অবশেষে ভারতীয় দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হিটম্যান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরাও।
আগামিকাল ৭ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শেষ হওয়ার দু'দিনের মাথায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আছে। সেই পরিস্থিতিতে বিরাট, বুমরাহ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজাদের বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং এবং রাহুল ত্রিপাঠীরা দলে আছেন। পরের দুটি ম্যাচের দলে তাঁদের জায়গা হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দলে আছেন বিরাট, বুমরাহ, শ্রেয়স, জাদেজারা। একেবারেই সুযোগ পাননি মহম্মদ শামি। যিনি এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন।
আরও পড়ুন: IND vs ENG: কপিল দেবের নজির স্পর্শ, এজবাস্টন টেস্টে ভারতের অধিনায়ক বুমরাহ, ডেপুটি পন্ত
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।
আরও পড়ুন: ধোনি পেরেছিলেন অভিজ্ঞতা ছাড়াই ক্যাপ্টেন হতে! সেটা থেকেই মনের জোর পাচ্ছেন বুমরাহ
দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান এবং উমরান মালিক।