বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: নটিংহ্যামে প্রথম, লর্ডসে দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে লজ্জার নজির গড়লেন রুটরা

IND vs ENG: নটিংহ্যামে প্রথম, লর্ডসে দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে লজ্জার নজির গড়লেন রুটরা

অধিনায়ক রুটের সঙ্গে আলোচনায় ব্যস্ত ইংলিশ সতীর্থরা। ছবি- পিটিআই।

লর্ডসে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায় ইংলিশ দল।

শুভব্রত মুখার্জি

বৃষ্টি যদি বাধ না সাধত, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে চলতি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নটিংহ্যামেও যে ভারত জয়ের স্বাদ পেত, তা বলাই বাহুল্য। সেদিন বৃষ্টি ভারতের অন্তরায় হলেও লর্ডস টেস্ট বিরাটরা একেবারে অবিশ্বাস্যভাবে নিজেদের পকেটস্থ করেছেন। ফলে সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে বিরাট বাহিনী। 

যে ভারতীয় বোলিং একটা সময় বিদেশের মাটিতে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হত, সেই বোলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বলা যায়। সিরিজে এখনও পর্যন্ত যে দু'টি টেস্ট খেলা হয়েছে তাতে অবিলম্বে বলা যায় যে ভারতীয় বোলাররা ইংরেজ ব্যাটসম্যানদের উপরে আধিপত্য দেখিয়েছেন। যার ফলও ভারত হাতে নাতে পেয়েছে। চলতি সিরিজেই ভারতের বিরুদ্ধে খেলা টেস্টের ইতিহাসে প্রথম ও দ্বিতীয় ইনিংসে তাঁদের সর্বনিম্ন রান করার অত্যন্ত ন্যাক্কারজনক নজির গড়ে ফেলল রুট বাহিনী।

সিরিজের প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে মাত্র ১৮৩ রানে অলআউট হয়েছিল রুটরা। ভারত তার জবাবে প্রথম ইনিংসে করেছিল ২৭৮ রান। ভারত বনাম ইংল্যান্ড টেস্টের ইতিহাসে যে কোন টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে এটিই ছিল ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। সেই লজ্জাতে মলম লাগাতে না লাগাতেই লর্ডসের দ্বিতীয় ইনিংসে ফের লজ্জার অন্ধকারে ডুবে গেল গোটা ইংল্যান্ড দল।

লর্ডসে সোমবারের বারবেলাতে এক লজ্জাজনক হারের সম্মুখীন হলেন বাটলাররা। ৬০ ওভার ও টিকতে পারলেন না ইংরেজ ব্যাটসম্যানরা। বুমরাহ, শামি, ইশান্ত, সিরাজদের সামনে রীতিমতো অসহায় লাগল মইন আলিদের। ভারতীয় বোলারদের গোটা ম্যাচে এতটাই দাপট ছিল যে ২০টি ইংল্যান্ড উইকেটের মধ্যে ৭টি উইকেট পড়ল শূন্য রানে। ফলস্বরুপ, রুটরা লর্ডসের দ্বিতীয় ইনিংসে ১২০ রানেই গুটিয়ে যায়। যা ভারত বনাম ইংল্যান্ড টেস্টের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ইংরেজদের করা সর্বকালীন সর্বনিম্ন স্কোর।

বন্ধ করুন