বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: টেস্ট দল থেকে বাদ পড়ে যাওয়ার ক্ষতটা এখনও কেন দগদগে রাহুলের মনে?

IND vs ENG: টেস্ট দল থেকে বাদ পড়ে যাওয়ার ক্ষতটা এখনও কেন দগদগে রাহুলের মনে?

শতরানকারী লোকেশ রাহুল। ছবি- পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে শতরান হাতছাড়া করলেও লর্ডসে দ্বিতীয় টেস্টে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলেন লোকেশ রাহুল।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের ওপেনিং পজিশনের আশেপাশেও ছিলেন না লোকেশ রাহুল। তবে নিয়মিত ওপেনারদের চোটের কারণে হঠাৎই সুযোগ আসে ওপেন করার। ট্রেন্ট ব্রিজে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও লর্ডসে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলার পর রাহুল যে সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন, তা বলাই বাহুল্য।

দুই বছর ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট না খেলা সত্ত্বেও কর্ণাটকের ব্যাটসম্যানের এই সাফল্য নজর কেড়েছে সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেরই। কী ভাবে এতদিন পর সুযোগ পেয়েই সাফল্য লাভে সক্ষম হলেন ভারতীয় তারকা? টেস্ট দল থেকে দুই বছর বাইরের থাকার হতাশাকে কাজে লাগিয়েই নিজেকে উদ্বুদ্ধ করেছেন বলে জানান রাহুল।

বিসিসিআই টিভির হয়ে রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে রাহুল জানান, ‘সবার ক্ষেত্রেই এই আঘাত পাওয়াটা জরুরি। এই আঘাতই আমাকে নিজের ব্যাটিংয়ের ওপর আরও কাজ করে নিজেকে আরও উন্নত করতে সাহায্য করেছে। এখন যখন আমি অবশেষে আবার টেস্ট খেলার সুযোগ পেয়েছি তখন সেই সুযোগকে আমি কোনভাবেই হাতছাড়া করতে রাজি নই।’

বন্ধ করুন