৫ ম্যাচের সিরিজের ৪টি ম্যাচ খেলা হয়েছে গতবছর। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া পঞ্চম তথা শেষ টেস্ট অবশেষে আয়োজিত হচ্ছে এক বছর পরে। ভারত আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। সুতরাং, এজবাস্টান টেস্টের ফলাফলের নিরিখে টিম ইন্ডিয়ার সিরিজ হারার সম্ভাবনা নেই। তবে জিতলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে ভারত। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবে টিম ইন্ডিয়া। ভারত এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচের রাশ রাখে নিজেদের হাতে।
প্রথম দিনের খেলা শেষ
এজবাস্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার খেলা হয়। ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তুলেছে। ১০টি বাউন্ডারির সাহায্যে ১৬৩ বলে ৮৩ রান করে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামি ১১টি বল খেলেও এখনও খাতা খোলেননি।
শার্দুলকে ফেরালেন স্টোকস
৬৭.৬ ওভারে বেন স্টোকসের শর্ট বলে গ্লাভস লাগিয়ে উইকেটকিপার স্যাম বিলিংসের দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১২ বলে ১ রান করে মাঠ ছাড়েন ঠাকুর। ভারত ২২৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। জাদেজা ৬৮ রানে ব্যাট করছেন।
পন্তকে ফেরালেন জো রুট
৬৬.২ ওভারে জো রুটের বলে ব্যাট চালিয়ে আউট হলেন ঋষভ পন্ত। বল ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি। কানায় লেগে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে জমা পড়ে। ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রান করে মাঠ ছাড়েন পন্ত। ভারত ৩২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন শার্দুল ঠাকুর।
জোড়া বাউন্ডারিতে রুটকে স্বাগত জানালেন পন্ত
৬৩তম ওভারে জো রুটকে প্রথমবার বল করতে ডাকেন বেন স্টোকস। পন্ত ২টি বাউন্ডারি মারেন। ওভারে মোট ১০ রান ওঠে। ৬৩ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৯৯। ৬৪তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৩০৪। পন্ত ১৩৮ রানে ব্যাট করছেন। জাদেজা ৬১ রানে অপরাজিত রয়েছেন।
লিচের ওভারে ২২ রান তোলে ভারত
৬১তম ওভারে জ্যাক লিচের শেষ ৪টি বলে ৪, ৬, ৪, ৬ রান সংগ্রহ করেন পন্ত। ওভারে মোট ২২ রান ওঠে। ভারত ৬১ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে। পন্ত ৯৯ বলে ১২৮ রান করেছেন। জাদেজা ১২২ বলে ৫৪ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি জাদেজার
৭টি বাউন্ডারির সাহায্যে ১০৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ৫৮ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৫১ রান। পন্ত ১০২ ও জাদেজা ৫১ রানে ব্যাট করছেন।
দুর্দান্ত সেঞ্চুরি পন্তের
১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৫৭.১ ওভারে ব্রডের বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত। টেস্ট কেরিয়ারে এটি ঋষভের পঞ্চম শতরান।
সেঞ্চুরির দিকে এগচ্ছেন পন্ত
সেঞ্চুরির দিকে এগচ্ছেন ঋষভ পন্ত। হাফ-সেঞ্চুরির পথে রবীন্দ্র জাদেজা। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২২৩ রান। পন্ত ৮০ বলে ৮৬ রান করেছেন। ৯১ বলে ৪৩ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
১০০ রানের পার্টনারশিপ পন্ত-জাদেজার
২৭.৫ ওভারে শ্রেয়স আইয়ার যখন সাজঘরে ফেরেন, ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৯৮ রান। তার পর থেকে পন্ত-জাদেজা জুটি ভারতের ইনিংসের হাল ধরেন। দু'জনে ষষ্ঠ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। ৪৯তম ওভারে পটসের বলে জোড়া বাউন্ডারি মারেন পন্ত। ভারতের স্কোর ৫ উইকেটে ২০২ রান। পন্ত ৭৬ ও জাদেজা ৩৭ রানে ব্যাট করছেন।
পটসকে জোড়া বাউন্ডারি পন্তের
চায়ের বিরতির পরে খেলা শুরু। প্রথম ওভারেই পটসের বলে জোড়া বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮২। পন্ত ৬১ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতিতে ভারত ৫ উইকেটে ১৭৪
প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত ৪৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। পন্ত ৫২ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। জাদেজা ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৩২ রান করে ব্যাট করছেন।
আগ্রাসী হাফ-সেঞ্চুরি পন্তের
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪৩ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭২ রান। পন্ত ৫২ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।
টি-২০'র মেজাজে পন্ত
৩৭তম ওভারে জ্যাক লিচের পরপর তিনটি বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন পন্ত। ওভারে ১৪ রান ওঠে। ৩৭ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৪৮। পন্ত ৩৭ বলে ৩৯ রান করেছেন। জাদেজা ৩৪ বলে ২৪ রান করেছেন। ৩৮ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৫০ রান তুলেছে।
৩৫ ওভারে ভারত ৫ উইকেটে ১৩০
৩৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করেছে। ঋষভ পন্ত ৩১ বলে ২৫ রান করেছেন। জাদেজা ২৮ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন।
সফট সিগন্যালের সুবাদে বেঁচে গেলেন জাদেজা
৩১.৫ ওভারে ব্রডের বলে স্লিপে জাদেজার দুর্দান্ত ক্যাচ ধরেন জো রুট। যদিও ক্যাচ ধরেন বলা ভুল। বল দুই আঙুলের ফাঁকে মাটি ছোঁয়ায় তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ার আলিম দারের সফট সিগন্যালকে মান্যতা দেন। নট-আউট ঘোষিত হন জাদেজা।
১০০ টপকাল ভারত
৩০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান। ২২ বলে ১৭ রান করেছেন ঋষভ পন্ত। ৭ বলে ৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা। দু'জনেই ১টি করে বাউন্ডারি মেরেছেন।
শ্রেয়স আউট
২৭.২ ওভারে অ্যান্ডারসনকে স্টেপ-আউট করে দুর্দান্ত চার মারেন ঋষভ পন্ত। সেই ওভারেই পঞ্চম বলে উইকেটকিপার স্যাম বিলিংসের হাতে ধরা পড়েন শ্রেয়স। বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন বিলিংস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করেন শ্রেয়স। ভারত ৯৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে আসেন জাদেজা। ১৩ রানে ব্যাট করছেন পন্ত।
কোহলি আউট
২৪.২ ওভারে ম্যাথিউ পটসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। শেষ মুহূর্তে বল ছাড়তে চেয়েও পারেননি তিনি। বল বিরাটের ব্যাটের কানায় লেগে স্টাম্পে গিয়ে লাগে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করে আউট হন কোহলি। ভারত ৭১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তিনি সেই ওভারেই ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান সংগ্রহ করেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮১ রান।
বিহারী আউট
২২.২ ওভারে ম্যাথিউ পটসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হনুমা বিহারী। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন বিহারী। ভারত ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ঋষভ পন্ত।
দ্বিতীয় সেশনের খেলা শুর
বৃষ্টির পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু। প্রথম বলেই কোহলির ব্যাটের কানা নিয়ে বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। ২১ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৭।
৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ
বৃষ্টির পরে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খলা। চায়ের বিরতি ৮টা ৪৫ মিনিটে। তৃতীয় সেশনের খেলা শুরু হবে রান ৯টা ৫ মিনিটে। খেলা চলবে রাত ১১টা পর্যন্ত। পুনরায় ম্যাচ বন্ধ না হলে প্রথম দিনে মোট ৮৪ ওভার খেলা হবে। দ্বিতীয় দিনে খেলা হবে ৯৭ ওভার।
৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন
বৃষ্টি থেমেছে। মাঠ থেকে কভার তুলে ফেলা হচ্ছে। সুপার সপার আউটফিল্ড থেকে জমে থাকা জল তুলে ফেলার কাজে ব্যস্ত রয়েছে। আম্পায়াররা ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন। তখন জানা যাবে ম্যাচ পুনরায় শুরু হবে কখন।
লাঞ্চের পরেও শুরু হয়নি খেলা
মধ্যাহ্নভোজের বিরতির সময় অতিক্রান্ত হলেও বৃষ্টির জন্য শুরু করা যায়নি ম্যাচ। বিরতিতে একপশলা বৃষ্টির জন্য আরও কিছুটা বিলম্বিত হয় পুনরায় ম্যাচ শুরুর সময়।
বৃষ্টিতে থমকাল ম্যাচের গতি
২০.১ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। ভারতের স্কোর ২ উইকেটে ৫৩ রান। হনুমা বিহারী ১৪ ও বিরাট কোহলি ১ রানে ব্যাট করছেন। প্রথম দিনে যাতে ওভার নষ্ট না হয়, আম্পায়ারর নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি ঘোষণা করেন।
পূজারা আউট
১৬.৬ ওভারে পটসের বলে দ্বিতীয় স্লিপে বিহারীর ক্যাচ ছাড়েন জ্যাক ক্রাউলি। তবে পরের ওভারে তিনি চেতেশ্বর পূজারার ক্যাচ ধরেন অ্যান্ডারসনের বলে। ১৭.৬ ওভারে মাঠ ছাড়েন চেতেশ্বর। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ১৩ রান করেন পূজারা। ভারত ৪৬ রানে ২ উইকেট হারায়। বিহারী ৮ রানে ব্যাট করছেন। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
রিভিউ নিয়ে বাঁচলেন পূজারা
১৩.৪ ওভারে স্টুয়ার্ট ব্রডকে দুরন্ত কাট শটে চার মারেন পূজারা। পরের বলে চেতেশ্বরকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার আলিম দার। পূজারা তড়িঘড়ি রিভিউ নেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল পূজারার থাই প্যাডে লেগেছে। এযাত্রায় বেঁচে যান পূজারা। ১৪ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। পূজারা ১৩ ও বিহারী ৬ রানে ব্যাট করছেন।
১০ ওভারে ভারত ১ উইকেটে ৩১
১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। পূজারা ২৫ বলে ৭ রান করেছেন। বিহারী ১২ বলে ২ রান করেছেন।
শুভমন গিল আউট
৬.২ ওভারে অ্যান্ডারসনের বলে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন গিল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৭ রান করেন তিনি। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন হমুনা বিহারী। তিনি ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে খাতা খোলেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯।
খাতা খুললেন পূজারা
৩.৩ ওভারে স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে খাতা খোলেন পূজারা। তিনি ১০ বল খেলে প্রথম রান সংগ্রহ করেন। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
ম্যাচ শুরু
ভারতের ওয়ে ওপেন করতে নামেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন জেমন অ্যান্ডারসন। ওভারের শেষ বলে চার মেরে খাতা খোলেন শুভমন। দ্বিতীয় ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড। শুরুতেই নো বল করেন তিনি। ওভারে আর কোনও রান ওঠেনি। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।
ইংল্যান্ডের প্রথম একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), স্যাম বিলিংস (উইকেটকিপার), ম্য়াথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন)।
ওপেন করবেন পূজারা
মায়াঙ্ক নন, টসের সময় ক্যাপ্টেন বুমরাহ জানিয়ে দেন, শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন চেতেশ্বর পূজারা।
টস জিতল ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ক্যাপ্টেন্সি কেরিয়ারের শুরুতেই টস হারলেন জসপ্রীত বুমরাহ।
বদলে গিয়েছে অনেক কিছু
২৯৭ দিনের ব্যবধানে একই সিরিজের দু'টি টেস্ট আয়োজিত হচ্ছে। চতুর্থ ও পঞ্চম টেস্টের মধ্যে দু'দলের কোচ ও ক্যাপ্টেন বদলে গিয়েছে। ভারতের ক্যাপ্টেন ছিলেন কোহলি এবং কোচ ছিলেন শাস্ত্রী। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ এবং কোচ হলের দ্রাবিড়। ইংল্যান্ডের কোচ-ক্যাপ্টেন ছিলেন সিলভারউড-রুট। এই টেস্টে ব্রিটিশ দলের নেতৃত্বে রয়েছে বেন স্টোকস এবং কোচ হলেন ম্যাকালাম। দুই স্কোয়াডের একাধিক ক্রিকেটারও বদলছে। বদলেছে পঞ্চম টেস্টের মাঠ। গতবছর পঞ্চম টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে। এবছর সেই টেস্ট আয়োজিত হচ্ছে বার্মিংহ্যামে।
সিরিজের প্রথম ৪টি টেস্টের ফলাফল
১. নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়।
২. লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারত ১৫১ রানে জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ এগিয়ে যায়।
৩. লিডসের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ৭৬ রান জয় তুলে নেয় এবং সিরিজে ১-১ সমতা ফেরায়।
৪. ওভালের চতুর্থ টেস্টে ভারত ১৫১ রানে জয় তুলে নিয়ে পুনরায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।