বর্তমানে বিশ্বব্যাপী করোনার প্রকোপ আগের মতো নেই। তাই বিধিনিষেধও কমেছে। তবে কমলেও, করোনা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার প্রমাণ হাতেনাতে পেয়েছ ভারতীয় দল। লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের মাঝেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসে।
ইংল্যান্ডে আবারও একটু একটু করে বাড়ছে করোনার প্রকোপ। তাই এর আগেও রোহিত, বিরাট কোহলিদের সাবধানে থাকতে বলা হয়েছিল। তাতে তেমন কেউ কর্ণপাত করেনি। অনেকেই ইংল্যান্ডের রাস্তায় জৈব বলয়ের অনুপস্থিতিতে রাস্তায় ঘোরাফেরা করার পাশাপাশি সমর্থকদের সঙ্গে ছবিও তুলেছেন। পরিণামে ১ জুলাই থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে গত বছরের টেস্ট সিরিজের অন্তিম টেস্টে রোহিতের খেলার সম্ভাবনাই প্রায় নেই।
ভারতীয় দলকে সতর্ক করা সত্ত্বেও তাদের অবহেলায় বিরক্ত বিসিসিআই। তাই ফের একবার তারকাদের নাকি জোর ধমক দেওয়া হয়েছে। বলা হয়েছে অপ্রয়োজনে বাইরে অবাধভাবে যেন তারা ঘুরে না বেড়ান। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিসিসিআই সূত্র জানান, ‘বোর্ডের তরফে কয়েকজন খেলোয়াড়কে অহেতুক বাইরে ঘোরাফেরা করার জন্য ধমক দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে কয়েকজন তো গিয়ে একেবারে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন যা ভয়ঙ্কর হতে পারে। আবার নিষেধ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। সুতরাং, এবার আরও কড়াভাবে ওদের সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।