বেন স্টোকসদের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্ট জিতে ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। শুধু তাই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতেও এই ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
জিতলে সব দিক থেকে সুবিধা ভারতের। তবে এজবাস্টনে হেরে বসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে জোর ধাক্কা খাবে ভারত। কেননা, লিগ টেবিলে তখন টিম ইন্ডিয়াকে পিছিয়ে যেতে হবে চার নম্বরে।
এই মুহূর্তে ভারত ১১ টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৭৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। টিম ইন্ডিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। ৬ টেস্টে দ্বীপরাষ্ট্রে সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ হারে ৪০ পয়েন্ট। তারা রয়েছে চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে। ভারত বার্মিংহ্যাম টেস্টে হেরে বসলে শ্রীলঙ্কা তিন নম্বরে উঠে আসবে।
অবশ্য ঠিক তার পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। জায়গা ধরে রাখতে সেই সিরিজে অগ্নিপরীক্ষা দিতে হবে সিংহলিদের। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ টেস্টে তাদের সংগ্রহে রয়েছে ৭৫.০০ শতাংশ হারে ৭২ পয়েন্ট। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলে অজিদেরও শীর্ষস্থান খোয়ানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:- IND vs ENG: এমন ভুল আর নয়, রোহিত-কোহলিদের কড়া হুঁশিয়ারি দিতে চলেছে BCCI
দক্ষিণ আফ্রিকা ৭ টেস্টে ৭১.৪৩ শতাংশ হারে ৬০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তানও। বাবর আজমরা ৭টি টেস্টে ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।