বাংলা নিউজ > ময়দান > Women's U19 WC Final: বিশ্বকাপের ফাইনালে শরীর ছুঁড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ অর্চনার- ভিডিয়ো

Women's U19 WC Final: বিশ্বকাপের ফাইনালে শরীর ছুঁড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ অর্চনার- ভিডিয়ো

দুর্দান্ত ক্যাচ অর্চনার। ছবি- বিসিসিআই টুইটার।

India vs England ICC U19 T20 World Cup Final: ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ বলও করেন অর্চনা দেবী।

উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত শুধু ব্যাটে-বলেই দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেয় এমনটা নয়। বরং দুরন্ত ফিল্ডিংয়েরও নমুনা পেশ করে। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে রিয়ানা ম্য়াকডোনাল্ড গে-র যে ক্যাচটি ধরেন অর্চনা দেবী, তাকে অসাধারণ বলতেই হয়।

বিশ্বকাপের ফাইনালে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ইনিংসের ১১.১ ওভারে পার্শবী চোপড়ার বলে ইনসাইড-আউট শট খেলার চেষ্টা করেন ম্য়াকডোনাল্ড। তবে শটে জোর ছিল না। বল কভার অঞ্চলে হাওয়ায় ভেসে গেলে নিজের ডানদিকে শরীর ছুঁড়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন অর্চনা।

ম্য়াকডোনাল্ডকে ব্যক্তিগত ১৯ রানের মাথায় সাজঘরে ফিরতে হয়। ২৪ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ইংল্যান্ড সেই সময় দলগত ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে।

আরও পড়ুন:- U19 Women's WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিতালি-ঝুলনদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা, ভবিষ্যতের তারাদের হদিশ পেল ভারত

ম্যাচে অসাধারণ বলও করেন অর্চনা দেবী। পাওয়ার প্লের মধ্যে ৩ ওভার বল করেন তিনি। মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। তিনি একই ওভারে ফেরত পাঠান নিয়াম হল্যান্ড ও ইংল্য়ান্ডের ক্যাপ্টেন তথা সেরা ব্যাটার গ্রেস স্ক্রিভেন্সকে।

ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ১৯ রান করেন ম্যাকডোনাল্ড। এছাড়া নিয়াম হল্যান্ড ১০, অ্যালেক্সা স্টোনহাউস ১১ ও সোফিয়া স্মেল ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন:- INDw vs ENGw U19 WC Final: ইতিহাস গড়লেন শেফালিরা, ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

ভারতের হয়ে ২টি করে উইকেট দখল করেন তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শবী চোপড়া। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি বর্মা ও সোনম যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান সংগ্রহ করে নেয়। ৬ ওভার বাকি থাকতেই ম্যাচ জেতেন শেফালিরা। ভারতের হয়ে সৌমিয়া তিওয়ারি ২৪, গঙ্গাদি তৃষা ২৪, শেফালি বর্মা ১৫ ও শ্বেতা শেরাওয়াত ৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন হ্যানা বেকার, গ্রেস স্ক্রিভেন্স ও অ্যালেক্সা স্টোনহাউস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিতাস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন