এজবাস্টনে টস করতে নেমেই কপিল দেবকে স্পর্শ করেছিলেন। এবার মাঠেও কপিল দেবের ট্রেডমার্ক 'নটরাজ' শট মারলেন জসপ্রীত বুমরাহ। যে শটে থাকল ক্যারিবিয়ান ছোঁয়াও।
শনিবার এজবাস্টনে ৮৪ তম ওভারে ৩৫ রান দেন স্টুয়ার্ড ব্রড। ২৯ রান আসে বুমরাহের ব্যাট থেকে। তারইমধ্যে ওই ওভারের পঞ্চম বলটা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। শর্ট বলে বুমরাহকে বিব্রত করতে চাইলেও এক পা শূন্যে তুলে কিছুটা বেঁকে ছক্কা মেরে দেন ভারতীয় অধিনায়ক। যে শট দেখে ক্রিকেট ভক্তদের অনেকেরই ‘নটরাজ’ শট মনে পড়ে গিয়েছে।
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
‘বুম-বুম’ বুমরাহ
ভারতের ইনিংসের ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরাহকে শর্ট বল করেন। ব্যাটের কাণায় বল লেগে চার হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, জেমস অ্যান্ডারসনকে শর্ট বল করার জন্য বুমরাহের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। সেটা করতে গিয়ে আরও প্যাঁচে পড়েন ব্রড। দ্বিতীয় বলটা শর্ট করেন। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়।
আরও পড়ুন: IND vs ENG: ওভারে সবচেয়ে বেশি রান খাওয়ার তালিকায় শীর্ষে স্টোকসের দলের তিন সদস্য
পরের বলটিও বুমরাহের ব্যাটের কাণায় লাগে। এবার তো ছক্কা পেয়ে যান বুমরাহ। গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের দিয়ে সপাটে চার মারেন বুমরাহ। পরের বল আবার ব্যাটের কাণায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরাহ। পড়েও যান ভারতের অধিনায়ক। পঞ্চম বলে একেবার ক্যারিবিয়ান স্টাইলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরাহ। তার ফলে সবমিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।