বাংলা নিউজ > ময়দান > IND vs ENG 2nd ODI: টপলির রেকর্ডে বিধ্বস্ত ভারত, ১০০ রানে ম্যাচ হারলেন রোহিতরা
ইংল্যান্ডকে জেতালেন টপলি। ছবি- আইসিসি।

IND vs ENG 2nd ODI: টপলির রেকর্ডে বিধ্বস্ত ভারত, ১০০ রানে ম্যাচ হারলেন রোহিতরা

জলে গেল চাহালের লড়াই, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।

তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এবার টিম ইন্ডিয়ার সামনে হাতছানি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করার। ওভালে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ব্রিটিশদের বিধ্বস্ত করেন রোহিত শর্মারা। এবার ঐতিহাসিক লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতত টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচে ভারত আত্মসমর্পণ করে ব্রিটিশদের কাছে। ফলে সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে যায়। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি ফাইনালের রূপ নেয়।

15 Jul 2022, 01:03:51 AM IST

ম্যাচের সেরা টপলি

৯.৫ ওভারে ২টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ৬টি উইকেট। স্বাভাবিকভাবেই এমন ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রীস টপলি।

15 Jul 2022, 12:41:09 AM IST

১০০ রানে হার ভারতের

ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায়। ১০০ রানে ম্য়াচ জিতে সিরজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। প্রসিধ কৃষ্ণাকে শূন্য রানে আউট করে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। তাঁর বোলিং গড় দাঁড়ায় ৯.৫-২-২৪-৬। বুমরাহ ২ রানে অপরাজিত থাকেন। উল্লেখ্য, লর্ডসে তো বটেই, এমনকি ইংল্যান্ডের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা বোলিং করেন টপলি।

15 Jul 2022, 12:38:04 AM IST

৫ উইকেট টপলির

৩৮.২ ওভারে যুজবেন্দ্র চাহালকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন রীস টপলি। ১৩ বলে ৩ রান করেন চাহাল। ভারত ১৪৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রসিধ কৃষ্ণা।

15 Jul 2022, 12:29:33 AM IST

জাদেজা আউট

৩৫.১ ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে বোল্ড হন রবীন্দ্র জাদেজা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ২৯ রান করেন জাদেজা। ভারত ১৪০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল।

15 Jul 2022, 12:26:22 AM IST

শামি আউট

৩৪.৬ ওভারে রীস টপলির স্লো ফুলটস বলে বেন স্টোকসের হাতে ধরা দেন মহম্মদ শামি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন শামি। ভারত ১৪০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ।

15 Jul 2022, 12:00:46 AM IST

ব্যাট চালাচ্ছেন শামি

৩০ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১২৩। শামি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৫ রান করেছেন। জাদেজা ব্যাট করছেন ২৯ বলে ২০ রান করে।

14 Jul 2022, 11:49:54 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

২৭.১ ওভারে মইন আলির বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ১০১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। ২৮ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১০৫।

14 Jul 2022, 11:47:28 PM IST

১০০ টপকাল ভারত

২৭ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান। ২৪ বলে ১৫ রান করেছেন জাদেজা। ৪৩ বলে ২৯ রান করেছেন পান্ডিয়া। ভারতের দরকার ১৪৬ রান।

14 Jul 2022, 11:42:18 PM IST

২৫ ওভারেও ১০০ টপকাতে পারল না ভারত

২৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯১ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ১৫৬ রান। হার্দিক পান্ডিয়া ২৭ ও রবীন্দ্র জাদেজা ৭ রানে ব্যাট করছেন।

14 Jul 2022, 11:21:19 PM IST

সূর্যকুমার আউট

২০.২ ওভারে টপলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যেল ২৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন যাদব। ভারত ৭৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ২১ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ৭৫ রান। হার্দিক পান্ডিয়া ১৭ রানে অপরাজিত রয়েছেন।

14 Jul 2022, 10:58:32 PM IST

৫০ টপকাল ভারত

১৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। ১৩ বলে ১১ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ১১ বলে ১৩ রান করেছেন সূর্যকুমার যাদব।

14 Jul 2022, 10:40:48 PM IST

কোহলি আউট

১১.২ ওভারে উইলির বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ৩১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।

14 Jul 2022, 10:36:31 PM IST

পন্ত আউট

১০.২ ওভারে ব্রাইডন কার্সের ফুলটস বলে হালকা করে ব্যাট লাগিয়ে পরিবর্ত ফিল্ডার ফিল সল্টের হাতে ধরা দেন ঋষভ পন্ত। ৫ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ১১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৩১। কোহলি ১৬ রানে ব্যাট করছেন।

14 Jul 2022, 10:28:39 PM IST

ধাওয়ান আউট

৮. ৫ ওভারে টপলির বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন শিখর ধাওয়ান। ১টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন গব্বর। ভারত ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।

14 Jul 2022, 10:22:37 PM IST

জোড়া বাউন্ডারি কোহলির

সপ্তম ওভারে টপলির প্রথম ২টি বলে দৃষ্টিনন্দন ড্রাইভ শটে জোড়া বাউন্ডারি মারেন কোহলি। ৭ ওবার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২০ রান। কোহলি ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেছেন।

14 Jul 2022, 10:10:47 PM IST

৫ ওভারে ১০

পঞ্চম ওভারের তৃতীয় বলে ১ রান নেন ধাওয়ান। পরে পঞ্চম বলে দুর্দান্ত বাউন্ডারি মারেন কোহলি। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।

14 Jul 2022, 10:07:57 PM IST

৪ ওভারেও ব্যাটে রান নেই ভারতীয়দের

৪ ওভারের খেলা শেষ। এখনও ভারতের কোনও ব্যাটসম্যান ব্যাটে রান সংগ্রহ করতে পারেননি। ৫ রান এসেছে লেগ-বাই থেকে। টপলি ও উইলি নিজেদের প্রথম ২টি করে ওভার মেডেন নেন।

14 Jul 2022, 10:01:21 PM IST

রোহিত শর্মা আউট

২.৪ ওভারে টপলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। রিভিউ নিয়েও বাঁচেননি ভারত অধিনায়ক। ১০ বলে খেলেও খাতা খুলতে পারেননি হিটম্যান। ভারত ৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন বিরাট কোহলি।

14 Jul 2022, 09:59:03 PM IST

লেগ-বাইয়ে খাতা খুলল ভারত

প্রথম ওভারে টপলি ও দ্বিতীয় ওভারে উইলি কোনও রান খরচ করেননি।  তৃতীয় ওভারে টপলির দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে চার রান পেয়ে যায় ভারত। 

14 Jul 2022, 09:49:41 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন রীস টপলি। প্রথম ওভারে কোনও রান ওঠেনি।

14 Jul 2022, 09:19:25 PM IST

অল-আউট ইংল্যান্ড

৪৮.৬ ওভারে টপলিকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন জসপ্রীত বুমরাহ। ৭ বলে ৩ রান করেন টপলি। ১৮ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ওভার্টন। ইংল্যান্ড ২৪৬ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৪৭। বুমরাহ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 09:13:37 PM IST

না চাইতেই উইকেট প্রসিধের

৪৭.৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বল স্টাম্পের সামনে ব্রাইডন কার্সের পায়ে লাগে। হালকা চোট পান ব্রিটিশ তারকা। তেমন আবেদন না করেই প্রসিধ বল ধরতে দৌড়ন। তবে আম্পায়ার ওটুকু আবেদনেই সাড়া দিয়ে কার্সকে এলবিডব্লিউ ঘোষণা করেন। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন কার্স। ইংল্যান্ড ২৪০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রীস টপলি। প্রসিধ ৮ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 09:07:11 PM IST

উইলিকে ফেরালেন বুমরাহ

৪৬.৬ ওভারে বুমরাহর বলে বাউন্ডারি লাইনে পরিবর্ত ফিল্ডার শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন ডেভিড উইলি। ২টি চার ও ২টি ছক্কার ৪৯ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন উইলি। ইংল্যান্ড ২৩৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রাইডন কার্স।

14 Jul 2022, 09:03:20 PM IST

৪৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২২৭

৪৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২২৭ রান। ৪৪ বলে ৩২ রান করেছেন ডেভিড উইলি। ১৫ বলে ৭ রান করেছেন ওভার্টন। শামি ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। হার্দিক ৬ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।

14 Jul 2022, 08:53:47 PM IST

লর্ডসে সেরা বোলিং

যুজবেন্দ্র চাহাল ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৪৭ রানে ৪ উইকেট দখল করে। লর্ডসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং পারফর্ম্যান্স। ৪৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২১৫ রান।

14 Jul 2022, 08:43:48 PM IST

মইনকে ফেরালেন চাহাল 

৪১.৬ ওভারে চাহালের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মইন আলি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন মইন। ইংল্যান্ড ২১০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রেগ ওভার্টন। চাহাল ৯ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 08:37:38 PM IST

২০০ টপকাল ইংল্যান্ড

৩৯.৪ ওভারে শামির বলে উইলির ক্যাচ ধরার মরিয়া প্রচেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। যদিও বল তালুবন্দি করতে পারেননি। ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২০১ রান। মইন আলি ৫৬ বলে ৩৯ রান করেছেন। ১ রানে জীবনদান পাওয়া ডেভিড উইলি ২৫ রানে ব্যাট করছেন।

14 Jul 2022, 08:27:48 PM IST

ব্যাট চালাচ্ছেন মইনরা

৩৭তম ওভারে মইন আলির বলে ১টি ছক্কা মারেন মইন আলি। ১টি ছক্কা হাঁকান ডেভিড উইলি। ওভারে মোট ১৫ রান ওঠে। পরে ৩৮তম ওভারে চাহালের বলে ১টি চার মারেন মইন। ৩৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৮৯ রান। মইন ৩৭ ও উইলি ১৬ রানে ব্যাট করছেন।

14 Jul 2022, 08:15:47 PM IST

হাল ধরার চেষ্টা করছেন মইন আলি

৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। মইন আলি ৪২ বলে ২৩ রান করেছেন। ১৫ বলে ৮ রান করেছেন ডেভিড উইলি।

14 Jul 2022, 08:03:01 PM IST

উইলির সহজ ক্যাচ ছাড়লেন প্রসিধ

৩০.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড উইলির অতি সহজ ক্যাচ ছাড়লেন প্রসিধ কৃষ্ণা। উইলি তখন ১ রানে ব্যাট করছিলেন। ৩১ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫৩ রান।

14 Jul 2022, 07:54:38 PM IST

লিভিংস্টোনকে ফেরালেন হার্দিক

২৯তম ওভারে হার্দিকের চতুর্থ বলে ছক্কা মারেন লিভিংস্টোন। পঞ্চম বলে চার মারেন তিনি। শেষ বলে পরিবর্ত ফিল্ডার শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়ে যান লিয়াম। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন লিভিংস্টোন। ইংল্যান্ড ১৪৮ রানে ৬ উইকেট হারায়। হার্দিক ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। ৩০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫১ রান।

14 Jul 2022, 07:52:08 PM IST

থমকেছে রান তোলার গতি

পরপর উইকেট হারানোয় থমকে গিয়েছে ইংল্যান্ডের রান তোলার গতি। তারা ২৮ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান তুলেছে। লিভিংস্টোন ২৯ বলে ২১ রান করেছেন। ১৯ বলে ১১ রান করেছেন মইন আলি।

14 Jul 2022, 07:37:20 PM IST

অর্ধেক ইনিংস শেষ

২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ইংল্যান্ডের সংগ্রহ৫ উইকেটে ১২১ রান। লিভিংস্টোন ১৬ ও মইন আলি ৫ রানে ব্যাট করছেন।

14 Jul 2022, 07:23:51 PM IST

স্টোকসকে ফেরালেন চাহাল

২১.৩ ওভারে চাহালের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন বেন স্টোকস। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২১ রান করেন তিনি। ইংল্যান্ড ১০২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। চাহাল ৫ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 07:17:34 PM IST

১০০ টপকাল ইংল্যান্ড

২১ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১০১ রান। ২১ বলে ২১ রান করেছেন বেন স্টোকস। ৮ বলে ২ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। 

14 Jul 2022, 07:06:26 PM IST

বাটলারকে ফেরালেন শামি

১৮.৪ ওভারে জোস বাটলারকে বোল্ড করে সাজঘরে ফেরান মহম্মদ শামি। ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড ৮৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। শামি ৬ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 06:58:35 PM IST

রুটকে ফেরালেন চাহাল

১৭.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জো রুট। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২১ বলে ১১ রান করেন রুট। ইংল্যান্ড ৮২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ব্রিটিশ দলনায়ক জোস বাটলার। চাহাল ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

14 Jul 2022, 06:42:55 PM IST

বেয়ারস্টোকে ফেরালেন চাহাল

১৪.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন জনি বেয়ারস্টো। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড দলগত ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন বেন স্টোকস।

14 Jul 2022, 06:33:46 PM IST

৫০ টপকাল ইংল্যান্ড

১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫২ রান। ২৫ বলে ২১ রান করেছেন জনি বেয়ারস্টো। ১৪ বলে ৭ রান করেছেন জো রুট।

14 Jul 2022, 06:15:54 PM IST

জেসনকে ফেরালেন হার্দিক

৮.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জেসন রয়। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ড দলগত ৪১ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন জো রুট। ইংল্যান্ড ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৬ রান সংগ্রহ করেছেন। ১৯ রান করেছেন বেয়ারস্টো।

14 Jul 2022, 06:06:52 PM IST

জীবনদান পেলেন জেসন

৬.৪ ওভারে শামির বল বেয়ারস্টোর ব্যাটের কানা নিয়ে স্লিপে ফিল্ডিং করা শিখর ধাওয়ানের হাতের নাগাল এড়িয়ে বাউন্ডারি লাইনে চলে যায়। পরে ৭.৩ ওভারে নিজের বলেই জসপ্রীত বুমরাহ ক্যাচ ছাড়েন জেসন রয়ের। ৮ ওভারে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪০ রান। 

14 Jul 2022, 05:56:08 PM IST

রান কুড়োচ্ছেন জেসন

ইংল্যান্ড ইনিংসের প্রথম ৫ ওভারে কোনও উইকেট হারায়নি। তারা ৩০ রান সংগ্রহ করেছে। জেসন রয় ২০ বলে ২১ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন জনি বেয়ারস্টো।

14 Jul 2022, 05:40:34 PM IST

জেসনকে বিব্রত করলেন বুমরাহ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। ওভারের প্রথম ৫টি বল সামলাতে হিমশিম খান জেসন রয়। শেষ বলে তিনি ৩ রান সংগ্রহ করেন। ইংল্যান্ড ২ ওভারে ৫ রান তুলেছে।

14 Jul 2022, 05:33:08 PM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো ও জেসন রয়। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইড বল করেন তিনি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন জেসন। প্রথম ওভারে ২ রান ওঠে।

14 Jul 2022, 05:08:27 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রীস টপলি।

14 Jul 2022, 05:08:10 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।

14 Jul 2022, 05:05:47 PM IST

দলে ফিরলেন বিরাট কোহলি

কুঁচকির চোটের জন্য সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। তবে চোট সারিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন তিনি। তাঁকে জায়গা ছেড়ে দিলেন শ্রেয়স আইয়ার।

14 Jul 2022, 05:04:49 PM IST

ফের টস জিতলেন 

প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে তিনি পুনরায় ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, লর্ডসেও রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

14 Jul 2022, 04:16:29 PM IST

কোহলির ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বোর্ডের

লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কোহলির মাঠে নামা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল বিসিসিআই। তারা ম্যাচের আগে কোহলির নেট প্র্যাকটিসের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সুতরাং বিরাটের মাঠে নামার সম্ভাবনা প্রবল। ওভালে ম্যাচের আগে গা ঘামাতে দেখা যায়নি কোহলি।

14 Jul 2022, 04:09:19 PM IST

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নেই কোহলি

বৃহস্পতিবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। সেই স্কোয়াডে নাম নেই বিরাট কোহলির। বিস্তারিত পড়ুন:- ওয়েস্ট ইন্ডিজ সফরের T20 দলে নেই কোহলি, কামব্যাক অশ্বিনের, বাদ পড়লেন উমরান মালিক

14 Jul 2022, 04:07:48 PM IST

নজর থাকবে কোহলির ফিটনেসে

কুঁচকির চোটে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামেত পারেননি বিরাট কোহলি। তাঁর চোট এখনও সারেনি বলে খবর। তবে ফিট হয়ে উঠলে বিরাট নিশ্চিতভাবেই মাঠে নামবেন। তাই সবার চোখ থাকবে কোহলির ফিটনেসের দিকে।

14 Jul 2022, 03:55:57 PM IST

প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

ওভালে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইংল্যান্ড ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে অল-আউট হয়ে যায়। বাটলার ৩০ ও উইলি ২১ রান করেন। বুমরাহ ১৯ রানে ৬ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জেতে। ১৮৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৭৬ ও শিখর ধাওয়ান ৩১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন বুমরাহ।

14 Jul 2022, 03:55:57 PM IST

সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে

কেনিংটন ওভালে ইংল্যান্ডকে ব্যাটে-বলে বিধ্বস্ত করে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। এবার লর্ডসে ম্যাচ জিততে পারলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘূর্ণাবর্তে শনিতে বৃষ্টি ৫ জেলায়, ৪০ কিমিতে ঝড়ও হবে, তারপর ফের কবে বর্ষণ নামবে? কোলে চেপে ভোট দিতে এলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, দেখালেন আঙুলে কালির ছাপ ভয় পাচ্ছেন আর্চার! T20 WC 2024 কি খেলতে পারবেন? দলে ফিরতে মরিয়া জোফ্রা গোষ্ঠীকোন্দল কাঁটায় বিঁধতে পারে তৃণমূলের সাফল্য, নির্মল মাজির বিরুদ্ধে বড় অংশ মানিকতলায় রেলিং ভেঙে ফুটপাতে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়, আহত ২ শিশু ঝুলছিল দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া, অবশেষে বিধায়ক পদে ইস্তফা দিলেন বিশ্বজিৎ দাস ফেলুদার মতো সুনীল তরফদার কি দর্শকদেরও সম্মোহিত করতে পারবে?এল নয়ন রহস্যের ট্রেলার বিজেপি MLA শিখাকে আটকাতে দিনভর ছুটে বেড়াল পুলিশ, মমতা বলেছিলেন ‘ওর কত ফুটানি!’ মেরামত হওয়ার পর কেমন দেখতে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের LA হোম, প্রকাশ্যে এল ছবি তারকেশ্বর–বিষ্ণুপুর রেল সংযোগ নিয়ে সমস্যা অব্যাহত, জট কাটছে না ভাবাদিঘির

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.