বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: T20-তে একের পর এক মেডেন করে বড় রেকর্ড বুমরাহের

IND vs ENG: T20-তে একের পর এক মেডেন করে বড় রেকর্ড বুমরাহের

জসপ্রীত বুমরাহ।

শনিবার ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নন ভারতের তারকা বোলার। বুমরাহ একটি মেডেন ওভারও করেছিলেন। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বুমরাহের মেডেন ওভারের সংখ্যা দাঁড়াল ৯।

শনিবার ভারতীয় বোলারদের দাপটে একেবারে খড়কুটোর মতোই উড়ে গিয়েছে ইংল্যান্ড। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে ভারত। আর ভারতের এমন দুরন্ত জয়ের দিনে নয়া নজির গড়ে ফেলেছেন জসপ্রীত বুমরাহ।

শনিবার ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নন ভারতের তারকা বোলার। বুমরাহ একটি মেডেন ওভারও করেছিলেন। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বুমরাহের মেডেন ওভারের সংখ্যা দাঁড়াল ৯। এটি টি-টোয়েন্টির ইতিহাসে কোনও প্লেয়ারের করা সবচেয়ে বেশি মেডেন ওভার। বুমরাহ ছাড়া বিশ্বের আর কোনও দলের বোলার টি-টোয়েন্টিতে এতগুলো মেডেন ওভার করতে পারেননি। স্বাভাবিক ভাবেই শনিবার এজবাস্টনে নয়া নজির গড়ে ফেললেন বুমরাহ।

আরও পড়ুন: গত ৫ বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি বার T20 সিরিজ জিতে রেকর্ড ভারতের

শনিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারত। রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪৬ ছাড়া রোহিত শর্মার ৩১ এবং ঋষভ পন্ত ২৬ রান করেন। বাকিরা কেউ অবশ্য ২০-র গণ্ডি টপকাতে পারেননি। ইংল্যান্ডের ক্রিস জর্ডন ৪ উইকেট এবং রিচার্ড গ্লেসন ৩ উইকেট নেন।

আরও পড়ুন: ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় সর্বাধিক রানে হেরে লজ্জার নজির ইংল্যান্ডের

জবাবে ব্যাট করতে নামলে ৩ ওভার বাকি থাকতে ১২১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। মইন আলির ৩৫ এবং ডেভিড উইলির অপরাজিত ৩৩ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। মালানের ১৯ এবং লিয়াম লিভিংস্টোনের ১৫ ছাড়া বাকিরা তো দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যার নিট ফল, ৪৯ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে।

ভারতের ভুবনেশ্বর কুমার ৩টি এবং জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন হার্ষাল প্যাটেল এবং হার্দিক পাণ্ডিয়া।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে জয় তুলে নিয়েছিল ভারত। এ বার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানে হারান রোহিত শর্মারা।সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজ পকেটে পুড়ে ফেলল ভারত। যে এজবাস্টনে হেরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছিল ভারত, এ বার সেই এজবাস্টনেই সুদে আসলে বদলা নিলেন রোহিত শর্মারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.