বাংলা নিউজ > ময়দান > দিন-রাতের টেস্টে সেরা বোলিং করে রেকর্ড বইয়ে নাম তুললেন অক্ষর প্যাটেল

দিন-রাতের টেস্টে সেরা বোলিং করে রেকর্ড বইয়ে নাম তুললেন অক্ষর প্যাটেল

উচ্ছ্বসিত অক্ষর প্যাটেল। ছবি- বিসিসিআই।

টিম ইন্ডিয়ার তারকা স্পিনার ভেঙে দিলেন কামিন্সের নজির।

মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে কেরিয়ারের প্রথম দু'টি টেস্টে এক ইনিংস ৫ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় ইনিংসে পুনরায় ৫ উইকেট দখল করে সার্বিকভাবে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেন তিনি।

দুই ইনিংস মিলিয়ে ৭০ রানের বিনিময়ে ১১টি উইকেট নিয়ে কোনও ডে-নাইট টেস্টে সবথেকে বেশি উইকেট দখলের রেকর্ড গড়েন অক্ষর। এই নিরিখে তিনি অজি পেসার প্যাট কামিন্সেকে পিছনে ফেলে দেন। কামিন্স গত বছর ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৬২ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছিলেন।

# অক্ষর একমাত্র বোলার হিসেবে কোনও ডে-নাইট টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। এমনকি দু'টি আলাদা ডে-নাইট টেস্টের পরপর দু'টি ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজিরও এখনও পর্যন্ত কারও নেই।

# এই নিয়ে টানা তিনটি ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অক্ষর।

# লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (১৯৮৪) ও রবিচন্দ্রন অশ্বিনের (২০১৬) পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে একই টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট নিলেন অক্ষর।

# ২৮ নম্বর ভারতীয় বোলার হিসেবে একটি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন অক্ষর। ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কৃতিত্ব দেখানো ৮ নম্বর ভারতীয় বোলার তিনি।

# মোতেরায় একই টেস্টে ১০টি উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার হলেন অক্ষর। কুম্বলের পর এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কৃতিত্ব দেখানো দ্বিতীয় ভারতীয় বোলার তিনি।

# ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে ১০ উইকেট নেওয়া নবম বাঁ-হাতি বোলার হলেন অক্ষর।

# দিন-রাতের টেস্টের উভয় ইনিংসে নিজের প্রথম বলেই উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারে পরিণত হলেন অক্ষর প্যাটেল।

বন্ধ করুন