ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের ওপেনিং পজিশনের আশেপাশেও ছিলেন না লোকেশ রাহুল। তবে নিয়মিত ওপেনারদের চোটের কারণে হঠাৎই সুযোগ আসে ওপেন করার। ট্রেন্ট ব্রিজে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও লর্ডসে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলার পর রাহুল যে সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন, তা বলাই বাহুল্য।
দুই বছর ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট না খেলা সত্ত্বেও কর্ণাটকের ব্যাটসম্যানের এই সাফল্য নজর কেড়েছে সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেরই। কী ভাবে এতদিন পর সুযোগ পেয়েই সাফল্য লাভে সক্ষম হলেন ভারতীয় তারকা? টেস্ট দল থেকে দুই বছর বাইরের থাকার হতাশাকে কাজে লাগিয়েই নিজেকে উদ্বুদ্ধ করেছেন বলে জানান রাহুল।
বিসিসিআই টিভির হয়ে রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে রাহুল জানান, ‘সবার ক্ষেত্রেই এই আঘাত পাওয়াটা জরুরি। এই আঘাতই আমাকে নিজের ব্যাটিংয়ের ওপর আরও কাজ করে নিজেকে আরও উন্নত করতে সাহায্য করেছে। এখন যখন আমি অবশেষে আবার টেস্ট খেলার সুযোগ পেয়েছি তখন সেই সুযোগকে আমি কোনভাবেই হাতছাড়া করতে রাজি নই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।