বাংলা নিউজ > ময়দান > IND vs ENG 2nd T20I: টেস্ট হারের বদলা, এজবাস্টনেই টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া
বুমরাহর উচ্ছ্বাস। ছবি- এএফপি (AFP)

IND vs ENG 2nd T20I: টেস্ট হারের বদলা, এজবাস্টনেই টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া

দলগত পারফর্ম্যান্সে ভর করে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেন রোহিত শর্মারা। 

এজবাস্টনে হেরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। এবার সেই এজবাস্টনেই টি-২০ সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া। এবার বার্মিংহ্যামের মাঠে ব্রিটিশদের দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজ পকেটে পোরে ভারত।  

09 Jul 2022, 10:36:23 PM IST

ম্যাচের সেরা ভুবি

৩ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভুবনেশ্বর কুমার।

09 Jul 2022, 10:29:35 PM IST

সিরিজ জিতল টিম ইন্ডিয়া

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৫০ রানে জয় তুলে নেয় ভারত। এবার এজবাস্টনে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দেন রোহিত শর্মারা। সুতরাং, ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

09 Jul 2022, 10:25:47 PM IST

দাপুটে জয় ভারতের

ভারতের ৮ উইকেটে ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায়। ৩ ওভার বাকি থাকতে ৪৯ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

09 Jul 2022, 10:21:08 PM IST

পারকিনসন আউট

১৬.৬ ওভারে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাট পারকিনসন। ইংল্যান্ড ১২১ রানে অল-আউট হয়ে যায়। ডেভিড উইলি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

09 Jul 2022, 10:11:44 PM IST

গ্লিসনকে ফেরালেন ভুবি

১৫.৪ ওভারে ভুবির স্লো বল আকাশে তুলে কোহলির হাতে ধরা পড়লেন রিচার্ড গ্লিসন। ৩ বলে ২ রান করেন তিনি। ১০৯ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট ক্রিজে

09 Jul 2022, 10:08:20 PM IST

রান-আউট জর্ডন

মইন আলি সাজঘরে ফেরার পরের বলেই রান-আউট হন জর্ডন। ১ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ৯৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচার্ড গ্লিসন। হার্দিকের সেই ওভারেই ১টি চার ও ১টি ছক্কা মারেন উইলি। ১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০৬ রান। ৫ ওভারে দরকার ৬৫ রান।

09 Jul 2022, 10:05:11 PM IST

সাজঘরে ফিরলেন মইন

১৪.১ ওভারে পান্ডিয়াকে ছক্কা মারেন মইন আলি। পরের বলেই রোহিতের হাতে ধরা পড়েন তিনি।

09 Jul 2022, 09:58:47 PM IST

৪২ বলে ৯৭ দরকার ইংল্যান্ডের

১৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য ৪২ বলে ৯৭ দরকার ব্রিটিশদের। মইন আলি ১৬ বলে ২১ রান করেছেন।

09 Jul 2022, 09:51:27 PM IST

কারানকে ফেরালেন বুমরাহ

১০.২ ওভারে বুমরাহর বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন স্যাম কারান। ৪ বলে ২ রান করে তিনি। ইংল্যান্ড ৬০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। ১১ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৬১ রান। বুমরাহ ৩ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।

09 Jul 2022, 09:42:32 PM IST

ডেভিড মালান আউট

৯.১ ওভারে চাহালের বলে প্যাটেলের হাতে ধরা পড়েন ডেভিড মালান। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন মালান। ইংল্যান্ড ৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৫৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ব্রিটিশদের দরকার ১১২ রান। চাহাল ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

09 Jul 2022, 09:31:03 PM IST

ব্রুককে ফেরালেন চাহাল

ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪২ রান।  নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নেন চাহাল। 

09 Jul 2022, 09:26:26 PM IST

৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৬

ম্যাচে নিজেদের রাশ ধরে রেখেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে জিততে হলে ১৪ ওভার অর্থাৎ ৮৪ বলে ১৩৫ রান করতে হবে। ভারতকে নিতে হবে ৭টি উইকেট।

09 Jul 2022, 09:23:07 PM IST

৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৭

জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৭ রান। ম্যাচের পঞ্চম ওভার মেডেন নিলেন বুমরাহ।

09 Jul 2022, 09:21:04 PM IST

ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন

লিয়াম লিভিংস্টোনকে ব্যাক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরালেন জসপ্রীত বুমরাহ। ২৭ রানের মাথায় ইংল্যান্ডের তিন উইকেট পড়ল। লিভিংস্টোনকে বোল্ড করলেন বুমরাহ। 

09 Jul 2022, 09:15:36 PM IST

বুমরাহের জায়গা এলেন হার্দিক

চতুর্থ ওভারে বুমরাহকে না এনে রোহিত নিয়ে এলেন হার্দিক পান্ডিয়াকে। চার ওভারে শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৭ রান। লিভিংস্টোন দুরন্ত ফর্মে ব্যাটিং করছেন। 

09 Jul 2022, 09:08:54 PM IST

বাটলারকে ফেরালেন ভুবি

প্রথম ওভারে জেসন রয়কে আউট করার পরে, দ্বিতীয় ওভারে বাটলারকে সাজঘরে ফেরালেন ভুবনেশ্বর কুমার। পাঁচ বলে চার করে আউট হলেন জোস বাটলার। ভুবির বলে ক্যাচ নেন ঋষভ। প্রথমে আম্পায়ার বাটলারকে আউট দেননি। পরে রিভিউ-তে 

09 Jul 2022, 09:02:56 PM IST

একদিকে ভুবি অন্যদিকে বুমরাহ

দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন জসপ্রীত বুমরাহ। একদিকে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে মেডেন নিয়ে একটি উইকেট নিলেন। অন্যদিকে বুমরাহ আট রান খরচ করলেন। দুই ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮ রান।

09 Jul 2022, 08:56:05 PM IST

প্রথম বলেই উইকেট ভুবির

গত ম্যাচে প্রথম ওভারে জোস বাটলারের উইকেট তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এই ম্যাচে প্রথম বলেই তিনি ফিরিয়ে দিলেন জেসন রয়কে। রোহিতের হাতে ধরা পড়েন জেসন। ইংল্যান্ড খাতা খোলার আগেই ১ উইকেট হারায়। প্রথম ওভারে কোনও রান ওঠেনি।

09 Jul 2022, 08:43:47 PM IST

ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০

ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলেছে। সুতরাং জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৭১ রান। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

09 Jul 2022, 08:40:16 PM IST

ভুবনেশ্বর আউট

১৮.৬ ওভারে জর্ডনের বলে উইলির হাতে ধরা পড়েন ভুবনেশ্বর কুমার। ৪ বলে ২ রান করেন ভুবি। ভারত ১৫৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বুমরাহ। জর্ডন ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

09 Jul 2022, 08:34:12 PM IST

১৫০ টপকাল ভারত

১৮ ওভারে ভারতের স্কোর ৭ উইকেটে ১৫২ রান। জাদেজা ১৯ বলে ৩০ রান করেছেন। গ্লিসন অভিষেক ম্যাচে ১৫ রানে ৩ উইকেট দখল করেন।

09 Jul 2022, 08:30:46 PM IST

হার্ষাল প্যাটেল আউট

১৬.৬ ওভারে জর্ডনের বলে গ্লিসনের হাতে ধরা পড়েন হার্ষাল প্যাটেল। ঠিক তার আগের বলেই ছক্কা মারেন তিনি। হার্ষাল ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন। ভারত ১৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার।

09 Jul 2022, 08:22:31 PM IST

রান-আউট কার্তিক

১৫.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়লেন দীনশ কার্তিক। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১২ রান করে আউট হন তিনি। ভারত ১২২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল। ১৬ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৩২ রান। জাদেজা ১৩ বলে ১৯ রান করেছেন।

09 Jul 2022, 08:12:31 PM IST

১০০ টপকাল ভারত

১৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০১ রান। ১০ বলে ৩ রান করেছেন দীনেশ কার্তিক। জাদেজা ৪ বলে ৮ রান করেছেন।

09 Jul 2022, 07:57:18 PM IST

পান্ডিয়া আউট

সূর্যকুমারকে আউট করার ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নেন ক্রিস জর্ডন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ৮৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক।

09 Jul 2022, 07:55:42 PM IST

সূর্যকুমার আউট

১০.৩ ওভারে জর্ডনের বল তুলে মারতে গিয়ে কারানের হাতে ধরা পড়ে যান সূর্যকুমার। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন যাদব। ভারত ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

09 Jul 2022, 07:53:12 PM IST

১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৩

১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৩ রান। পারকিনসনের বলে ১টি করে চার মারেন হার্দিক ও সূর্যকুমার। যাদব ১৫ ও পান্ডিয়া ৯ রানে ব্যাট করছেন।

09 Jul 2022, 07:47:56 PM IST

৯ ওভারে ভারত ৩ উইকেটে ৭৩

৯ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৭৩ রান সংগ্রহ করেছে। সূর্যকুমার ৭ বলে ৮ রান করেছেন। ৯ বলে ৩ রান করেছেন হার্দিক।

09 Jul 2022, 07:35:59 PM IST

পন্ত আউট

৬.২ ওভারে গ্লিসনের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন পন্ত। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন গ্লিসন। তার আগে রোহিতের উইকেটটিও নিয়েছেন তিনি। প্রথম ২ ওভারে ১টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন গ্লিসন। সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের অভিষেক বলা চলে। পন্ত ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন। ভারত ৬১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৬১।

09 Jul 2022, 07:34:01 PM IST

কোহলি আউট

কাটল না ব্যর্থতা, মাত্র ১ রান করেই সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ৬.১ ওভারে গ্লিসনকে তুলে মারতে গিয়ে মালানের হাতে ধরা পড়েন বিরাট। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

09 Jul 2022, 07:33:44 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেটে ৬১

পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬১ রান তুলেছে। মইন আলির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন পন্ত। ঋষভ ১৪ বলে ২৬ রান করেছেন। কোহলি ১ রানে ব্যাট করছেন।

09 Jul 2022, 07:27:27 PM IST

রোহিত আউট

চতুর্থ ওভারে মইন আলির বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। পঞ্চম ওভারে গ্লিসনের দ্বিতীয় বলে চার মারেন হিটম্যান। ৪.৫ ওভারে অভিষেককারী গ্লিসনের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন রোহিত। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৪৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

09 Jul 2022, 07:18:46 PM IST

উইলির ওভারে ১৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ডেভিড উইলি। প্রথম বলে ছক্কা মারেন রোহিত। তৃতীয় বলে চার মারেন পন্ত। শেষ বল ফের বাউন্ডারিতে পাঠান ঋষভ। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩২ রান। রোহিত ১৫ ও পন্ত ১৪ রানে ব্যাট করছেন।

09 Jul 2022, 07:13:10 PM IST

বাউন্ডারি মারা শুরু পন্তের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন স্যাম কারান। চতুর্থ বলে দুর্দান্ত বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রোহিত ৮ ও পন্ত ৬ রানে ব্যাট করছেন।

09 Jul 2022, 07:03:00 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ঋষভ পন্ত। বোলিং শুরু করেন ডেভিড উইলি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন পন্ত। চতুর্থ বলে রোহিতের ক্যাচ মিস করেন জেসন রয়। শেষ বলে ছক্কা হাঁকান হিটম্যান। প্রথম ওভারে ৮ রান ওঠে।

09 Jul 2022, 06:50:27 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

ইংল্যান্ডের হয়ে টি-২০ অভিষেক ৩৪ বছরের পেসার রিচার্ড গ্লিসনের।
প্লেয়িং ইলেভেন: জেসন রয়, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডেভিড মালান, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, ডেভিড উইলি, রিচার্ড গ্লিসন ও ম্যাট পারকিনসন।

09 Jul 2022, 06:41:33 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

09 Jul 2022, 06:39:24 PM IST

ভারতের প্রথম একাদশে চারটি বদল

প্রথম টি-২০'র সঙ্গে সিরিজের বাকি দু'টি টি-২০ জন্য ভারতের স্কোয়াড ভিন্ন হওয়ায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একাধিক রদবদল স্বাভাবিক ছিল। সেই মতো ৪টি বদল হয় ভারতের প্লেয়িং ইলেভেনে। দলে ফেরেন কোহলি, জাদেজা, বুমরাহ ও ঋষভ পন্ত। দলের বাইরে চলে গেলেন ইশান কিষাণ, দীপক হুডা, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং।  

09 Jul 2022, 06:33:34 PM IST

টস জিতলেন বাটলার

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, এজবাস্টনে শুরুতে ব্যাট করবে টিম ইন্ডিয়া।

09 Jul 2022, 05:33:31 PM IST

নজর থাকবে কোহলির দিকে

সিরিজের প্রথম টি-২০ ম্যাচের স্কোয়াডে ছিলেন না বিরাট কোহলি। শেষ দু'টি টি-২০ ম্যাচের স্কোয়াডে রয়েছেন তিনি। ফর্ম নিয়ে প্রবল চাপে থাকা কোহলি ছন্দে ফিরতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

09 Jul 2022, 05:32:05 PM IST

সিরিজ জয়ের হাতছানি

প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় এসেছে। এবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্রিটিশদের পর্যুদস্ত করতে পারলেই ১ ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করবে ভারত।

09 Jul 2022, 05:28:22 PM IST

দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান এবং উমরান মালিক।

09 Jul 2022, 05:28:23 PM IST

প্রথম টি-২০ ম্যাচের ফলাফল

সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৮ রান সংগ্রহ করে। হার্দিক পান্ডিয়া ৫১, সূর্যকুমার যাদব ৩৯, দীপক হুডা ৩৩ ও রোহিত শর্মা ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৩ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ৫০ রানের ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.