বাংলা নিউজ > ময়দান > 'ইংল্যান্ডের ওপেনাররা কোনও কাজের নয়', বার্নস ও সিবলির কড়া সমালোচনা প্রাক্তন তারকার

'ইংল্যান্ডের ওপেনাররা কোনও কাজের নয়', বার্নস ও সিবলির কড়া সমালোচনা প্রাক্তন তারকার

ররি বার্নসকে ফিরিয়ে বুমরাহর উচ্ছ্বাস। ছবি- এএনআই (ANI)

ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটিংকে নিতান্ত সাধারণ মানের বলে উল্লেখ করেন প্রাক্তন পাক অধিনায়ক।

ইংল্যান্ডের টপঅর্ডার ব্যাটিং লাইনআপের কড়া সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা। বিশেষ করে দুই ওপেনার ররি বার্নস ও ডমিনিক সিবলি 'কোনও কাজের নয়' বলে কটাক্ষ করেন পাক তারকা।

লর্ডস টেস্টের শেষ ইনিংসে ভারতের আগুনে বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার পর রামিজ রাজা ব্রিটিশদের টপ অর্ডারকে নিতান্ত সাধারণ মানের বলে উল্লেখ করেন।

নিজের ইউটিউব চ্যানেলে পাক তারকা বলেন, ‘ইংল্যান্ডের টপ অর্ডার নিতান্ত সাদামাটা। ওদের ওপেনাররা ররি বার্নস ও ডম সিবলি, কোনও কাজের নয়। হাসিব হামিদ, যে এই ম্যাচে কামব্যাক করেছে, তাকেও নার্ভাস দেখিয়েছে। মানসিকভাবে ও টেকনিকের দিক দিয়ে দৃঢ় না হলে ভারতের শক্তিশালী বোলিংয়ের সামনে আপনি ভেঙে পড়তে বাধ্য।’

ব্রিটিশদের সমালোচনা করার পাশাপাশি লর্ডসের শেষ দিনে ভারতের পারফর্ম্যান্সের প্রশংসাও করেন রামিজ। তিনি বলেন, ‘যদি শেষ দিনে ইংল্যান্ডের ৭-৮টা উইকেট পড়ত এবং ম্যাচটা ড্র হতো, তা হলেও নৈতিকভাবে জয় হতো ভারতেরই। তবে এই হারের পর বাকি টেস্ট ম্যাচগুলিতে ইংল্যান্ডের উঠে দাঁড়ানো মুশকিল। ওদের উচিত ছিল ম্যাচটা ড্র করা। ভারত আগ্রাসন দিয়ে ওদের কোণঠাসা করেছে এবং কাজ কঠিন করে তোলে। ভারতের অতুলনীয় বোলিংয়ের জন্যই ইংল্যান্ড নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। এই ইনিংসটা সেই কথাই বলছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন