বাংলা নিউজ > ময়দান > ওয়ান ডে'র ইতিহাসে স্পিনারদের খরুচে বোলিংয়ের লজ্জার নজির ভারতের, সৌজন্যে কুলদীপ-ক্রুণাল জুটি

ওয়ান ডে'র ইতিহাসে স্পিনারদের খরুচে বোলিংয়ের লজ্জার নজির ভারতের, সৌজন্যে কুলদীপ-ক্রুণাল জুটি

হতাশার দিন কুলদীপদের। ছবি- বিসিসিআই।

কুলদীপ যাদব এবং ক্রুণাল পান্ডিয়া জুটি এদিন ১৬ ওভারে খরচ করেন ১৫৬ রান।

শুভব্রত মুখার্জি

একটা সময় ছিল যখন ভারতের হয়ে ২২ গজ মাতাতেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের জুটি। উইকেটের পিছনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বেঁধে একের পর এক ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করতেন সমর্থকদের প্রিয় 'কুলচা' জুটি। ধোনি অবসর নিয়েছেন। তারপর থেকেই আর ভারতীয় একদিনের দলে একসাথে খেলতে দেখা যায় না এই জুটিকে। চাহাল টি-২০ দলের নিয়মিত সদস্য এবং কুলদীপ বর্তমানে একদিনের দলের নিয়মিত সদস্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জুটি বেঁধে খেলতে দেখা যাচ্ছে কুলদীপ যাদব এবং ক্রুণাল পান্ডিয়াকে। নতুন স্পিন জুটি পুনেতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড।

এদিন পুনেতে প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে ৩৩৬ রান তুলেছিল, যা যথেষ্ট চ্যালেঞ্জিং একটি স্কোর। আশা করা হয়েছিল ম্যাচে কঠিন‌ লড়াই হবে দুদলের। তবে জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় বোলারদের একেবারে চলতি ভাষায় যাকে বলে পিটিয়ে 'ছাতু' করলেন এই দুই ইংল্যান্ডের ব্যাটসম্যান।

দুই স্পিনার কুলদীপ যাদব এবং ক্রুণাল পান্ডিয়াকে তাদের বিরুদ্ধে দিশাহীন মনে হচ্ছিল। কোথায় বল করবেন বা কোন লেনথে বলটা ফেললে বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা যেতে পারে তা চিন্তা করার অবসরটুকু পাননি এই দুই বোলার। ফলস্বরূপ এই দুই ভারতীয় স্পিনার জুটি বেঁধে গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে জুটিতে অন্তত ১৫ ওভার বল করে দ্বিতীয় সর্বোচ্চ ইকনমি রেটে বিপক্ষকে রান উপহার দিলেন এই জুটি।

একনজরে দেখে নেওয়া যাক সেই লজ্জার পরিসংখ্যান:-

∆ ২০১৫, ওভালে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে স্পিনাররা ওভার প্রতি ১০.০৫ রান খরচ করেন।

∆ ২০২১, পুনেতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে স্পিনারদের ইকনমি ছিল ৯.৭৫ রান প্রতি ওভার। (কুলদীপ যাদব এবং ক্রুণাল পান্ডিয়া জুটি এদিন ১৬ ওভারে দিলেন ১৫৬ রান)

∆ ২০১২, এমসিজিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে স্পিনাররা দিয়েছিলেন ওভার পিছু ৯.০৫ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.