বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ভারতের কফিনে ফুল ফোটাচ্ছেন দুই ব্রিটিশ ওপেনার, ৪২ রানে এগিয়ে রুটরা
ভারতীয় ব্যাটিং অর্ডারে যেন ধস নামে। ছবি: এএনআই

IND vs ENG: ভারতের কফিনে ফুল ফোটাচ্ছেন দুই ব্রিটিশ ওপেনার, ৪২ রানে এগিয়ে রুটরা

নাটিংহ্যাম টেস্ট বৃষ্টির কারণেই অমীমাংসিত ভাবে শেষ হয়।  লর্ডসে ১৫১ রানে জয় পায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। হেডিংলেতে অবশ্য ভারতকে একেবারে কোণঠাঁসা করে দিয়ে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪২ রানে এগিয়ে রয়েছে জো রুট বাহিনী।

এ দিন জিমি অ্যান্ডারসন ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিলেন। মাত্র ২১ রানে কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন। আর ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ওভারটন। তিনি ৩ উইকেট নিয়েছেন। মাঝে অলি রবিনসন এবং স্যাম কারান ২ উইকেট করে নিয়েছেন।

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৭৮ রান ভারতের নবম সর্বনিম্ন স্কোর। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর এটি।

25 Aug 2021, 11:13:31 PM IST

প্রথম দিনের খেলা শেষ

টসে জিতে ব্যাট করে ভারত ৭৮ রানেই অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিম হামিদের ইতিমধ্যে অর্ধশত করে রান হয়ে গিয়েছে। হামিদের সংগ্রহ অপরাজিত ৬০ রান। বার্নস ৫২ রান করে অপরাজিত রয়েছেন।  ৪২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১২০ রান। ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

25 Aug 2021, 10:59:16 PM IST

রোরি বার্নসের অর্ধশতরান

বুমরাহকে চার মেরে অর্ধশতরান করে ফেলল রোরি বার্নস। তিনি ৫২ রানে এবং হাসিম হামিদ ৫৪ রানে অপরাজিত রয়েছেন। ৪১ ওভারে ১১৪ রান ইংল্যান্ডের।

25 Aug 2021, 10:56:46 PM IST

হামিদের অর্ধশতরান

৩৬.২ ওভারে বুমরাহকে চার মেরে হাসিব হামিদ অর্ধশতরান করে ফেলল। ১১০ বলে ৫১ রান করে হামিদ। রোরি বার্নসের সংগ্রহ ৪৬ রান। ৩৭ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১০৫ রান।

25 Aug 2021, 10:46:04 PM IST

১০০ পার করল ইংল্যান্ড

সামিকে চার মারল হামিদ। সেই সঙ্গে দলের শতরান পূরণ করে ফেলল ইংল্যান্ড। ৩৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০১ রান করে ফেলেছে ইংল্যান্ড।  

25 Aug 2021, 10:11:45 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯ ওভার: ৭৮/০

ভারতের রান স্পর্শ করে ফেলল ইংল্যান্ড। তবে ২৯ ওভার হয়ে গেলেও ইংল্যান্ডের কোনও উইকেট ফেলতে পারল না ভারত। দুই ব্রিটিশ ওপেনার ৭৮ রান করে ফেলেছে। হাসিব হামিদ ৩২ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ৩৮ রান।

25 Aug 2021, 09:54:50 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৫ ওভার: ৬২/০

২৫ ওভার হয়ে গেল, এখনও ভারত কোনও উইকেট ফেলতে পারল না ইংল্যান্ডের। দুই ব্রিটিশ ওপেনার ৬২ রান করে ফেলেছে। হাসিব হামিদ ৩২ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ২৭ রান।

25 Aug 2021, 09:31:03 PM IST

৫০ পার করল ইংল্যান্ড

২১ ওভারের চার নম্বর বলে মহম্মজ সিরাজকে ৪ মারলেন হাসিব হামিদ। সেই সঙ্গে ৫০ পার করে ফেলল ইংল্যান্ড। হাসিব হামিদ ৩২ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ১৭ রান। ২১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান ইংল্যান্ডের।

25 Aug 2021, 09:27:03 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ২০ ওভার: ৪৮/০

২০ ওভার হয়ে গেল, এখনও ভারত কোনও উইকেট ফেলতে পারল না ইংল্যান্ডের। ৪৮ রান দুই ব্রিটিশ ওপেনার করে ফেলেছে। হাসিব হামিদ ২৮ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ১৭ রান।

25 Aug 2021, 09:07:17 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস১৫ ওভার: ৩৭/০

১৫ ওভার হয়ে গেল ভারত কোনও উইকেট ফেলতে পারল না ইংল্যান্ডের। ৩৭ রান তারা করে ফেলেছে। হাসিব হামিদ ২০ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ১৪ রান।

25 Aug 2021, 08:35:18 PM IST

চা বিরতির পর খেলা শুরু

আত্মবিশ্বাসী ব্রিটিশ ওপেনাররা। হাসিব হামিদ ১৫ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ৩ রান। ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২১।

25 Aug 2021, 08:33:27 PM IST

চা বিরতি

25 Aug 2021, 08:33:28 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস৭ ওভার: ২১/০

৭ ওভারে এখনও ইংল্যান্ডের উইকেট ফেলতে পারেনি ভারত। হাসিব হামিদ ১৫ রান করে অপরাজিত রয়েছেন। বার্নসের সংগ্রহ ৩ রান।

25 Aug 2021, 07:40:36 PM IST

ইংল্যান্ডের ইনিংস শুরু

রোরি বার্নস এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। ভারত যদি ইংল্যান্ডকে তাড়াতাড়ি আউট করতে না পারে, এই টেস্ট বাঁচানো কঠিন হবে।

25 Aug 2021, 07:33:36 PM IST

৭৮ রানে শেষ ভারতের ইনিংস

সিরাজকে ফেরালেন ওভারটন। ভারতের ইনিংস মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গেল। জঘন্য পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যানদের। যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। সর্বোচ্চ রান রোহিত শর্মার ১৯। ১৮ করেছেন অজিঙ্কা রাহানে। ইংল্যান্ড একস্ট্রা ১৬ রান দিয়েছে। বাকিরা কেউ ১০-এর গণ্ডি টপকাতে পারেনি। কেএল রাহুল, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ শূন্য রানে আউট হয়েছেন। রীতিমতো হতাশাজন পারফরম্যান্স বিরাট কোহলিদের। জিমি অ্যান্ডারসন ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিলেন। মাত্র ২১ রানে কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন অ্যান্ডারসন। ভারতকে শেষ করলেন ওভারটন। তিনি ৩ উইকেট নিয়েছেন। মাঝে অলি রবিনসন এবং স্যাম কারান ২ উইকেট করে নিয়েছেন।টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৭৮ রান ভারতের নবম সর্বনিম্ন স্কোর। আর ইংল্যান্ডে তৃতীয় সর্বনিম্ন স্কোর এটি। 

25 Aug 2021, 07:11:56 PM IST

বুমরাহ আউট, হ্যাটট্রিকের সুযোগ স্যাম কারানের সামনে

জাদেজাকে ফেরানোর পরের বলেই বুমরাহকেও এলবিডব্লিউ করেন স্যাম কারান। খালি হাতে সাজঘরে ফিরলেন বুমরাহ। হ্যাটট্রিকের সামনে স্যাম কারান। ৩৭.৩ উইকেটে ভারত ৯ উইকেট হারিয়ে বসে রয়েছে। সংগ্রহ মাত্র ৬৭ রান।

25 Aug 2021, 07:09:58 PM IST

জাদেজা আউট

৮ নম্বর উইকেট হারিয়ে বসে থাকল ভারত। মাত্র ৪ রান করে স্যাম কারানের বলে এলবিডব্লিউ হন জাদেজা।

25 Aug 2021, 07:08:47 PM IST

হ্যাটট্রিকের সুযোগ ওভারটনের সামনে

তিন নম্বর উইকেটটি আর নেওয়া হল না। ক্রিজে নেমে ইশান্ত ওভারটন ঝড় থামালেন।

25 Aug 2021, 07:04:59 PM IST

সামি আউট

রোহিতকে ফেরানোর ঠিক পরের বলেই মহম্মদ সামিকে আউট করলেন ওভারটন। শূন্য রানেই সাজঘরে ফিরলেন সামি। হ্যাটট্রিকের সুযোগ ওভারটনের সামনে।

25 Aug 2021, 07:04:15 PM IST

রোহিত আউট

ওপেন করতে নেমেই একমাত্র রোহিত শর্মাই উইকেট আঁকড়ে বসেছিলেন। কিন্তু তাঁকে ফেরালেন ওভাররটন। মাত্র ১৯ করে আউট হলেন রোহিত।

25 Aug 2021, 06:54:34 PM IST

ভারতের প্রথম ইনিংস ৩৫ ওভার: ৬৪/৫

মারাত্মক চাপে রয়েছে ভারত। ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান ভারতের। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১৮) এবং রবীন্দ্র জাদেজা (৩)।

25 Aug 2021, 06:31:18 PM IST

পন্ত আউট

দ্বিতীয় উইকেট নিলেন রবিনসন। পন্তকে ফেরালেন তিনি। মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন পন্ত। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের রান মাত্র ৫৮।

25 Aug 2021, 06:13:45 PM IST

লাঞ্চের পর খেলা শুরু

২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান ভারতের। রোহিত শর্মার সঙ্গে এখন ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত।

25 Aug 2021, 05:39:36 PM IST

লাঞ্চ বিরতি

25 Aug 2021, 05:35:05 PM IST

রাহানে আউট

ব্যর্থ হলেন রাহানেও। মাত্র ১৮ রান করে রবিনসনের বলে সাজঘরে ফেরেন রাহানে। ৪ উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে ভারতের ৫৬ রান। মারাত্মক চাপে ভারত।

25 Aug 2021, 05:06:46 PM IST

ভারতের প্রথম ইনিংস ২০ ওভার: ৪০/৩

ভারত কিন্তু খুবই চাপে। ২০ ওভারে ৩ উইকেটে ৪০ রান ভারতের। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১২) এবং অজিঙ্কা রাহানে (৭)।

25 Aug 2021, 05:04:29 PM IST

ভারত কিন্তু খুবই চাপে। ১৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান ভারতের। নিঃসন্দেহে ভারত খুবই চাপে রয়েছে। অ্যান্ডারসন রয়েছেন বিধ্বংসী মেজাজে।ক্রিজে রয়েছেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে। 

25 Aug 2021, 04:50:05 PM IST

ভারতের প্রথম ইনিংস ১৫ ওভার: ৩০/৩

ক্রিজে রয়েছেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে। ১৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান ভারতের। নিঃসন্দেহে ভারত খুবই চাপে রয়েছে। অ্যান্ডারসন রয়েছেন বিধ্বংসী মেজাজে।

25 Aug 2021, 04:27:22 PM IST

কোহলি আউট

বিধ্বংসী অ্যান্ডারসন। ১১ ওভারের মধ্যে ভারতের ৩ উইকেট ফেলে দিয়েছেন। ফের ব্যর্থ হয়েছেন বিরাট। অ্যান্ডারসেনর বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন কোহলি।

25 Aug 2021, 04:21:49 PM IST

ভারতের প্রথম ইনিংস১০ ওভার: ১৯/২

ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ভারত। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রোহতি শর্মা। ১০ ওভারে ১৯ রান ভারতের।

25 Aug 2021, 03:59:03 PM IST

পূজারা আউট

তৃতীয় টেস্টের শুরুতেই জেমস অ্যান্ডারসনের দাপটে ভারতের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রথম ওভারে রাহানেকে ফেরানোর পর পঞ্চম ওভারের প্রথম বলেই চেতেশ্বর পূজারাকে প্যাভিলিয়নে ফেরালেন অ্যান্ডারসন। ১ রান করে আউট হয়েছেন পূজারা। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে ভারত। তাদের সংগ্রহ মাত্র ৪ রান।

25 Aug 2021, 03:36:24 PM IST

আউট রাহুল

প্রথম ওভারেই বড় ধাক্কা খেল ভারত। কেএল রাহুলকে ওভারের পঞ্চম বলে ফেরালেন জিমি অ্যান্ডারসন। খাতা খোলার আগেই আউট হয়ে গেলেন রাহুল।

25 Aug 2021, 03:19:27 PM IST

তৃতীয় টেস্টেও জায়গা হল না অশ্বিনের

তৃতীয় টেস্টেও দলে নেওয়া হল না রবিচন্দ্রন অশ্বিনকে। রবীন্দ্র জাদেজার উপরেই ভরসা রাখলেন বিরাট কোহলি। যদিও জাদেজা যে দুরন্ত ছন্দে রয়েছেন, তা নয়। তবু অশ্বিনকে খেলানো হচ্ছে না। আর এই নিয়ে আরও একবার সমালোচনার তীব্র ঝড় বইতে শুরু করেছে।

25 Aug 2021, 03:15:27 PM IST

ইংল্যান্ডের দলে দু'টো পরিবর্তন করা হয়েছে।

ডম সিবলের জায়গায় ঢুকেছেন দাওয়িদ মালান। মার্ক উডের জায়গায় দলে ঢুকেছেন ক্রেগ ওভারটন।ইংল্যান্ডের প্রথম একাদশ:রোরি বার্নস, হাসিব হামিদ, দাওয়িদ মালান, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জোস বাটলার (উইকেটকিপার), মইন আলি, স্যাম কুরান, অলি রবিনসন, ক্রেগ ওভারটন, জেমস অ্যান্ডারসন।

25 Aug 2021, 03:10:01 PM IST

লর্ডস টেস্টের প্রথম একাদশই খেলছে হেডিংলে-তে

ভারতের প্রথম একাদশ:বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা,অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।

25 Aug 2021, 03:03:07 PM IST

টসে জিতলেন বিরাট

আগের দু'টো টেস্টে টসে হেরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তৃতীয় টেস্টে টসে জিতলেন তিনি। এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।

25 Aug 2021, 02:56:37 PM IST

কে জিতবে টস? হেডিংলে-র পিচে কারা সুবিধে পাবে?

25 Aug 2021, 02:41:53 PM IST

লর্ডসে ঐতিহাসিক জয়ের পর এ বার ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ

25 Aug 2021, 02:41:54 PM IST

বিরাট উবাচ

25 Aug 2021, 02:41:54 PM IST

৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত

25 Aug 2021, 02:41:54 PM IST

জয়ের ধারাই ধরে রাখতে চায় ভারত

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.