কোথায় রোহিত শর্মা? এজবাস্টন টেস্টের আগে কোনও চিহ্নই পাওয়া যাচ্ছে না রোহিতের। তাঁকে নিয়ে সংশয়-দ্বিধা এখন চরম পর্যায়ে। বিশেষ করে বৃহস্পতিবার দ্রাবিড় এবং বুমরাহ একসঙ্গে পিচ দেখতে আসার পর থেকে রোহিতকে নিয়ে জল্পনা একেবারে মধ্য গগনে।
শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে রোহিত শর্মা কি আদৌ খেলবেন? ভারতের টিম ম্যানেজমেন্ট এই নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। রাহুল দ্রাবিড় আবার দাবি করেছেন, ‘রোহিত ছিটকে গিয়েছে এটা এখনই বলা যাবে না। দলের চিকিৎসকরা ওকে পর্যবেক্ষণে রেখেছেন। অবশ্যই ওর রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি।’ এর পর রোহিতকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন: রিপোর্ট নেগেটিভ আসলেও রোহিত ম্যাচ খেলতে পারবেন না, আসল কারণ জানালেন আকাশ চোপড়া
তবে দ্রাবিড় এবং বুমরাহ পিচ পরীক্ষা করতে আসার পর থেকে প্রশ্ন উঠেছে, রোহিত তবে খেলছেন না? বুমরাহ-ই এই টেস্টে নেতৃত্ব দেবেন? বুমরাহ যদি শেষপর্যন্ত সত্যিই ভারতীয় দলের নেতৃত্ব দেন, তাহলে সেটা ইতিহাস হতে চলেছে। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনও পেসার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেবেন। শেষবার এই কীর্তি করেছিলেন কপিল দেব।
আরও পড়ুন: ‘এই মুহূর্তে দারুণ ব্যাট করছে’,রোহিতকে না পেলে ৩ ওপেনারের তালিকা তৈরি দ্রাবিড়ের
গত শনিবার করোনায় আক্রান্ত হন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তার পর থেকেই আইসোলেশনে রয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্ট রোহিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে। তবে ভারতীয় শিবির সূত্রের খবর, বুধবার সকালেই রোহিতের কোভিড টেস্ট করানো হয়েছে। সেই টেস্টের রিপোর্ট কী এসেছে, সেটা জনসমক্ষে না এলেও রোহিত এখনও আইসোলেশনে আছেন বলেই বোর্ড সূত্রের খবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।