বর্তমান সময়ে ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরের সারিতে যে কয়েকজনের নাম থাকে তাঁর মধ্যে জো রুট অন্যতম। ভারত-ইংল্যান্ড সিরিজে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন রুট। লর্ডসে শতরান করে রুট আবারও প্রমাণ করলেন কেন তাঁকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে গণ্য করা হয়।
মুশকিল পরিস্থিতি খেকে দলকে উদ্ধার করে রুটের শতরানে ভর করেই ভারতের করা ৩৬৪ রানের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচেই ইংল্যান্ডের অধিনায়ক লাল বলের ক্রিকেটে নয় হাজার রানের গন্ডি টপকে গেলেন। শুধু টপকালেন বলা ভুল ইতিহাসের নিজের নাম লেখালেন ডান হাতি ব্যাটসম্যান।
রুট এই মাইলফলক ছুঁলেন ৩০ বছর ২২৭ দিনে। খুদে বয়সে সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলা শুরু করার পর তাঁর এই গন্ডি পার করতে সময় লেগেছিল ৩০ বছর ২৫৩ দিন। বয়সের বিচারের ‘ক্রিকেটের ঈশ্বর’কেও পিছনে ফেলে দিলেন রুট।
তাঁর সামনে শুধু আরেক প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুক। কুক নয় হাজার রান করেছিলেন ৩০ বছর ১৫৯ দিনে। এই অনবদ্য নজির গড়ার পর সবচেয়ে প্রশ্ন রুট কি সচিনের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারবেন? এখনও অবধি যা আভাস মিলেছে তাতে ইংল্যান্ড অধিনায়ক সেই কৃতিত্বও নিজের ঝুলিতে ভরলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।