ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। দলে ফিরলেন অল-রাউন্ডার বেন স্টোকস ও পেসার জোফ্রা আর্চার। দুই তারকাকে শ্রীলঙ্কা সফরের দু'টি টেস্ট থেকে বিশ্রাম দিয়েছিলেন ব্রিটিশ নির্বাচকরা।
স্টোকস ও আর্চার ছাড়া ১৬ জনের দলে ফিরেছেন ব্যাটসম্যান ররি বার্নস। তিনি প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী'র পাশে থাকতে শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাঁধের চোট সারিয়ে টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ওলি পোপ। যদিও তাঁর স্কোয়াডে থাকা নির্ভর করছে ফিটনেস টেস্টে পাশ করার উপর।
ইংল্যান্ড ভারত সফরের প্রথম দু'টি টেস্টে বিশ্রাম দিয়েছে জনি বেয়ারস্টো, স্যাম কারান ও মার্ক উডকে। তিন তারকাই এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। ক্রেগ ওভার্টন শ্রীলঙ্কা সফর শেষ হলে ইংল্যান্ড ফিরে যাবেন।
ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), জোফ্রা আর্চার, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।
রিজার্ভ: জেমস ব্রেসি, ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ম্যাথিউ পারকিনসন, ওলি রবিনসন, অমর ভার্ডি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।