চেতেশ্বর পূজারার ফর্মে না থাকা যদি ভারতীয় ক্রিকেটমহলের সাম্প্রতিক আলোচনার বিষয় হয়, তবে তাঁর স্ট্রাইক-রেট নিয়ে চর্চা দীর্ঘদিনের। টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যানের স্লো ব্যাটিং নিয়ে বহু পুরনো আলোচনায় এবার যোগ দিলেন ব্রায়ান লারা।
ক্যারিবিয়ান কিংবদন্তির দাবি, চেতেশ্বরের এমন একটা স্ট্রাইক-রেটে রান তোলা উচিত, যেটা তাঁর নিজের জন্য এবং দলের জন্য অনেক বেশি কার্যকরী প্রমাণিত হতে পারে। লারা স্পষ্ট জানান, স্লো ব্যাটিং করলে বোলাররা মাথায় চড়ার সুযোগ পায়।
ডিজনি প্লাস হটস্টারকে লারা বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে ওরকম ধৈর্যসহকারে ব্যাট করা এবং অত কম স্ট্রাইক-রেটে রান তোলার ক্ষমতা আমার নেই। আমি এমন স্লো ব্যাটিংয়ের পক্ষপাতী নই। সুতরাং আমি কোচ হলে পূজারাকে রান তোলার গতি বাড়াতে বলতাম। ওর উচিত স্কোরিং শটে বৈচিত্র্য আনা। আরও অনেক শট খেলে রান সংগ্রহ করা এবং এমন একটা স্ট্রাইক-রেটে ব্যাট করা উচিত, যেটা ওর নিজের জন্য এবং দলের জন্য অনেক বেশি কার্যকরী হয়ে দাঁড়াতে পারে।'
লারা আরও বলেন, ‘ও নিজের কাজ যথাযথ করে এসেছে। আমি জানি, ও নিজের দায়িত্ব পালন করে। তবে যখনই আপনি মন্থর ব্যাটিং করবেন, বোলাররাও অনেকরকম বল করার সুযোগ পেয়ে যায়। ভালো ব্যাটিং করেও বোলারদের মাথায় চড়ার সুযোগ দেওয়া উচিত নয়।’