করোনার বাধা ঢিলা হতেই একের পর দলের সদস্যরা করেনার কবলে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের বিুরুদ্ধে সম্পূর্ণ পরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে বাধ্য হয় ইংল্যান্ড। সম্প্রতি করোনা কুপোকাত করেছে ঋষভ পন্তকে।
ইংল্যান্ডে ক্রমশ বাড়ছে ডেল্টা প্রজাতির আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে কড়া বিধিনষেধ লাগু করা না হলে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে আরও ক্রিকেটার করোনার কবলে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তবে তাঁর উপদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বলয়ের বিধিনিষেধ আরও শিথিল করার পরিকল্পনার বিষয়ই জানান ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবির প্রধান কার্যনির্বাহী কর্তা টম হ্যারিসন।
তিনি বলেন, ‘আমাদের কোভিডের সঙ্গে লড়াইের দিক থেকে বিচার করতে গেলে আমরা ১২ মাস বা এমনকী ছয় মাসের আগের পরিস্থিতি থেকেও ভিন্ন অবস্থায় রয়েছি। আমরা চেষ্টা করছি কী করে এর সঙ্গে মানিয়ে নিয়েই চলতে পারি এবং সকলের জন্য কঠিন জৈব বলয়ের বদলে এক সুরক্ষিত পরিবেশ তৈরি করতে পারি। দু'টোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খেলোয়াড়রা জৈব বলয়ের ঘেরাটোপে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছে। এই শব্দটাই ওরা আর শুনতে চায় না। নিজেদের পরিবার পরিজন থেকে দিনের পর দিন দূর থাকা ওদের মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত করছে। এই পদ্ধতি বজায় রেখে ভবিষৎ-এ খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।