বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: পাঁচ দশক পরে ম্যাঞ্চেস্টারে অনন্য নজির গড়ার হাতছানি ভারতীয় দলের সামনে

IND vs ENG: পাঁচ দশক পরে ম্যাঞ্চেস্টারে অনন্য নজির গড়ার হাতছানি ভারতীয় দলের সামনে

ভারতীয় ক্রিকেট দল। ছবি- এএনআই। (ANI)

পঞ্চম টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের নামে করবে ভারত।

করোনা আশঙ্কায় একসময় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও ম্যাচ হচ্ছেই। ওভালে ঐতিহাসিক জয়ের পর সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টার টেস্টে বিরাট কোহলিদের সামনে সিরিজ জয়ের হাতছানির পাশপাশি রয়েছে এক অনন্য় নজির গড়ার হাতছানিও।

সচরাচর খুব বেশি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমান সময়ে দেখা যায় না। ভারতীয় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণত চার ম্যাচের সিরিজই খেলে থাকে। তবে এবার জো রুটদের বিরুদ্ধে অ্যাসেজের মতোই পাঁচ টেস্ট খেলছেন কোহলিরা। শেষ কয়েকবার বিলেত সফরে পর্যদুস্ত হলেও সিরিজের পঞ্চম টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের নামে করবে ভারত।

পাশপাশি, ম্যাঞ্চেস্টারে যদি জিততে পারে ভারতীয় দল, তবে এটিই হবে বিদেশের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ব্যবধানে টিম ইন্ডিয়ার জয়। আজ অব্ধি মাত্র একবারই ভারত বিদেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ জিতেছে। সেই জয়ও এসেছিল ৫০ বছরেরও অধিক সময় আগে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেবার ভারত ১-০ ব্যবধানে জিতেছিল। 

ম্যাঞ্চেস্টারে জিতলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে ভারত। যা বিদেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ভারতের সর্বাধিক ব্যবধানে জয় হবে। সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে না গেলেও এই কৃতিত্ব ওভাল জয়ের সঙ্গে সঙ্গেই পূর্ণ হয়ে যেত। তবে সেই কথা ভুলে, ম্যাঞ্চেস্টারে জিতে নিশ্চয়ই নিজের ঝুলিতে আরেকটি নজির ভরতে আগ্রহী হবেন ক্যাপ্টেন কোহলি।

বন্ধ করুন