ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম দু'টি টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। ১৭ জনের শক্তিশালী স্কোয়াডে কামব্যাক করলেন বিতর্কিত ওলি রবিনসন। টেস্ট স্কোয়াডে ফিরেছেন তারকা অল-রাউন্ডার বেন স্টোকসও। সুযোগ পেয়েছেন ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামা নটিংহ্যামশায়ারের ওপেনার হাসিব হামিদ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলেই রবিনসনকে শাস্তির মুখে পড়তে হয়। অতীতে সোশ্যাল মিডিয়ায় বৈষম্যমূলক পোস্ট করায় ইসিবি তাঁকে নির্বাসিত করে। রবিনসনকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়। অবশেষে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি।
বেন স্টোকস চোট সারিয়ে প্রথমে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। পরে পাকিস্তানের বিরুদ্ধে তড়িঘড়ি বেছে নেওয়া ইংল্যান্ডের দ্বিতীয় সারির ওয়ান ডে দলকে নেতৃত্ব দেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। এবার টেস্টের আঙিনায় ফিরে এলেন তারকা অল-রাউন্ডার।
চোটের জন্য প্রথম দু'টি টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি পেসার জোফ্রা আর্চার ও ক্রিস ওকসের। টেস্ট স্কোয়াডে ফিরেছেন জোস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম কারানরাও।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), জেমন অ্যান্ডরসন, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডমিনির সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।