কেন উইলিয়ামসনকে আগেই পিছনে ফেলেছিলেন। এবার একই সঙ্গে স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে টপকে গেলেন জো রুট। বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্ট সেঞ্চুরির শিখরে পৌঁছে গেলেন ব্রিটিশ তারকা।
এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে জো রুট ১৪২ রান করে অপরাজিত থাকেন। এটি রুটের টেস্ট কেরিয়ারের ২৮ নম্বর শতরান। এই নিরিখে তিনি টপকে গেলেন বিরাট ও স্মিথকে। স্মিথ ও কোহলি উভয়েই ২৭টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাটের সামনেই তাঁকে পিছনে ফেললেন রুট। সুতরাং, ফ্যাব ফোরে সব থেকে বেশি টেস্ট শতরান এখনও রুটের দখলে। উল্লেখ্য, কেন উইলিয়ামসনের ঝুলিতে রয়েছে ২৪টি টেস্ট সেঞ্চুরি।
সার্বিকভাবে টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় রুট উঠে আসেন ১৭ নম্বরে। একাধিক ক্রিকেটারের সমসংখ্যাক টেস্ট সেঞ্চুরির বিষয়টি মাথায় রাখলে রুট এই তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে রয়েছেন বলা যায়।
আরও পড়ুন:- IND vs ENG Day 5: অসাধ্য সাধন রুট-বেয়ারস্টোর, রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
আরও উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক এখন জো রুটই। রুটের থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটাররা সবাই অবসর নিয়েছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট রানও এখন রুটের ঝুলিতেই রয়েছে।
কোহলি ও স্মিথ ছাড়া টেস্ট সেঞ্চুরির নিরিখে রুট টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। উভয়েই টেস্ট কেরিয়ারে ২৭টি করে সেঞ্চুরি করেছেন। জো রুট ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। দুই প্রাক্তন তারকাও রুটের মতো ২৮টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। আর একটি টেস্ট সেঞ্চুরি করলেই ব্রিটিশ তারকা ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে (২৯)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।