ইংল্যান্ডের পঞ্চম টেস্ট জয় যেন সময়ের অপেক্ষা। বড় অঘটন না ঘটলে এই ম্যাচ জিততে চলেছে ইংল্যান্ডই। আর সেই জয়ের সাক্ষী থাকতে এজবাস্টনে শেষ দিনের টিকিট চোখের নিমেষে শেষ হয়ে গেল। মাত্র ৯০ মিনিটে বিক্রি হয়ে গেল শেষ দিনের সব টিকিট।
এটা জানার পর উচ্ছ্বসিত ব্রিটিশ ক্রিকেটাররা। ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘এজবাস্টন পঞ্চম দিনে ৯০ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে... এই মুহূর্তে আমরা অসাধারণ সমর্থন পাচ্ছি...’।
এজবাস্টন টেস্টে আত্মতুষ্টির মাশুল দিচ্ছে ভারত। প্রথম তিন দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার পরে চতুর্থ দিনে নিজেদের দোষেই ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়, যেখান থেকে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। শেষ দিনে জসপ্রীত বুমরাহরা অঘটন না ঘটালে এই টেস্ট জয়ের আরও কোনও সম্ভাবনা ভারতের নেই।
আরও পড়ুন: ‘আধ ঘণ্টা ধরে ওর পাগলামি চলেছে’, বুমরাহের সিদ্ধান্তে বিরক্ত পিটারসেন
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের পঞ্চম দিনের যাবতীয় লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে:
জিততে হলে পঞ্চম দিনে ইংল্যান্ডকে করতে হবে আর মাত্র ১১৯ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট। এই রান ইংল্যান্ডের নাগালের মধ্যেই রয়েছে। বরং ব্রিটিশদের ৭ উইকেট তুলে নেওয়াটাই ভারতের কাছে মারাত্মক চাপের। আর অঘটন ঘটার আশাও খুব বেশি নেই ভারতের।