ব্যাটে বড় রানের হদিশ না মেলায় বেশ কিছুদিন ধরে বিস্তর সমালোচনা হয়েছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের। শেষমেশ লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন পূজারা-রাহানে জুটি। অজিঙ্কা ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেও অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় পূজারার।
লর্ডসে দুই সিনিয়র ব্যাটসম্যানের খেলা প্রশংসা কুড়োলেও লিডসের তৃতীয় টেস্টে রাহানে অথবা পূজারার মধ্য থেকে কাউকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া উচিত বলে মন্তব্য করলেন ফারুখ ইঞ্জিনিয়ার। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার দাবি, সূর্যকুমার হেডিংলে টেস্টে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন।
Sports Tak-এর সাক্ষাত্কারে ইঞ্জিনিয়ার বলেন, ‘প্রথমত, আমি সূর্যকুমার যাদবের বড় অনুরাগী। আমি মনে করে যে, ও একজন ক্লাস প্লেয়ার। আমি পূজারা বা রাহানের বদলে ওকে অগ্রাধিকার দেব। ওরাও খুব ভালো ক্রিকেটার, তবে সূর্যকুমার ম্যাচ উইনার। ও আপনাকে দ্রুত সেঞ্চুরি অথবা দ্রুত গতিতে ৭০-৮০ রান এনে দিতে পারে। সূর্যকুমার অসাধারণ ব্যাটসম্যান, দুরন্ত ফিল্ডার এবং মানুষ হিসেবেও দারুণ।’
পরক্ষণে ইঞ্জিনিয়ার বলেন, ‘লোকে সচরাচর উইনিং কম্বিনেশন বদলাতে চায় না। তবে কথায় আছে, যেমন কোর্স, তেমন ঘোড়া। সবটা নির্ভর করছে হেডিংলের পিচ কেমন হবে তার উপর। আমার মনে হয় না খুব বেশি পার্থক্য হবে বলে। হেডিংলেতেও ভালো টেস্ট পিচ পাওয়া যাবে। ব্যাটিংয়ের জন্য অন্যতম সেরা পিচ হতে পারে। সুতরাং, আমি সূর্যকুমার যাদবকে দলে দেখতে চাইব। ও ভারতীয় দলের ট্রাম্প কার্ড হয়ে দেখা দিতে পারে।’