এজবাস্টন টেস্টের প্রথম তিনদিন ম্যাচর রাশ নিজেদের হাতে রেখেও শেষমেশ হারতে হয় ভারতকে। টেস্ট হারের ধাক্কা সামলে এবার টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর। যদিও কাজটা সহজ নয় মোটেও। ঘরের মাঠে জোস বাটলাররা টি-২০ দল হিসেবে কতটা শক্তিশালী, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তা সত্ত্বেও ভারত দাপুটে জয় তুলে নেয় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এবং ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের সেরা হার্দিক
ব্যাট হাতে ৩৩ বলে ৫১ রান এবং বল হাতে ৩৩ রানে ৪ উইকেট, এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।
বড় জয় ভারতের
ভারতের ৮ উইকেটে ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৪৮ রানে। ৫০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যান রোহিত শর্মারা।
পারকিনসন আউট
১৯.৩ ওভারে অর্শদীপের বলে হুডার হাতে ধরা পড়েন ম্যাট পারকিনসন। খাতা খুলতে পারেননি তিনি। অর্শদীপের এটি দ্বিতীয় উইকেট। ইংল্যান্ড ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। জর্ডন ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।
প্রথম উইকেট অর্শদীপের
১৭.৬ ওভারে অর্শদীপের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন টপলি। ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই অর্শদীপের প্রথম উইকেট। ইংল্যান্ড ১৮ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান তুলেছে। ক্রিজে শেষ ব্যাটসম্যান ম্যাট পারকিনসন।
মিলস আউট
১৫.৬ ওভারে নিজের বলেই টাইমাল মিলসের ক্যাচ ধরেন হার্ষাল প্যাটেল। ৭ রান করে মাঠ ছাড়েন মিলস। ইংল্যান্ড ১২০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টপলি।
ক্যাচ ছাড়ার প্রদর্শনী
১৪.১ ওভারে নিজের বলেই জর্ডনের ক্যাচ ছাড়েন চাহাল। ১৪.৫ ওভারে টাইমাল মিলসের সহজ ক্যাচ ছাড়েন দীপক হুডা। ভারতীয় ফিল্ডারদের এটি ৬ নম্বর ক্যাচ মিস। ১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১১৫ রান।
স্যাম কারান আউট
১৩.১ ওভারে হার্দিকের বলে জর্ডনের ক্যাচ ছাড়েন কার্তিক। ওভারের পঞ্চম বলে তিনি স্যাম কারানের ক্যাচ ধরেন। ৪ রান করে মাঠ ছাড়েন স্যাম। ইংল্যান্ড ১০৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টাইমাল মিলস।
মইন আলি আউট
১২.৫ ওভারে স্টাম্প-আউট হয়ে মাঠ ছড়েন মইন আলি। কার্তিক ঠিক মতো বল ধরতে পারেননি। দ্বিতীয় প্রচেষ্টায় স্টাম্প করেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন মইন। ইংল্যান্ড ১০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রিস জর্ডন।
ব্রুককে ফেরালেন চাহাল
১২.১ ওভারে চাহালের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান।
মইনের ক্যাচ ছাড়লেন সূর্যকুমার
১০.৬ ওভারে চাহালের বলে মইন আলির ক্যাচ ছাড়েন সূর্যকুমার যাদব। মইল তখন ১৮ রানে ব্যাট করছিলেন। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। মইন ৩০ ও ব্রুক ২৮ রানে ব্যাট করছেন।
ব্রুকের জোড়া ক্যাচ ছাড়লেন কার্তিক
৫.৩ ওভারে ভুবির বলে ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন কার্তিক। পরে ৭.৬ ওভারে হার্ষাল প্যাটেলর বলে ব্রুকের সহজ ক্যাচ ছাড়েন তিনি। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৭২ রান। ব্রুক ১৮ বলে ২৫ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। মইন আলি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৩ রান করেছেন।
জেসন রয় আউট
৬.১ ওভারে হার্দিকের বলে হার্ষালের হাতে ধরা পড়েন জেসন রয়। ১৬ বলে ৪ রান করে মাঠ ছাড়েন জেসন। ইংল্যান্ড ৩৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৫ রান। ব্রু ১৩ রানে ব্যাট করছেন। তিনি হার্দিকের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন।
লিভিংস্টোন আউট
৪.৬ ওভারে পান্ডিয়ার বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন লিভিংস্টোন। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি লিয়াম। ইংল্যান্ড ২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। হার্দিক ১ ওভারে ৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
মালানকে ফেরালেন পান্ডিয়া
৪.২ ওভারে পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড মালান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২১ রান করেন মালান। ইংল্যান্ড ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন।
৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১২
৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১২ রান। ১১ বলে ২ রান করেছেন জেসন রয়। ৬ বলে ৬ রান করেছেন ডেভিড মালান। ভুবি ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। অভিযেক ম্যাচের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি অর্শদীপ।
বাটলারকে ফেরালেন ভুবি
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও জেসন রয়। প্রথম ওভারের পঞ্চম বলে বাটলারকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। ১ বলেই আউট হন ব্রিটিশ দলনায়ক। ১ রানে ১ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন ডেভিড মালান।
২০০-র দোরগোড়ায় থামল ভারত
ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৯৯ রান। ভুবনেশ্বর ১ ও অর্শদীপ ২ রানে অপরাজিত থাকেন। শেষবলায় ভারতের রান তোলার গতি থমকায়। নাহলে একসময় ভারতের ২২০ রানে পৌঁছে যাওয়া অসম্ভব মনে হচ্ছিল না। জর্ডন ও মইন ২টি করে উইকেট নেন।
রান-আউট হার্ষাল
১৯.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েম হার্ষাল প্যাটেল। ৬ বলে ৩ রান করেন তিনি। ভারত ১৯৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং।
কার্তিকের দুর্দান্ত ক্যাচ ধরলেন কারান
শেষ ওভারে টাইমাল মিলসের প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে কার্তিকের অনবদ্য ক্যাচ ধরেন স্যাম কারান। ৭ বলে ১১ রান করেন কার্তিক। ভারত ১৯৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর।
ke$lf
হার্দিক পান্ডিয়া আউট
১৭.৪ ওভারে টপলির বলে ব্রুকের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ১৮০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নমেন হার্ষাল প্যাটেল। ১৮ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮২ রান।
হাফ-সেঞ্চুরি হার্দিকের
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই হার্দিকের প্রথম অর্ধশতরান। ৬২তম ম্যাচের ৪৩তম ইনিংসে প্রথমবার ৫০ রানের গণ্ডি টপকালেন তিনি। ১৭ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৮ রান।
অক্ষর প্যাটেল আউট
১৬.৪ ওভারে পারকিনসনের বলে জেসন রয়ের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করেন অক্ষর। ভারত ১৭১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান হার্দিক।
১৬ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৬৫
১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৬৫ রান। ২৬ বলে ৪২ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ১০ বলে ১৩ রান করেছেন অক্ষর প্যাটেল।
১৫০ ছুঁল ভারত
১৪ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫০ রান। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৩৫ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন।
লিভিংস্টোনের ওভারে ১৫ রান
১৩তম ওভারে ১৫ রান সংগ্রহ করে ভারত। লিভিংস্টোনের বলে ২টি চার মারেন হার্দিক। ১টি চার মারেন অক্ষর। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। হার্দিক ১৪ বলে ২৮ রান করেছেন। তিনি ৫টি বাউন্ডারি মেরেছেন।
সূর্যকুমার আউট
১১.৪ ওভারে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দিলেন ক্রিস জর্ডন। শর্ট বলে ব্যাট চালান যদব। তবে ব্যাটে কানেক্ট হয়নি বল। বল তাঁর গ্লাভস ছুঁয়ে বাটলারের দস্তানায় ধরা পড়ে। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ইংল্যান্ড। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ১২৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।
মিলসের ওভারে ১৫ রান
১১তম ওভারে ১৫ রান তোলে ভারত। মিলসের বলে ১টি চার মারেন হার্দিক। ১টি ছক্কা হাঁকান সূর্যকুমার। ১১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১২০ রান।
১০০ টপকাল ভারত
দশম ওভারে পারকিনসনের বলে জোড়া বাউন্ডারি মারেন হার্দিক পান্ডিয়া। ভারত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলেছে। ১৪ বলে ২৭ রান করেছেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া ব্যাট করছেন ৫ বলে ১০ রান করে।
দীপক হুডা আউট
৮.৪ ওভারে জর্ডনের বলে মিলসের হাতে ধরা পড়েন দীপক হুডা। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে আউট হন হুডা। ভারত ৮৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া।
৮ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৮৬
৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৬ রান। দীপক হুডা ১৫ বলে ৩২ রান করেছেন। সূর্যকুমার ৯ বলে ২১ রান করেছেন। যাদব ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
বড় রানের ভিতে ভারত
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। দীপক হুডা ১১ বলে ২৯ রান করেছেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সূর্যকুমার ১ বলে ৪ রান করেছেন।
ইশান আউট
পঞ্চম ওভারে মইন আলির প্রথম ২টি বলে পরপর ছক্কা হাঁকান দীপক হুডা। চতুর্থ বলে ১ রান নেন তিনি। পঞ্চম বলে ইশান কিষাণ পারকিনসনের হাতে ধরা পড়েন। ১০ বলে ৮ রান করেন ইশান। তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি। ভারত ৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে আসেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই চার মারেন। ৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। হুডা ১৩ রানে ব্যাট করছেন।
রোহিত শর্মা আউট
তৃতীয় ওভারে মইন আলির বলে পরপর ২টি চার মারেন রোহিত শর্মা। তবে ২.৫ ওভারে উইকেটকিপার বাটলারের দস্তানায় ধরা পড়ে যান হিটম্যান। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ২৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।
আগ্রাসী শুরু রোহিতের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন রীস টপলি। জোড়া বাউন্ডারি মারেন রোহিত। দ্বিতীয় ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। রোহিত ৩টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৬ রান করেছেন। ২ বলে ৩ রান করেছেন ইশান।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন হিটম্যান। চতুর্থ বলে স্টেপ আউট করে বাউন্ডারি মারেন রোহিত। প্রথম ওভারে ৯ রান ওঠে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জেসন রয়, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডেভিড মালান, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, রীস টপলি ও ম্যাট পারকিনসন।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং।
টস জিতলেন রোহিত
ইংল্যন্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সাউদাম্পটনে রান তাড়া করবে ইংল্যান্ড।
অভিষেক অর্শদীপের
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে অর্শদীপ সিংয়ের। তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা। রাজ্যদল পঞ্জাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি অর্শদীপ। তিনি ৬টি ফার্স্ট ক্লাস ও ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। তবে আইপিএলে দারুণ সফল অর্শদীপ। সেই সুবাদেই তিনি জায়গা করে নেন জাতীয় দলে। অর্শদীপ ৯৯তম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের হয়ে টি-২০ খেলতে নামছেন।
নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার লড়াই বাটলারের
জো রুট টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পরে বেন স্টোকস দুর্দান্তভাবে নেতৃত্বের অধ্যায় শুরু করেছেন। এবার বাটলারের কাছে চ্যালেঞ্জ মর্গ্যান পরবর্তী যুগে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার। স্বাভাবিকভাবেই নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামছেন জোস বাটলার।
আগ্নিপরীক্ষা ভারতের
বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্তর নেই। এই অবস্থায় তরুণ ভারতীয় ক্রিকেটারদের সামনে সুযোগ নিজেদের প্রমাণ করার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামা এবং আয়ারল্যান্ড সফরে আইরিশদের হারানোর থেকে যে ইংল্যান্ডের মোকাবিলা করা অনেক কঠিন, সেটা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। সুতরাং, ব্রিটিশদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভালো খেলতে পারলে টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের গুডবুকে নাম তুলে ফেলতে পারবেন ভারতের নবাগত ক্রিকেটাররা।
রোহিত শর্মা ফিট
করোনা আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে মাঠে নামতে পারেননি রোহিত শর্মা। তবে আশার কথা এই যে, টি-২০ সিরিজের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি। হিটম্যান সিরিজের শুরু থেকেই নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়াকে।আরও পড়ুন:- India vs England T20I- কোভিড কাটিয়ে চনমনে রোহিত, দিলেন ট্রেনিংয়ের আপডেট
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।