শুক্রবার (১ জুন) থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট। সেই টেস্টে একদিকে যেমন করোনা আক্রান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তেমনই ধোঁয়াশা রয়েছে ইংল্যান্ড তারকা জেমস অ্যান্ডারসনের খেলা নিয়েও। গোড়ালির চোটের জেরে অ্যান্ডারসন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে পারেননি।
হেডিংলিতে অ্যান্ডারসনকে ছাড়াই ইংল্যান্ড সাত উইকেটে ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছে। তবে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সফলতম বোলার অ্যান্ডারসন ছাড়া যে দল বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ে, সেই নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। তবে অ্যান্ডারসন নিজের ফিটনেস নিয়ে ইংল্যান্ড সমর্থকদের সুখবরই দিলেন। AFP-র এক রিপোর্টে অ্যান্ডারসন জানান, ‘গোড়ালির ব্যথাটা এখন অনেকটাই কম এবং বেশ ভালও লাগছে। আমার হাতে অনুশীলন করার জন্য দুইদিন সময় রেয়েছে। যদি সেটা করতে পারি, আশা করি শুক্রবার মাঠে নামত পারব। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:- ENG vs IND: ভারতের বিরুদ্ধেও আমরা আগ্রাসীভাবেই খেলব, টেস্ট শুরুর আগেই হুঙ্কার বেন স্টোকসের
আরও পড়ুন:- IND vs ENG: বেন স্টোকসের ইংল্যান্ডের সামনে ফ্যাকাশে ভারত, দাবি মইনের
নতুন কোচ-অধিনায়কের দৌলতে ইংল্যান্ড দলের ভোলই বদলে গিয়েছে। গত বছরের তুলনায় ইংল্যান্ডকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। এই দলের হয়ে খেলা যে অভিজ্ঞ তারকা নিজেও উপভোগ করছেন, সেকথা সাফ জানিয়ে দেন অ্যান্ডারসন। ‘আমি ম্য়াচ মিস করা একদমই পছন্দ করি না। হেডিংলি ম্যাচের পর দলের মধ্যে পরিবেশটা এতটাই ভাল যে, এই পরিবেশে থাকতে সকলেই চাইবে। শেষ ম্যাচটা না খেলতে পারায় হতাশ। আশা করছি এই সপ্তাহের ম্য়াচটাতে খেলতে পারব।’ বলেন অ্যান্ডারসন। ইংল্যান্ড তারকা খেললে কোহলি, গিলদের বিরুদ্ধে অ্যান্ডারসনের লড়াইটা কিন্তু ম্যাচে আলাদাই মাত্রা যোগ করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।