বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ওভালের গ্যালারিতে সমর্থকদের আনা কেক কেটে জন্মদিন পালন শামির, দেখুন ভিডিও

IND vs ENG: ওভালের গ্যালারিতে সমর্থকদের আনা কেক কেটে জন্মদিন পালন শামির, দেখুন ভিডিও

সমর্থকের আনা কেক কটছেন শামি। ছবি- স্ক্রিনগ্র্যাব।

প্লেয়িং ইলেভেনে জায়না না হলেও টিম ইন্ডিয়ার তারকা পেসার খুশি উপহার দেন অনুরাগীদের।

ওভাল টেস্টের প্রথম একাদশে জায়গা না হলেও মহম্মদ শামি ম্যাচের দ্বিতীয় দিনে সমর্থকদের উচ্ছ্বাসের কারণ হয়ে দাঁড়ালেন। কোহলিদের মাঠের পারফর্ম্যান্সে অনুরাগীরা কতটা খুশি হয়েছেন বলা মুশকিল, তবে শামির আচরণে ভারতীয় সমর্থকরা আপ্লুত হন।

ভারতীয় দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, শামি বাউন্ডারি লাইনের বাইরে হাঁটছিলেন। হঠাৎই গ্যালারির একাংশে উদ্দীপণা তৈরি হয় শামিকে দেখা মাত্রই। শুক্রবারই ছিল টিম ইন্ডিয়ার তারকা পেসারের জন্মদিন। গ্যালারিতে শামির জন্মদিন পালনের জন্য এক ভারতীয় সমর্থক বড় একটি বার্থডে কেক এনেছিলেন সঙ্গে করে। বার্থডে বয়কে দেখেই তাই অনুরোধ উড়ে আসে তাঁদের সঙ্গে সেলিব্রেট করার।

বেশ কয়েকবার অনুরোধ করার পর শামি সাইডলাইনে অনুরাগীর আনা কেক কাটেন এবং সমর্থকদের উচ্ছ্বাসে সামিল হন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওভাল টেস্ট শুরুর দিনে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার জন্মদিন ছিল। শুক্রবার, ম্যাচের দ্বিতীয় দিনে ছিল আরেক তারকা পেসার মহম্মদ শামির জন্মদিন। কাকতলীয়ভাবে দুই পেসারকে ছাড়া ওভাল টেস্টে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারত। ইশান্ত ও শামির বদলে চতুর্থ টেস্টের দলে ঢোকেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব।

বন্ধ করুন