ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরও ভারতের উপর নেমে গেল শাস্তির খাঁড়া। পঞ্চম তথা সিরিজের নির্ণায়ক ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতের ম্যাচ ফি'র ৪০ শতাংশ কাটা গেল।
শনিবার আমদাবাদে নির্ধারিত সময়ের মধ্যে দু'ওভার কম করেছিল টিম ইন্ডিয়া। তা নিয়ে রিপোর্ট দায়ের করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও নীতিন মেনন এবং তৃতীয় আম্পায়ার কেএন অনন্তপদ্মানাভন। তার ভিত্তিতে বিরাট কোহলিদের উপর শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। যিনি আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি।
আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে খেলার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ কাটা যায়। সেই ভিত্তিতে দু'ওভারের জন্য ম্যাচ ফি'র ৪০ শতাংশ কাটা হয়েছে। নিজেদের দোষ কবুল করেছেন বিরাট।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ফয়সলকারী ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট। কে এল রাহুলের পরিবর্তে বাড়তি বোলার খেলিয়ে নিজেকে ওপেনিংয়ে তুলে এনেছিলেন। সেই কৌশল পুরোপুরি কাজে লেগে যায়। চার ভারতীয় খেলোয়াড়ের মারকাটারি ব্যাটিংয়ের সৌজন্য নির্ধারিত ২০ ওভারে ২২৪ রান তুলেছিল ভারত। জবাবে একটা সময় রীতিমতো ব্যাকফুটে পড়ে গিয়েছিলেন বিরাটরা। ইংল্যান্ডকে টানছিলেন বাটলার এবং ডেভিড মালান। ১২.৪ ওভারেই ১৩০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল, সিরিজ ফয়সলাকারী ম্যাচে ইংরেজদের জয় হবে। কিন্তু পরের বলেই বাটলারকে আউট করে দেন ভুবনেশ্বর কুমার। তারপরই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষপর্যন্ত ৩৬ রানে পঞ্চম ম্যাচ জিতে টি-টোয়েন্টি ট্রফি নিজেদের পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। সেইসঙ্গে সিরিজের সেরা নির্বাচিত হন বিরাট। অন্যদিকে, জয় দিয়ে সিরিজ শুরু করে এবং সিরিজে দু'বার এগিয়ে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হার স্বীকার করতে হয় ইংল্যান্ডকে।