ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টেের প্রথম ইনিংসে ৪১৬ রানের শক্তিশালী স্কোর করে ভারত। একটা সময়ে ভারতের ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। তবে ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির হাত ধরে প্রথম ইনিংসে ভারত শক্তিশালী জায়গায় পৌঁছে যায়।
জাদেজা প্রথম বার বিদেশের মাটিতে সেঞ্চুরি হাঁকান। তিনি শেষ পর্যন্ত ১০৪ করে আউট হন। আর ঋষভ পন্ত আগেই ১৪৬ রানের (১১১ বলে) দুরন্ত ইনিংস খেলেন। এবং পন্ত-জাদেজা জুটি ২২২ রানের পার্টনারশিপ করে নজিরও গড়েন।
আরও পড়ুন: বিরাটের সঙ্গে ঝামেলা নেই, মাঠের লড়াই আমাদের সেরাটা বার করে আনে- বেয়ারস্টো
জাদেজাকে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে, তিনি কী ভাবে ক্রিজে থাকার সময় পন্তকে সামলে রেখেছিলেন।
শাস্ত্রীর প্রশ্ন ছিল, ‘পুরো বিশ্ব জানতে চায়, আপনি ঋষভ পন্তকে কী বিশেষ ভাষায় বুঝিয়েছিলেন? ঋষভকে 'ঠান্ডা' বা সংগঠিত রাখতে আপনাকে বিশেষ কিছু বলতে হবেই!’
আরও পড়ুন: সিরাজের বোলিং, পূজারার অর্ধশতরানে চালকের আসনে ভারত, দেখুন তৃতীয় দিনের হাইলাইটস
প্রশ্ন শুনেই জাদেজা হেসে ফেলেন। এবং দাবি করেন, তিনি শুধু পন্তকে বলেছিলেন যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার জন্য।
জাড্ডুর বলেন, ‘আমরা সবাই জানি, ও কতটা আক্রমণাত্মক। আমরা এটাও জানি, ও বোলারদের মোকাবিলা করতে ভালোবাসে। আমি শুধু ওকে বলেছিলাম, সঠিক শট নির্বাচন করতে। এবং মাঝে মাঝে বুদ্ধিমানের মতো শট খেলতে। কারণ কখনও কখনও, টানা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আমি শুধু ওকে শান্ত করার চেষ্টা করছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।