ঋষভ পন্তের দুরন্ত সেঞ্চুরি, হার্দিক পাণ্ডিয়ার বিধ্বংসী মেজাজের কাছে হার মানল ইংল্যান্ড। যার জেরে রবিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই জিতল ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি রোহিত শর্মার টিম ইন্ডিয়া পকেটে পুড়ে ফেলল ওয়ানডে সিরিজও।
গত ৭ বছরে ইংল্যান্ডে গিয়ে কোনও দল ব্রিটিশদের ওডিআই সিরিজে হারাতে পারেনি। একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া। অজিদের পর ভারতই একমাত্র দল, যারা গত সাত বছরের মধ্যে ইংল্যান্ডে গিয়ে দাপটের সঙ্গে ব্রিটিশদের ওডিআই সিরিজে হারাল। নিঃসন্দেহে রোহিত শর্মার টিমের কাছে এই জয় বড় প্রাপ্তি।
আরও পড়ুন: 'ছয় বলে ছ'টা ছক্কা খেলেও পরোয়া নেই যদি উইকেট আসে', স্পষ্টবাক সিরিজ সেরা হার্দিক
এ দিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। তবে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি জোস বাটলারের দল। ৪৫.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জোস বাটলার সর্বাধিক ৬০ রান করেন। জেসন রয় করেছেন ৪১। মইন আলির সংগ্রহ ৩৪ এবং ৩২ রান করেছেন ক্রেগ ওভারটন। বাকিরা ৩০ রানের গণ্ডি টপকাননি।
জেসন রয়, বেন স্টোকস, জোস বাটলার, লিয়াম লিভিংস্টোনের মতো গুরুত্বপূর্ণ চার উইকেট তুলে নিয়ে হার্দিক প্রথমেই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা দিয়েছিলেন। মহম্মদ সিরাজও শুরুতে ২ উইকেট তুলে নিয়ে বিপাকে ফেলেন ব্রিটিশদের। আর শেষ পাতে মিষ্টি মুখের মতো যুজবেন্দ্র চাহালের ৩ উইকেট।
আরও পড়ুন: সেঞ্চুরি করে এশিয়ার প্রথম কিপার হিসেবে ইংল্যান্ডে দুরন্ত নজির পন্তের
জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই আউট হন ওপেনার শিখর ধাওয়ান (১)। এর পর রোহিত শর্মার সঙ্গে যোগ দেন কোহলি। সেই জুটিও দীর্ঘস্থায়ী হয়নি। রিস টপলি ধাক্কা দেন ভারতের ইনিংসে। ধাওয়ান, রোহিত (১৭), কোহলিকে (১৭) ফেরান টপলি। দলের মাত্র ৩৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময়ে দলের হাল ধরে ঋষভ পন্ত। সূর্যকুমার যাদবও ১৬ করে আউট হলে, ক্রিজে আসেন হার্দিক পাণ্ডিয়া। পন্ত-হার্দিক জুটি পঞ্চম উইকেটে ১৩৩ রান যোগ করে। পন্ত আর হার্দিকই ভারতের জয়ের ভিত মজবুত করে দেন।
৫৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে হার্দিক আউট হলে, পন্ত ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে, তবে মাঠ ছাড়েন। ৪২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান করে ভারত। ৪৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় মেন ইন ব্লু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।