভাবার চেয়ে বর্তমানের ওপরেই নিজেদের ফোকাসটা রাখতে চাই। কালকে (ম্যাচের তৃতীয় দিনে) শুরুতেই ইংল্যান্ডের উইকেট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য হবে। আমরা প্রত্যেক ব্যাটসম্যানের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা বোলিং করব।’ বলেন ২৯ বছর বয়সী ভারতীয় তারকা ক্রিকেটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।