ক্রমশ হাতছাড়া হচ্ছে ম্যাচ। অথচ চূড়ান্ত ফিল্ডিং সাজিয়ে রেখেছে ভারত। তার ফলে তথাকথিত ‘ব্যাজবল’-র কোনও প্রয়োজনই হচ্ছে না, অনায়াসে স্ট্রাইক রোটেট করে ঐতিহাসিক জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
সোমবার চতুর্থ ইনিংসের শুরুটা একেবারে খারাপ করলেও চা-বিরতির আগে এবং পরের কয়েকটি ওভারে তিন উইকেট তুলে নিয়ে এজবাস্টন টেস্টে প্রবলভাবে ফিরে আসে ভারত। সেখান থেকে ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং জো রুট।
প্রাথমিকভাবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছিলেন ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু রুটরা ক্রমশ নিজেদের হাতে ম্যাচের রাশ নিতে থাকার পর থেকেই রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে দেন। রুট এবং বেয়ারস্টোর ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছিলেন না। বরং প্রায় সবাই ৩০ গজের বৃত্তের কাছে বা বাউন্ডারি লাইনের কাছে ছিলেন। ফলে অনায়াসেই বল ঠেলে এক রান করে নিতে থাকেন রুটরা। ধারাভাষ্যকাররাও প্রশ্ন তোলেন, কেন এত রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়েছে ভারত? বিশেষত যেখানে ভারতকে ‘অ্যাটাক’ করতে হবে।
আরও পড়ুন: IND vs ENG: 'টেস্টের এনার্জি কোহলি', উইকেট পড়তেই বিরাটের আগ্রাসনে মুগ্ধ নেটপাড়া: ভিডিয়ো
ভারত বনাম ইংল্যান্ড
সোমবার এজবাস্টনে ইংল্যান্ডের ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন ইংল্যান্ডের ওপেনাররা। রীতিমতো একদিনের ম্যাচের মতো খেলতে থাকেন। ওভারপিছু পাঁচ রান করে তুলতে থাকেন ইংরেজ ওপেনাররা। বিনা উইকেটে ১০৭ রান উঠে যায়। তারপর জসপ্রীত বুমরাহের ম্যাজিকে জ্যাক ক্রলি আউট হওয়ার পর খেলায় ফেরে ভারত। বিনা উইকেটে ১০৭ রান থেকে ১০৯ রানে তিন উইকেট পড়ে যায় ইংল্যান্ডের।