বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ব্যাটের পর বল হাতে জ্বলে উঠলেন শামি-বুমরাহ, প্রথমবার ইংলিশ ওপেনারদের ফেরালেন শূন্য রানে

IND vs ENG: ব্যাটের পর বল হাতে জ্বলে উঠলেন শামি-বুমরাহ, প্রথমবার ইংলিশ ওপেনারদের ফেরালেন শূন্য রানে

ডব সিবলিকে আউট করে শামির উচ্ছ্বাস। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

চতুর্থ ইনিংসে ম্যাচ জিততে দুই সেশনের কিছু কম সময়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ২৭২ রানের।

প্রথমে ব্যাট হাতে দুরন্ত পার্টনারশিপ, তারপরে বলে নেমেই প্রথম দু'ওভারে দুই উইকেট। মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহের আগুনে পারফরম্যান্স যেন ভারতকে ফের একবার ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছে লর্ডসের ময়দানে।

২৯৮ রানে ভারতীয় ইনিংস ডিক্লেয়ার করার পর, ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৭২ রানে। দুই সেশনের কিছু কম সময়ে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে ধরে নিয়েছিলেন সমর্থক থেকে বিশেষজ্ঞ প্রায় সকলেই। ঠিক তখনই ফের শামি-বুমরাহ ম্যাজিক। চতুর্থ ইনিংসে শুরুতেই ইংল্যান্ড ব্যাটিং লাইন আপকে বড় রকমের ধাক্কা দিতে সক্ষম হলেন ভারতীয় ওপেনিং বোলিং জুট

চতুর্থ ইনিংসের তৃতীয় বলেই ররি বার্নসকে সাজঘরে ফেরান বুমরাহ। তার পরের ওভারেই আরেক ওপেনার ডব সিবলিরও উইকেট তুলে নেন শামি। দুই ওপেনারেই শূন্য রানে সাজঘরে ফেরেন। প্রসঙ্গত, এই প্রথম ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের দুই ওপেনারই খাতা খুলতে ব্যর্থ হন।

শামি-বুমরাহর সুবাদেই ক্ষীণ হলেও পুনরায় জয়ের আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় মিডল অর্ডার গোটা সিরিজ জুড়েই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে ইংল্যান্ডের টপ অর্ডার, বিশেষত দুই ওপেনারের দলে জায়গা নিয়েও প্রচুর প্রশ্ন উঠে। এই টেস্টের পর তা আরও জোরালো হওয়ারই সম্ভাবনা।

বন্ধ করুন