
ঘরের মাঠে প্রথম বলেই টেস্ট উইকেট সিরাজের, সৌজন্যে পন্তের অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 14 Feb 2021, 01:49 PM IST- বাঁ-দিকে ঝাঁপিয়ে এক হাতে পোপের দুরন্ত ক্যাচ ধরেন ঋষভ।
ঘরের মাঠে নিজের প্রথম টেস্টের প্রথম বলে উইকেট পাওয়া হয়নি জসপ্রীত বুমরাহর। কারণ, উইকেটের পিছনে ররি বার্নসের ক্যাচ ছেড়েছিলেন ঋষভ পন্ত। তবে সিরাজের ক্ষেত্রে চোখে পড়ে সম্পূর্ণ ভিন্ন ছবি। ঘরের মাঠে নিজের প্রথম টেস্টের প্রথম বলেই উইকেট তুলে নেন সিরাজ। সৌজন্যে ঋষভ পন্তের দুরন্ত ক্যাচ।
ইনিংসের ৩৯তম ওভারে সিরাজকে প্রথনবার আক্রমণে আনেন কোহলি। সিরাজের প্রথম বল ফ্লিক করে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন ওলি পোপ। বল ব্যাটের কানায় লেগে ফাইন-লেগের দিকে উড়ে যায়। পন্ত বলের লাইন অনুমান করেই বাঁ-দিকে ডাইভ দেন। শূন্যে থাকা অবস্থাতেই তিনি বাঁ-হাতে বল ধরে নেন। ফলে সাজঘরে ফিরতে হয় ব্রিটিশ তারকাকে।
পোপ ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ২২ রান করে ক্রিজ ছাড়েন। ইংল্যান্ড সেই সময় ৮৭ রানে ৬ উইকেট হারায়।
টিম ইন্ডিয়ার গত অস্ট্রেলিয়া সফরে মহম্মদ সিরাজের টেস্ট অভিষেক হয়। অ্যাডিলেডের প্রথম টেস্টে মহম্মদ শামি চোট পেলে মেলবোর্নে মাঠে নামার সুযোগ পেয়ে যান তিনি। অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে ১৩টি উইকেট নেন সিরাজ। ব্রিসবেন টেস্টের শেষ ইনিংসে তিনি ৭৩ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ হয়নি সিরাজের। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মহম্মদ সিরাজকে প্রথম একাদশে জায়গা করে দেয়। টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন সিরাজ।