ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেন কী হবে, তা নিয়ে কিছু খোলসা করতে চাননি ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তবে তিনি জানিয়েছেন, পিচ কী রকম হবে, বা রোহিত শর্মা করোনা মুক্ত হয়ে আদৌ দলে ফিরতে পারবেন কিনা, তার উপর ভিত্তি করে প্রথম একাদশ নিয়ে ভাবা হবে।
রোহিতের কভার হিসেবে ডাকা হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। শুভমান গিলের সঙ্গী হিসেবে কর্ণাটকের ওপেনার আদর্শ পছন্দ। কিন্তু দ্রাবিড় আবার সকলকে সংশয়ে রেখে বলেছেন, মায়াঙ্ক আগরওয়াল ছাড়াও, ম্যানেজমেন্টের হাতে ওপেন করার জন্য আরও দু'টি বিকল্প রয়েছে।
সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, ‘আমরা ভেবে একটি সিদ্ধান্ত নেব। আমাদের অনেক হিসেব মেলাতে হবে। সত্যি বলতে, মায়াঙ্ক একজন নিয়মিত ওপেনার। ও নিয়মিত ওপেন করে। তবে আমাদের কাছে অন্যান্য বিকল্পও আছে। (শ্রীকর) ভরত নিজে অন্ধ্রের হয়ে অনেক খেলায় ওপেন করেছে। পাশাপাশি এই মুহূর্তে ও দুর্দান্ত ব্যাটিং করছে। ও অনুশীলন ম্যাচে ওপেন করে ৭০ এবং ৪০ (৪৩) রান করেছে। আমরা অনেক কিছু মাথায় রেখে ওকে সেই ইনিংসে ওপেন করতে পাঠিয়েছিলাম।’
দ্রাবিড় যে তৃতীয় বিকল্পটি নিয়ে ভাবছেন, তিনি হলেন চেতেশ্বর পূজারা। সাধারণত ৩ নম্বরে পূজারা ব্যাট করে থাকেন। তবে এর আগে সাতটি ইনিংসে ওপেন করেছেন তিনি। এবং ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'টি হাফ সেঞ্চুরি এবং অপরাজিত ১৪৫ রান সহ মোট ৩৯৫ রান করেছেন।
দ্রাবিড় তাই বলেছেন, ‘পূজারা অনেক দুর্দান্ত গুণ পেয়েছে। অতীতেও ও ভারতের হয়ে ওপেন করেছে। আমি নিশ্চিত করে কিছুই বলতে চাইছি না। তবে আমি যেমন বলেছি, আমরা ভাবনাচিন্তা করছি। রোহিতের কী হয় তা আমি দেখব। তবে প্লেয়িং ইলেভেন জানানোর স্বাধীনতা আমার নেই। তবে আমাদের স্বচ্ছতা আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।