
IND vs ENG: ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামবেন বুমরাহ
১ মিনিটে পড়ুন . Updated: 05 Feb 2021, 12:06 AM IST- এখনও পর্যন্ত কেরিয়ারে ১৭টি টেস্টে মাঠে নেমেছেন জসপ্রীত।
শুভব্রত মুখার্জি
দেশের মাটিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় জসপ্রীত বুমরাহ। চিপকেই ঘরের মাঠে প্রথমবার টেস্ট খেলার স্বাদ পেতে চলেছেন ভারতীয় পেসার।
২০১৮ সালের ৫ জানুয়ারি টেস্ট অভিষেক হয় বুমরাহর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে দীর্ঘতম ফর্ম্যাটে প্রথমবার মাঠে নামেন জসপ্রীত। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৭টা টেস্ট খেলেছেন এই ডানহাতি ভারতীয় পেসার। তিন বছরে লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত ৭৯টা উইকেটও নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ভারতের মাটিতে তার একটিও টেস্ট খেলা হয়নি।
ফলে ৫ ফেব্রুয়ারি চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে চলেছে ভারতের মাটিতে তাঁর জীবনের প্রথম হোম টেস্ট ম্যাচ।
চিপকে ভারতের তিন স্পিনারে খেলার সম্ভাবনা সবথেকে বেশি। রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মধ্য থেকে তিন জনকে খেলানো হতে পারে। তিন স্পিনার থাকলেও ইংল্যান্ড দলের বিরুদ্ধে বুমরাহর খেলা একপ্রকার নিশ্চিত।