জয়ের লক্ষ্যটা মোটেও সহজ নয়। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামলে সব দলেরই চাপে কুঁকড়ে থাকা স্বাভাবিক। তবে এজবাস্টন টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার যেভাবে শুরু করেন, তাতে চাপের লেশমাত্র চোখে পড়ছিল না তাঁদের ব্যাটিংয়ে।
মাত্র ২০ ওভারেই দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। রীতিমতো টি-২০ গতিতে রান তুলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেক্স লিস। দাপুটে ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে যান জ্যাক ক্রাউলি।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ইংল্যান্ড যখন শেষ ইনিংসে জাঁকিয়ে বসছে বলে মনে হতে শুরু করেছিল, ঠিক তখনই ব্রিটিশ শিবিরে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ। চতুর্থ দিনের চায়ের বিরতির ঠিক আগে অবিশ্বাস্য ডেলিভারিতে তিনি বোল্ড করেন ক্রাউলিকে।
২১.৪ ওভারে ক্রাউলিকে করা জসপ্রীতের ডেলিভারিটিকে পেসারদের জন্য স্বপ্নের ডেলিভারি বলাই উচিত। অফ-স্টাম্পের মাথায় বল লাগানোর যে চেষ্টা বরাবর করতে দেখা যায় পেসারদের, বল গিয়ে লাগে ঠিক সেখানেই।
উল্লেখযোগ্য বিষয় হল, অফ-স্টাম্পের বাইরে থেকে বল এতটা বাঁক নিয়ে ভিতরে ঢুকে আসবে, সেটা ভাবতে পারেননি ব্যাটসম্যান ক্রাউলি। সেকারণেই তিনি ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দেন। তবে বেল ছিটকে যাওয়ার পরে ক্রাউলি বুঝতে পারেন, ভুল হয়ে গিয়েছে। জ্যাক ৪৬ রানে সাজঘরে ফেরেন। ১০৭ রানের ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের।